A
মার্শাল আইল্যান্ড
B
মালদ্বীপ
C
গ্রানাডা
D
বাহাম
উত্তরের বিবরণ
বাংলাদেশের CVF (Climate Vulnerable Forum) সভাপতির দায়িত্ব গ্রহণের আগে মার্শাল আইল্যান্ডস এই দায়িত্ব পালন করেছিল। মার্শাল আইল্যান্ডস ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত CVF-এর সভাপতির দায়িত্ব পালন করে।
-
CVF-এর পূর্ণরূপ: Climate Vulnerable Forum
-
প্রতিষ্ঠা: ২০০৯ সালে
-
সদস্য দেশ: ৭০টি
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির মুখে থাকা দেশগুলোর স্বার্থ রক্ষা ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ
-
বর্তমান সভাপতি: বার্বাডোস
-
সাম্প্রতিক সভাপতি: ঘানা (২০২২–২০২৪)
-
পূর্ববর্তী সভাপতি: বাংলাদেশ (২০২০–২০২২)
-
সর্বশেষ সভাপতি: মার্শাল আইল্যান্ডস (২০১৮–২০২০)
মার্শাল আইল্যান্ডসের রাষ্ট্রপতি হিল্ডা হেইন ২০১৮ সালে CVF-এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত।
তার নেতৃত্বে, মার্শাল আইল্যান্ডস জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে সাহসী নেতৃত্বের জন্য পরিচিত।

0
Updated: 22 hours ago
ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়-
Created: 3 weeks ago
A
রাশিয়া
B
ব্রাজিল
C
ভারত
D
দক্ষিণ আফ্রিকা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩ ও সম্প্রসারণের তথ্য
ব্রিকস (BRICS) হলো একটি অর্থনৈতিক জোট, যা মূলত পাঁচটি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। এই জোটের কোনো স্থায়ী সদর দপ্তর নেই।
১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন (২০২৩):
-
অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকায়।
-
এটি ছিল জোটের ধারাবাহিক বৈঠকের অংশ।
নতুন সদস্য সংযোজন:
-
সম্মেলনে তিনটি মহাদেশের ছয়টি দেশকে ব্রিকস-এ যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
-
দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মিশর, ইথিওপিয়া এবং আর্জেন্টিনা।
-
এই দেশগুলো ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিকসের সদস্য হবে।
-
মূল পাঁচটি দেশ মনে করছে যে এই ছয়টি দেশ বর্তমান সময়ে যোগদানের যোগ্য।
তথ্যসূত্র: প্রথম আলো, ২৫ আগস্ট ২০২৩

0
Updated: 3 weeks ago
আন্তর্জাতিক বিচার আদালত রােহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
Created: 1 day ago
A
৩টি
B
২টি
C
৫টি
D
৪টি
রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) ২৩ জানুয়ারি ২০২০ তারিখে মিয়ানমারের প্রতি চারটি অন্তর্বর্তী নির্দেশনা জারি করে।
এই মামলায় মিয়ানমারকে ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার পক্ষের বক্তব্য আদালতে পেশ করতে বলা হয়। আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত সংক্রান্ত মূল তথ্যগুলো হলো:
-
ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (ICJ) হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
-
এটি ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৬ সালে কার্যক্রম শুরু করে।
-
সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
-
বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম।
-
বিচারক সংখ্যা: ১৫ জন।
-
বিচারক নির্বাচন করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের মাধ্যমে, একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য, এবং আদালতের সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
-
এই আদালত গণহত্যা, যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আগ্রাসনমূলক অপরাধের জন্য রাষ্ট্র ও ব্যক্তিদের বিচার করতে সক্ষম।

0
Updated: 1 day ago
Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন-
Created: 6 days ago
A
৩ ভাগে
B
৪ ভাগে
C
৫ ভাগে
D
৬ ভাগে
চাপসৃষ্টিকারী গোষ্ঠী
রাষ্ট্রবিজ্ঞানে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কী বোঝায়, তা নিয়ে পণ্ডিতদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়।
-
কেউ একে স্বার্থকামী গোষ্ঠী বলেছেন,
-
কেউ আবার রাজনৈতিক গোষ্ঠী বা মনোভাবকেন্দ্রিক গোষ্ঠী বলেও উল্লেখ করেছেন।
🔹 অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে লবি (Lobby) হিসেবে ব্যাখ্যা করেছেন।
🔹 অধ্যাপক এলান পটার একে সুসংবদ্ধ গোষ্ঠী বলে আখ্যায়িত করেছেন।
যেমন: শিক্ষক সমিতি, ব্যবসায়ী সমিতি, ট্রেড ইউনিয়ন, শ্রমিক সংঘ ইত্যাদি।
অধ্যাপক এলান আর. বল এর মতে, চাপসৃষ্টিকারী গোষ্ঠী গড়ে ওঠে সমমনোভাবাপন্ন সদস্যদের মিলিত প্রচেষ্টায়। তিনি এ ধরনের গোষ্ঠীকে দুই ভাগে ভাগ করেছেন—
-
স্বার্থকারী গোষ্ঠী (Interest Group)
-
সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী (Attitude Group)
অধ্যাপক মাইরন উহনার বলেছেন—
চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন এক স্বেচ্ছাসেবী সংগঠন, যা সরকারী কাঠামোর বাইরে থেকে প্রভাব বিস্তারের চেষ্টা করে। এর উদ্দেশ্য হলো সরকারি কর্মকর্তা নির্বাচন, নিয়োগ কিংবা সরকারি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে প্রভাব ফেলা।
অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরণের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে দেখেছেন। তাঁদের মতে, সমাজে বিদ্যমান এসব গোষ্ঠীকে চার ভাগে ভাগ করা যায়—
-
স্বতঃস্ফূর্ত স্বার্থকামী গোষ্ঠী,
-
সংগঠনভিত্তিক স্বার্থকামী গোষ্ঠী,
-
অসংগঠিত স্বার্থকামী গোষ্ঠী,
-
প্রাতিষ্ঠানিক স্বার্থকামী গোষ্ঠী।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৩, স্নাতক শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 6 days ago