বাংলাদেশের বর্তমান সভাপতির পূর্বে কোন দেশ CVF- এর সভাপতি ছিল? [নভেম্বর, ২০২৪]
A
মার্শাল আইল্যান্ড
B
মালদ্বীপ
C
গ্রানাডা
D
বাহাম
উত্তরের বিবরণ
বাংলাদেশের CVF (Climate Vulnerable Forum) সভাপতির দায়িত্ব গ্রহণের আগে মার্শাল আইল্যান্ডস এই দায়িত্ব পালন করেছিল। মার্শাল আইল্যান্ডস ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত CVF-এর সভাপতির দায়িত্ব পালন করে।
-
CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালে
-
সদস্য দেশ: ৭০টি
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মুখে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ
-
বর্তমান সভাপতি: বার্বাডোস
-
সাম্প্রতিক সভাপতি: ঘানা (২০২২–২০২৪)
-
পূর্ববর্তী সভাপতি: বাংলাদেশ (২০২০–২০২২)
-
সর্বশেষ সভাপতি: মার্শাল আইল্যান্ডস (২০১৮–২০২০)
মার্শাল আইল্যান্ডসের রাষ্ট্রপতি হিল্ডা হেইন ২০১৮ সালে CVF-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত।
তার নেতৃত্বে, মার্শাল আইল্যান্ডস জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত।
0
Updated: 1 month ago
মিনস্ক নিচের কোন দেশের রাজধানী?
Created: 1 month ago
A
তাজাকিস্তান
B
আজারবাইজান
C
পর্তুগাল
D
বেলারুশ
বেলারুশ
বেলারুশ হলো পূর্ব ইউরোপের একটি দেশ। দেশের রাজধানী মিনস্ক এবং মুদ্রা হলো রুবল।
অন্য দেশের রাজধানী:
-
তাজাকিস্তান: দুশানবে
-
আজারবাইজান: বাকু
-
পর্তুগাল: লিসবন
উৎস: Britannica
0
Updated: 1 month ago
বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী?
Created: 1 month ago
A
লিসবন
B
কনস্টান্টিনোপল
C
প্যারিস
D
ভিয়েনা
বাইজেন্টাইন সাম্রাজ্য (Byzantine Empire)
-
বাইজেন্টাইন সাম্রাজ্য প্রায় ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
-
১৫শ শতকে অটোমান তুর্কি আক্রমণের ফলে এটি ধ্বংসের মুখে পড়ে।
-
রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল, তুরস্ক নামে পরিচিত।
-
সাম্রাজ্যটির অঞ্চল বিস্তৃত ছিল ভূমধ্যসাগরের চারপাশের দেশগুলোতে, যেমন: ইতালি, গ্রীস, তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
রোম ও রোমান সাম্রাজ্য সম্পর্কিত তথ্য:
-
খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে রোম নগরী স্থাপিত হয় টাইবার নদীর তীরে, প্রতিষ্ঠাতা ছিলেন দুই ভাই রোমুলাস ও রেমাস।
-
প্রথমে রোম ছিল একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
-
খ্রিস্টীয় গ্রিক সভ্যতার পতনের (৪৭৬ খ্রিস্টাব্দ) পর, রোম পুরো ইতালি ও ভূমধ্যসাগরীয় অঞ্চল দখল করে বৃহৎ রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে।
কনস্টান্টিনোপলের গুরুত্ব:
-
রোমান সম্রাট কনস্টান্টাইন কৃষ্ণসাগরের তীরে বাইজান্টিয়াম নামে একটি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন।
-
শহরটির নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টান্টাইনের নামানুসারে।
উৎস: History.com
0
Updated: 1 month ago
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা -
Created: 2 months ago
A
৩৩
B
১৫
C
৭৭
D
২১ (ভুল উত্তর, ব্যাখ্যা দেখুন)
NAM (Non-Aligned Movement) বা জোট-নিরপেক্ষ আন্দোলন
-
NAM হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ চুক্তি থেকে নিরপেক্ষ থাকার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
NAM-এর ধারণা প্রথম ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সে সামনে আসে।
-
এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১, এবং প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, ১–৬ সেপ্টেম্বর ১৯৬১।
-
বর্তমানে NAM-এর মোট সদস্য সংখ্যা ১২১টি, যার সভাপতি ইলহাম ইলিয়েভ।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্য হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে নম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে (আলজিয়ার্স)।
-
সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 2 months ago