বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
A
গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
B
বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
C
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
D
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
উত্তরের বিবরণ
বাংলাদেশে ঋতুর আবির্ভাব মৌসুমি বায়ুর প্রভাবে ঘটে এবং এগুলি একটি নির্দিষ্ট ক্রমে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। দেশের ভৌগোলিক অবস্থানের কারণে জলবায়ু নাতিশীতোষ্ণ, এবং প্রধানত উপক্রান্তীয় মৌসুমি প্রকৃতির, অর্থাৎ উষ্ণ ও আর্দ্র।
যদিও প্রকৃত জলবায়ু বৈচিত্র্য থাকতে পারে, প্রচলিত বাংলা বর্ষপঞ্জিতে বছরকে ছয়টি ঋতুতে বিভক্ত করা হয়েছে।
-
ছয় ঋতুর ক্রম: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
-
প্রতি দুই মাস অন্তর ঋতু পরিবর্তিত হয়
-
কখনও কখনও নির্ধারিত সময়ের মধ্যে ঋতুর শুরু, শেষ বা ব্যাপ্তি পরিবর্তিত হতে পারে
0
Updated: 1 month ago
একনেক (ECNEC)-এর প্রধান কে?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
অর্থমন্ত্রী
C
বাণিজ্যমন্ত্রী
D
পরিকল্পনা মন্ত্রী
একনেক (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
-
প্রধান: একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী।
-
পূর্ণ নাম: একনেকের পূর্ণরূপ Executive Committee of the National Economic Council। এটি 1982 সালে গঠিত হয়।
-
বিকল্প সভাপতি: একনেকের বিকল্প সভাপতি হলেন অর্থমন্ত্রী।
-
সদস্য: এর একজন প্রধান সদস্য হলেন পরিকল্পনা মন্ত্রী।
0
Updated: 1 month ago
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে সাম্প্রতিক তথ্য দেখে নিন] তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়-
Created: 1 month ago
A
১৩ হাজার ১২৫টি
B
১৩ হাজার ১৩০টি
C
১৩ হাজার ১৩৬টি
D
১৩ হাজার ১৪৬টি
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
কমিউনিটি ক্লিনিক
কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনা মূল্যে প্রায় ২৭ ধরনের ওষুধের পাশাপাশি স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টি সংক্রান্ত পরামর্শ দেওয়া হয়।
এগুলোর মধ্যে রয়েছে সার্বিক প্রজনন স্বাস্থ্য পরিচর্যার আওতায় অন্তঃসত্ত্বা মহিলাদের প্রসবপূর্ব (প্রতিরোধ টিকা দানসহ), প্রসবকালীন এবং প্রসবোত্তর সেবা।
জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক মহাপরিচালক মার্গারেট চ্যান বাংলাদেশ সফরে এসে কমিউনিটি ক্লিনিকের উদ্যোগকে বিপ্লব হিসেবে আখ্যা দিয়েছেন।
সূত্র- প্রথম আলো পত্রিকা রিপোর্ট,অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
0
Updated: 1 month ago
তথ্য অধিকার আইন কোন সালে চালু হয়?
Created: 1 month ago
A
২০০২
B
২০০৬
C
২০০৯
D
২০১১
বাংলাদেশে তথ্য অধিকার আইন, ২০০৯ মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। এই আইনটি প্রণয়ন ও কার্যকর হওয়ার বিভিন্ন ধাপ নিচের মতো:
-
২৯ মার্চ, ২০০৯: বাংলাদেশ জাতীয় সংসদ দ্বারা তথ্য অধিকার আইন, ২০০৯ পাস করা হয়।
-
৫ এপ্রিল, ২০০৯: মহামান্য রাষ্ট্রপতির সম্মতি লাভ করে আইনটি।
-
৬ এপ্রিল, ২০০৯: আইনটি বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়।
-
আইনটির ধারা ৮, ২৪ এবং ২৫ ব্যতিত অন্যান্য ধারা ২০ অক্টোবর, ২০০৮ থেকে কার্যকর হয়।
-
ধারা ৮, ২৪ এবং ২৫ ১ জুলাই, ২০০৯ থেকে কার্যকর হয়।
তথ্য অধিকার আইন মানুষের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।
0
Updated: 1 month ago