ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
A
৩ টি
B
৫ টি
C
৭ টি
D
৯ টি
উত্তরের বিবরণ
ডিসেম্বর ২০২০ সালে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে সাতটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই সম্মেলনটি দুই দেশের সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছিল।
তথ্যগুলো সংক্ষেপে:
-
সম্মেলনের ধরন: দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলন
-
তারিখ: ডিসেম্বর ২০২০
-
স্বাক্ষরিত MoU সংখ্যা: ৭টি
-
উদ্দেশ্য: কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়ন, বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণ।
তথ্যটি বর্তমান নয়; সর্বশেষ তথ্য জানতে Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল বা অথেনটিক সংবাদপত্র দেখা উত্তম।
0
Updated: 1 month ago
'Loss and Damage Fund' চালু প্রস্তাব গৃহীত হয় কোন COP সম্মেলনে?
Created: 1 month ago
A
COP-25
B
COP-26
C
COP-27
D
COP-28
Loss and Damage Fund হলো একটি আন্তর্জাতিক তহবিল যা জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলোতে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করে। এই তহবিলের প্রস্তাব গৃহীত হয় ২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP-27)-এ।
মূল তথ্যসমূহ:
-
এই তহবিলের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক সহায়তা নিশ্চিত করা।
-
বিশ্বের উন্নত দেশগুলো সবচেয়ে বেশি দায়ী জলবায়ু পরিবর্তনের জন্য।
-
২০০৯ সালে উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
-
Loss and Damage Fund-এর চূড়ান্ত চুক্তি ২০২২ সালে মিশরের শার্ম এল-শেখে COP-27 শীর্ষ সম্মেলনে গৃহীত হয়।
-
তহবিলের লক্ষ্য হলো উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান করা।
0
Updated: 1 month ago
COP‑29 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
তেহরান, ইরান
B
গ্লাসগো, যুক্তরাজ্য
C
তিবলিসি, জর্জিয়া
D
বাকু, আজারবাইজান
COP-29 জলবায়ু সম্মেলন ২০২৪ সালের ১১-২২ নভেম্বর আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ। COP বা Conferences of the Parties হলো জাতিসংঘের আওতায় আয়োজিত জলবায়ু সংক্রান্ত বৈশ্বিক সম্মেলন, যা ১৯৯৪ সালে কার্যকর হয়। প্রথম COP-1 অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে, যেখানে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য আন্তর্জাতিক সহযোগিতার ভিত্তি তৈরি হয়।
-
COP-এর পূর্ণরূপ: Conferences of the Parties
-
কার্যকর হওয়ার বছর: ১৯৯৪ সালে জাতিসংঘের জলবায়ু রূপরেখা কনভেনশন (UNFCCC) কার্যকর হয়
-
প্রথম সম্মেলন: COP-1, ১৯৯৫ সালে বার্লিন, জার্মানি
-
অংশগ্রহণকারী: UNFCCC ভুক্ত সব সদস্য রাষ্ট্র
-
COP-29: ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়, সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ
-
COP-30: ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে
0
Updated: 1 month ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
বেইজিং, চীন
B
সাংহাই, চীন
C
তিয়ানজিন, চীন
D
উহান, চীন
SCO শীর্ষ সম্মেলন ২০২৫ চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার ২৫তম সম্মেলন, যা ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত চলে।
-
স্থান: তিয়ানজিন, চীন
-
সময়কাল: ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর, ২০২৫
-
উপস্থিত নেতা: বিশ্বের ২০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, যার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তর্ভুক্ত
-
সম্মেলনের ফলাফল: সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন
-
প্রধান বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, এবং ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ
-
SCO-এর উৎপত্তি: মূলত ‘সাংহাই ফাইভ’ থেকে উদ্ভূত, যার সদস্য ছিল চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান; পরে উজবেকিস্তান ষষ্ঠ সদস্য হিসেবে যোগ দেয়
-
বর্তমান কাঠামো: ১০টি সদস্য রাষ্ট্র, ২টি পর্যবেক্ষক দেশ এবং এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ১৪টি সংলাপ অংশীদার
অতিরিক্তভাবে বলা যায়, SCO বর্তমানে রাজনৈতিক, অর্থনৈতিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির জন্য এশিয়া ও ইউরোপীয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক মঞ্চ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago