A
১৯৭২, কায়রাে
B
১৯৭৪, নয়া দিল্লী
C
১৯৭৫, বেলগ্রেড
D
১৯৭৩, আলজিয়ার্স
উত্তরের বিবরণ
NAM বা Non-Aligned Movement (জোট-নিরপেক্ষ আন্দোলন) হলো একটি আন্তর্জাতিক সংস্থা, যা মূলত উন্নয়নশীল দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষা প্রতিনিধিত্ব করার জন্য গঠিত।
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন সময়ে পুঁজিবাদী দেশসমূহের ন্যাটো ও সমাজতান্ত্রিক দেশসমূহের ওয়ারশ জোট থেকে নিরপেক্ষ থাকতে চাওয়া দেশগুলোর আন্দোলন হিসেবে প্রতিষ্ঠিত হয়। NAM-এর প্রথম কনফারেন্স ১৯৬১ সালে বেলগ্রেডে অনুষ্ঠিত হয়।
-
NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement
-
গঠন উদ্দেশ্য: তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব
-
প্রতিষ্ঠার পটভূমি: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক জোট থেকে নিরপেক্ষ থাকার জন্য
-
প্রথম কনফারেন্স: বেলগ্রেড, ১–৬ সেপ্টেম্বর, ১৯৬১
-
প্রতিষ্ঠার তারিখ: ১ সেপ্টেম্বর, ১৯৬১
-
বর্তমান সদস্য: ১২১টি দেশ
-
বর্তমান চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ
-
প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)
উল্লেখযোগ্য ঘটনা:
-
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ন্যাম-এর চতুর্থ শীর্ষ সম্মেলনে আলজিয়ার্সে অংশগ্রহণ করে।
-
সম্মেলনের তারিখ: ৫–৯ সেপ্টেম্বর, ১৯৭৩
-
এতে বাংলাদেশ প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায়।
-
সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য সম্মেলনটি ছিল বহু কারণে গুরুত্বপূর্ণ, বিশেষ করে জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তিতে জোটনিরপেক্ষ দেশগুলোর সমর্থন নিশ্চিত করার ক্ষেত্রে।
-
বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

0
Updated: 22 hours ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল-
Created: 3 weeks ago
A
কমিন্টার্ন
B
কমিনফর্ম
C
কমেকন
D
কোনোটিই নয়
COMECON (কোমেকন)
-
COMECON এর পূর্ণরূপ হলো Council for Mutual Economic Assistance।
-
এটি সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী পূর্ব ইউরোপীয় দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং সমন্বয় ঘটানোর উদ্দেশ্যে ১৯৪৯ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠাতা দেশগুলো ছিল সোভিয়েত ইউনিয়ন এবং পোল্যান্ড।
-
পরে এতে পূর্ব জার্মানি, আলবেনিয়া, উত্তর কোরিয়া, উত্তর ভিয়েতনাম সদস্য হিসেবে যোগ দেয়।
-
COMECON কার্যকর ছিল ১৯৪৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত।
উৎস: Encyclopaedia Britannica

0
Updated: 3 weeks ago
৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট হচ্ছে -
Created: 1 week ago
A
ইউএমএনও
B
বারিসান ন্যাশনাল
C
পার্টি পেরিকাতান
D
পাকাতান-হারুপান
মাহাথির মোহাম্মদ
ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার একজন প্রখ্যাত রাজনৈতিক নেতা এবং আধুনিক মালয়েশিয়ার স্থপতি হিসেবে পরিচিত। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদে আসেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পাঁচবার ধারাবাহিকভাবে সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। দীর্ঘ সময়ের অবসরের পর, ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দুর্নীতি কেলেঙ্কারির কারণে তিনি আবারও রাজনীতিতে সক্রিয় হন।
রাজনীতিতে যাত্রা:
মাহাথির মোহাম্মদ ২১ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (UMNO) বা সংক্ষেপে আমনো-তে যোগ দেন। তখন তিনি ডাক্তারি পেশায় কর্মরত ছিলেন এবং নিজ এলাকায় সাত বছর ধরে চিকিৎসা করতেন। ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন, কিন্তু ১৯৬৯ সালে তিনি আসন হারান এবং দল থেকে বরখাস্ত হন।
প্রধানমন্ত্রী হিসেবে কর্মকাণ্ড:
১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ১৯৮০-এর দশকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আধুনিক রূপান্তরে তার অবদান বিশেষভাবে প্রশংসিত হয়। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে তিনি পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রাজনৈতিক জোট ছিল পাকাতান হারাপান।
শেষ পদত্যাগ:
ফেব্রুয়ারি ২০২০ সালে মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। মোট ২৪ বছর তিনি দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন এবং মালয়েশিয়ার রাজনীতিতে তাকে প্রায়শই 'টাইটানিক' হিসেবে সম্বোধন করা হয়।
উৎস: Britannica

0
Updated: 1 week ago
বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা -
Created: 2 weeks ago
A
৩৩
B
১৫
C
৭৭
D
২১ (ভুল উত্তর, ব্যাখ্যা দেখুন)
NAM (Non-Aligned Movement) বা জোট-নিরপেক্ষ আন্দোলন
-
NAM হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা মূলত তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ ও আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে।
-
এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া স্নায়ুযুদ্ধের সময় পুঁজিবাদী দেশগুলোর ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশগুলোর ওয়ারশ চুক্তি থেকে নিরপেক্ষ থাকার লক্ষ্য নিয়ে গঠিত হয়।
-
NAM-এর ধারণা প্রথম ১৯৫৫ সালের ১৮–২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সে সামনে আসে।
-
এটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর, ১৯৬১, এবং প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, ইউগোস্লাভিয়া, ১–৬ সেপ্টেম্বর ১৯৬১।
-
বর্তমানে NAM-এর মোট সদস্য সংখ্যা ১২১টি, যার সভাপতি ইলহাম ইলিয়েভ।
-
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্য হয় এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমান নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করে নম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে (আলজিয়ার্স)।
-
সর্বশেষ ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।
উৎস: NAM অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago