A
অনুচ্ছেদ - ১০৯
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১০৮
D
অনুচ্ছেদ - ১১০
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান ও সুপ্রীম কোর্ট:
-
অনুচ্ছেদ ১০৮: সুপ্রীম কোর্টকে “কোর্ট অব রেকর্ড” হিসেবে স্বীকৃতি দেয়।
-
অর্থাৎ, সুপ্রীম কোর্টের সকল আদেশ ও রায় আইন অনুযায়ী চূড়ান্ত ও বাধ্যতামূলক।
-
আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত এবং দণ্ডাদেশ প্রদানের ক্ষমতাও সুপ্রীম কোর্টের রয়েছে।
-
সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সংবিধান কার্যকরভাবে ব্যাখ্যা ও রক্ষা করার দায়িত্বে সুপ্রীম কোর্ট থাকেন।
-
সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছিল।
অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১০৯: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
অনুচ্ছেদ ১১০: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
অনুচ্ছেদ ১১২: সুপ্রীম কোর্টের সহায়তা।
সারসংক্ষেপ:
সুপ্রীম কোর্ট সংবিধানের মূল রক্ষক ও ব্যাখ্যাকারী। অনুচ্ছেদ ১০৮ অনুযায়ী এটি “কোর্ট অব রেকর্ড” এবং আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত ও দণ্ডাদেশ প্রদানের ক্ষমতা রাখে।

0
Updated: 22 hours ago
'নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ' কোন অনুচ্ছেদের বিষয়?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ - ২১
B
অনুচ্ছেদ - ২২
C
অনুচ্ছেদ - ২৩
D
অনুচ্ছেদ - ২৪
বাংলাদেশ সংবিধান:
-
অনুচ্ছেদ ২২: ‘নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ’
-
রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হতে বিচার বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে।
-
অন্যদিকে:
-
অনুচ্ছেদ ২১: নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য
-
অনুচ্ছেদ ২৩: জাতীয় সংস্কৃতি
-
অনুচ্ছেদ ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন, প্রভৃতি
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 weeks ago
কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
Created: 3 days ago
A
অনুচ্ছেদ ৭
B
অনুচ্ছেল ৭(ক)
C
অনুচ্ছেদ ৭(খ)
D
অনুচ্ছেদ ৮
৭খ অনুচ্ছেদ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাই বলা থাকুক না কেন, সংবিধানের কিছু নির্দিষ্ট অংশের বিধান পরিবর্তন করা যাবে না। এর মধ্যে রয়েছে:
-
সংবিধানের প্রস্তাবনা
-
প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগের সব অনুচ্ছেদ
-
নবম-ক ভাগের নির্দিষ্ট অনুচ্ছেদসমূহ
-
তৃতীয় ভাগের সব অনুচ্ছেদ (নির্দিষ্ট শর্তে)
-
একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদ
-
সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহ
এই অংশগুলির সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিলকরণ কোনোভাবেই সম্ভব নয়।
উল্লেখযোগ্য সংক্রান্ত অনুচ্ছেদ:
-
৭নং অনুচ্ছেদ: সংবিধানের প্রাধান্য
-
৭ক অনুচ্ছেদ: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
-
৮নং অনুচ্ছেদ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 days ago
সংবিধান অনুযায়ী বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
Created: 3 weeks ago
A
সরাসরি জনগণের ভোটে
B
রাজনৈতিক দলগুলোর মধ্যকার সমঝোতার মাধ্যমে
C
জাতীয় সংসদের সদস্যদের ভোটে
D
প্রধানমন্ত্রীর মনোনয়ন অনুযায়ী
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা:
-
৪৮(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি সংসদ-সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হন। জনগণের সরাসরি ভোটে নয়।
৪৮ অনুচ্ছেদ:
-
বাংলাদেশে একজন রাষ্ট্রপতি থাকবেন যিনি আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।
-
রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান ব্যক্তি হিসেবে সকলের ঊর্ধ্বে অবস্থান করবেন এবং সংবিধান ও অন্যান্য আইনে যে ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে, তা পালন করবেন।
-
রাষ্ট্রপতি তাঁর অধিকাংশ দায়িত্ব প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পালন করবেন। তবে, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি সরাসরি দায়িত্ব পালন করতে পারেন।
-
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য:
-
একজন ব্যক্তির কমপক্ষে ৩৫ বছর বয়স হতে হবে।
-
সংসদ সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে।
-
যদি কখনও সংবিধান অনুযায়ী অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হয়ে থাকেন, তবে তিনি আর রাষ্ট্রপতি হওয়ার যোগ্য নন।
-
-
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিমালা সম্পর্কে নিয়মিতভাবে অবহিত করবেন।
-
রাষ্ট্রপতি চাইলে যে কোনো বিষয় মন্ত্রিসভায় আলোচনা করার জন্য তোলা যাবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 weeks ago