বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
A
১৯৭২, কায়রাে
B
১৯৭৪, নয়া দিল্লী
C
১৯৭৫, বেলগ্রেড
D
১৯৭৩, আলজিয়ার্স
উত্তরের বিবরণ
NAM বা Non-Aligned Movement (জোট-নিরপেক্ষ আন্দোলন) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করার জন্য গঠিত।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়ে পুঁজিবাদী দেশসমূহের ন্যাটো ও সমাজতান্ত্রিক দেশসমূহের ওয়ারশ জোট থেকে নিরপেক্ষ থাকতে চাওয়া দেশগুলোর আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। NAM-এর প্রথম কনফারেন্স ১৯৬১ সালে বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
-
NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement
-
গঠন উদ্দেশ্য: তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব
-
প্রতিষ্ঠার পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক জোট থেকে নিরপেক্ষ থাকার জন্য
-
প্রথম কনফারেন্স: বেলগ্রেড, ১–৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
প্রতিষ্ঠার তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৬১
-
বর্তমান সদস্য: ১২১টি দেশ
-
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ
-
প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাম-এর চতুর্থ শীর্ষ সম্মেলনে আলজিয়ার্সে অংশগ্রহণ করে।
-
সম্মেলনের তারিখ: ৫–৯ সেপ্টেম্বর, ১৯৭৩
-
এতে বাংলাদেশ প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায়।
-
সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য সম্মেলনটি ছিল বহু কারণে গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তিতে জোটনিরপেক্ষ দেশগুলোর সমর্থন নিশ্চিত করার ক্ষেত্রে।
-
বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।
0
Updated: 1 month ago
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
শেনজেন চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তিটি ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয় এবং লুক্সেমবার্গের শেনজেন শহরেই স্বাক্ষর করা হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউরোপে ভিসামুক্ত যাত্রা শুরু হয়।
-
শেনজেনভুক্ত দেশ সংখ্যা: ২৯টি।
-
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরে চারটি দেশ—সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন—ও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া, যা ২০২৪ সালের মার্চে কার্যকর হয়েছে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ সদস্য নয় :
Created: 3 weeks ago
A
ILO
B
SAARC
C
NATO
D
BIMSTEC
বাংলাদেশ কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একটি পুরস্কার প্রবর্তন করেছে, যা প্রথমবার দেওয়া হয় মুজিববর্ষ ২০২০ উপলক্ষে। এই পুরস্কার মূলত কূটনৈতিক কর্মকাণ্ডে অসামান্য সাফল্য দেখানো কূটনীতিকদের জন্য।
-
২০২০ সালে প্রবর্তিত এই পুরস্কারের প্রথম নাম ছিল বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
-
পরে নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স (Bangabandhu Medal for Diplomatic Excellence) রাখা হয়।
-
পুরস্কারটি প্রদান করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
প্রতি বছর একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত একজন বিদেশি কূটনীতিককে এ পদক দেওয়া হবে।
-
২০২২ সালে এই পুরস্কারটি লাভ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি।
0
Updated: 3 weeks ago
'আরব বসন্ত' বলতে কী বুঝায়?
Created: 2 months ago
A
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
B
আরব অঞ্চলে বসন্তকাল
C
আরব রাজতন্ত্র
D
আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
আরব বসন্ত
আরব বসন্ত হলো আরব বিশ্বের বিভিন্ন দেশে জনগণের গণজাগরণের আন্দোলন। এটি ২০১০ সালের শেষের দিকে শুরু হয়, যখন সাধারণ মানুষ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দাবিতে বিক্ষোভ শুরু করে। এই আন্দোলনের ফলে বহু দেশেই দীর্ঘ সময় ক্ষমতায় থাকা স্বৈরশাসকরা ক্ষমতাচ্যুত হন। আরব বসন্তে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আঞ্চলিক মিডিয়ার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূচনা ও বিস্তার:
আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়, যা উত্তর আফ্রিকার একটি দেশ। ২০১০–২০১১ সালে এই আন্দোলনের ঢেউ মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হলো:
-
মিশর: প্রেসিডেন্ট হোসনি মুবারক ক্ষমতাচ্যুত হন।
-
লিবিয়া: মুয়াম্মর আল-গাদ্দাফির শাসনকাল শেষ হয়।
-
এছাড়াও সিরিয়া, ইয়েমেন, বাহরাইন ও অন্যান্য দেশে আন্দোলন চলে।
অর্থনৈতিক দিক থেকে এই আন্দোলনের প্রভাবও ছিল বড়। প্রায় পৌনে দুই বছরের মধ্যে শুধু ছয়টি দেশেই (লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেন) মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ২,০৫৬ কোটি ডলার।
উৎস: Britannica
0
Updated: 2 months ago