A
ডোগরা
B
চাক
C
ডালু
D
কোচ
উত্তরের বিবরণ
ডোগরা ও অন্যান্য নৃগোষ্ঠী সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ:
-
ডোগরা:
-
ইন্দো-আর্য নৃগোষ্ঠী।
-
প্রধান বসবাস: ভারতের জম্মু, হিমাচল প্রদেশ ও পাঞ্জাব।
-
বাংলাদেশে নেই।
-
-
চাক:
-
বাংলাদেশের একটি উপজাতি।
-
প্রধান বসবাস: বান্দরবান, চট্টগ্রামের চাক পাহাড় ও মিয়ানমারের রাখাইন রাজ্য।
-
ভাষা: চাক ভাষা।
-
‘চক’ শব্দের অর্থ: ‘দাঁড়ানো’।
-
-
ডালু:
-
বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
স্থান: ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ি।
-
তাদের ভাষা সম্পর্কিত অনেকের মতে মণিপুরি।
-
-
কোচ:
-
বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার অঞ্চলের প্রাচীন নৃগোষ্ঠী।
-
বাংলাদেশে বসবাস: ময়মনসিংহ জেলা (শেরপুর: ঝিনাইগাতী, নালিতাবাড়ী, শ্রীবর্দী) ও আশেপাশের এলাকায়।
-
উপসংহার:
-
ডোগরা বাংলাদেশে নেই, বাকিরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী উপজাতি।

0
Updated: 22 hours ago
বাংলাদেশের কোন জেলায় 'ওরাওঁ' নৃগোষ্ঠী বসবাস করে না?
Created: 3 weeks ago
A
রাজশাহী
B
চাঁপাইনবাবগঞ্জ
C
বান্দরবান
D
নওগাঁ
বান্দরবানে ‘ওরাওঁ’ নৃগোষ্ঠী বসবাস করে না।
• ওরাওঁ নৃগোষ্ঠী:
-
ওরাওঁ বাংলাদেশের একটি আদিবাসী নৃগোষ্ঠী। তাদের প্রধান বসবাস বরেন্দ্র অঞ্চলে।
-
বরেন্দ্র অঞ্চল বলতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলো বোঝানো হয়—যেমন: রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, জয়পুরহাট, বগুড়া, দিনাজপুর ও গাইবান্ধা।
-
এছাড়া তারা কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারী জেলার বিভিন্ন গ্রামেও বসবাস করে।
-
সময়ের সঙ্গে সঙ্গে ওরাওঁ জনগোষ্ঠী দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ে।
-
বর্তমানে গাজীপুর, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলাতেও তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বসবাস করে?
Created: 3 weeks ago
A
১০টি
B
১১টি
C
১৬টি
D
১৩টি
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী:
-
জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে।
-
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সর্বাধিক; এখানে ১৩টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী বসবাস করে।
-
এই অঞ্চলের উল্লেখযোগ্য জাতিগোষ্ঠী: চাকমা, ত্রিপুরা, ম্রো, খুমি, লুসাই, মারমা, রাখাইন, চাক, বম, খেয়াং, পাঙ্খোয়া।
-
-
আবস্থান ও সংখ্যা:
-
সবচেয়ে বেশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাস করে রাঙামাটিতে।
-
জেলার দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে খাগড়াছড়ি।
-
সংখ্যার দিক থেকে:
-
সর্ববৃহৎ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী চাকমা
-
দ্বিতীয় মারমা
-
তৃতীয় ত্রিপুরা
-
-
-
বিভাগ অনুযায়ী বণ্টন:
-
রাজশাহী: ১৪.৮২%
-
সিলেট: ৮.২৮%
-
রংপুর: ৫.৫২%
-
ঢাকা: ৪.৯৯%
-
সূত্র: জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ।

0
Updated: 3 weeks ago
‘সাংলান’ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব?
Created: 1 week ago
A
খিয়াং
B
মুরং
C
লুসাই
D
ত্রিপুরা
খিয়াং জনগোষ্ঠী
-
অবস্থান: খিয়াং পার্বত্য চট্টগ্রামের একটি নৃগোষ্ঠী। এরা মূলত আরাকান-ইয়োমা উপত্যকার অববাহিকা অঞ্চল থেকে আগত। বর্তমানে এদের বসবাস রাঙ্গামাটি, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় বিস্তৃত।
-
ভাষা: খিয়াংরা চীনা-তিববতীয় ভাষাগোষ্ঠীর তিব্বতি-ব্রহ্ম শাখার কুকি-চীন দলের অন্তর্ভুক্ত ভাষায় কথা বলে।
-
ধর্ম:
-
প্রধানত বৌদ্ধধর্মে দীক্ষিত।
-
আদি দেব-দেবীদের পূজার প্রচলনও আছে।
-
বর্তমানে অনেকেই খ্রিস্টধর্মে দীক্ষিত।
-
-
সংস্কৃতি ও উৎসব:
-
খিয়াংদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো ‘সাংলান’।
-
-
আবাস ও বসতি:
-
পাহাড়ের ওপর খোলা জায়গা এবং ছোট খাল বা ঝর্ণাধারার পাশে গ্রাম স্থাপন করে।
-
ঘরকে বলা হয় ‘ইম’ এবং গ্রামকে বলা হয় ‘নাম’।
-
-
সমাজব্যবস্থা:
-
খিয়াংদের সমাজ পিতৃতান্ত্রিক।
-
সমাজে একজন নেতা থাকেন, যাকে বলা হয় কার্বারী।
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 1 week ago