A
১০ আগস্ট, ২০২০
B
১৯ সেপ্টেম্বর, ২০২০
C
১৮ অক্টোবর, ২০২০
D
১৫ জুলাই, ২০২০
উত্তরের বিবরণ
১৯ সেপ্টেম্বর, ২০২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। এই সিদ্ধান্তের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমিত করার চেষ্টা করে এবং বিভিন্ন আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করে।
-
তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২০
-
মূল ঘটনা: মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর নিষেধাজ্ঞা পুনঃপ্রয়োগ করে
-
উদ্দেশ্য: ইরানের অর্থনৈতিক কর্মকাণ্ড ও আন্তর্জাতিক লেনদেন নিয়ন্ত্রণ করা

0
Updated: 22 hours ago
যুক্তরাষ্ট্রের Guantanamo Bay Detention Camp কোথায় অবস্থিত?
Created: 6 days ago
A
ফ্লোরিডা
B
হাইতি
C
কিউবা
D
জ্যামাইকা
গুয়ানতানামো বে
-
গুয়ানতানামো বে হলো মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার, যা আমেরিকার মূল ভূখণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত।
-
এখানে মার্কিন আইন-কানুন ও মানবাধিকারের নিয়ম এড়িয়ে বন্দিদের রাখা হয়।
-
১৯০৩ সালের হাভানা চুক্তি অনুযায়ী কিউবার কাছ থেকে ইজারায় নেওয়া এই এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি তৈরি করা হয়।
-
কারাগারটি বন্দিদের ওপর কঠোর এবং অমানবিক আচরণের জন্য কুখ্যাত।
-
গুয়ানতানামো বে কারাগারের মধ্যে ক্যাম্প সেভেন হলো সবচেয়ে সুরক্ষিত এবং গোপনীয় একটি শিবির।
-
‘নাইন-ইলেভেন’ হামলার পর, ২০০২ সালের ১১ জানুয়ারি মার্কিন সরকার কিউবায় এই কারাগার চালু করে।
-
যদিও কিউবার মালিকানায় রয়েছে, এখানে মার্কিন নৌবাহিনী কার্যক্রম চালায়।
-
পরে মার্কিন সামরিক বিভাগ এই কারাগার বন্ধ করার ঘোষণা দেয়।
উৎস: Britannica

0
Updated: 6 days ago
In Cricket game the length of pitch between the two wickets is -
Created: 3 weeks ago
A
24 yards
B
23 yards
C
22 yards
D
21 yards
ক্রিকেট পিচ এবং খেলার মূল বিষয়
-
ক্রিকেট খেলা প্রথম শুরু হয় ইংল্যান্ডে।
-
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
ক্রিকেট পিচ:
-
পিচের দৈর্ঘ্য ২২ গজ এবং প্রস্থ ১০ ফুট।
-
পিচের দুই প্রান্তে তিনটি করে স্টাম্প থাকে, যা মিলিয়ে একটিকে উইকেট বলা হয়।
-
প্রতিটি স্টাম্পের উপর দুটি বেল বসানো থাকে।
-
ক্রিকেটে ব্যাটসম্যান ১০ ধরনেরভাবে আউট হতে পারে।
-
কোনো ওভারে যদি কোনো রান না হয়, সেটিকে মেডেন ওভার বলা হয়।
খেলার কলাকৌশল:
ক্রিকেট খেলাকে মূলত চার ভাগে ভাগ করা যায়:
-
ব্যাটিং
-
বোলিং
-
ফিল্ডিং ও ক্যাচিং
-
উইকেট কিপিং
ফলো থু (Follow Through):
-
বোলার যখন বল ছুঁড়ে দেয়, তখন শরীরের ভারসাম্য ঠিক রাখতে কিছুটা এগিয়ে যাওয়া প্রয়োজন। এই ধাপকে ফলো থু বলা হয়।
উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 3 weeks ago
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক অঞ্চলের বাহিরে আমন্ত্রিত রাষ্ট্রের সংখ্যা-
Created: 3 weeks ago
A
২
B
৩
C
৪
D
১
ভারতের প্রধানমন্ত্রী
-
নরেন্দ্র মোদী ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
-
তার শপথ গ্রহণ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধুমাত্র মরিশাসের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
-
নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টি (BJP) থেকে নির্বাচিত হন এবং তিনি ভারতের ১৪তম প্রধানমন্ত্রী।
ভারত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ।
-
রাজধানী: নয়া দিল্লি।
-
মুদ্রা: ভারতীয় রুপি।
-
প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
-
১৯৪৭ সালে ভারত দুইভাগে বিভক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়: হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান।
-
২৬ জানুয়ারি ১৯৫০ সালে ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়।
-
২১ এপ্রিলকে সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালন করা হয়।
উৎস: টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট, নরেন্দ্র মোদী ওয়েবসাইট, Britannica.

0
Updated: 3 weeks ago