ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাহী সংস্থা কোনটি?
A
ইউরোপীয় কাউন্সিল
B
ইউরোপীয় সংসদ
C
ইউরোপীয় কমিশন
D
ইউরোপীয় আদালত
উত্তরের বিবরণ
ইউরোপীয় কমিশন (European Commission):
-
সংজ্ঞা: ইউরোপীয় কমিশন হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রধান নির্বাহী সংস্থা।
-
বর্তমান প্রেসিডেন্ট: উরসুলা ভন ডের লেইন
মূল কাজগুলো:
-
নতুন আইন ও নীতিমালা প্রস্তাব করা
-
আইন ও নীতিমালার বাস্তবায়ন তদারকি করা
-
ইউরোপীয় ইউনিয়নের বাজেট পরিচালনা করা
সংগঠন কাঠামো:
-
কমিশনের কাজ পরিচালনা করে কলেজ অব কমিশনার্স, যেখানে মোট ২৭ জন কমিশনার থাকেন
-
কমিশনের প্রেসিডেন্ট নেতৃত্ব দেন, নীতি অগ্রাধিকার নির্ধারণ করেন
-
কমিশনাররা নির্দিষ্ট নীতি ক্ষেত্রে কাজ করেন
বিভাগ ও নির্বাহী সংস্থা:
-
নীতি বিভাগ: নির্দিষ্ট ক্ষেত্রে নীতি প্রণয়ন, আইন বাস্তবায়ন ও EU তহবিল কর্মসূচি পরিচালনা
-
সার্ভিস বিভাগ: প্রশাসনিক ও কারিগরি বিষয় পরিচালনা
-
নির্বাহী সংস্থা: কমিশনের বিশেষ কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন
উৎস: europa.eu ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বর্তমানে অর্থনীতির ব্যাপ্তি অনুসারে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট কোনটি?
Created: 1 month ago
A
EU
B
WTO
C
RCEP
D
AU
বর্তমান সময়ে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট হলো RCEP, যা আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি হিসেবে বৈশ্বিক অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলছে। এই জোটের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতাকে শক্তিশালী করছে।
RCEP
-
পূর্ণরূপ: Regional Comprehensive Economic Partnership
-
সংজ্ঞা: RCEP হলো Association of Southeast Asian Nations (ASEAN) এর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিশ্বের বৃহত্তম আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি।
-
স্বাক্ষর তারিখ: ১৫ নভেম্বর, ২০২০
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০২২
-
স্বাক্ষরকারী দেশসমূহ: ১৫টি দেশ — চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন, ব্রুনাই, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার
অর্থনীতির ব্যাপ্তি:
-
বৈশ্বিক GDP-এর প্রায়: ৩০%
-
বৈশ্বিক জনসংখ্যার প্রায়: ৩০% (প্রায় ২.২ বিলিয়ন মানুষ)
-
বৈশ্বিক বাণিজ্যের প্রায়: ২৮.৮%
তুলনায় অন্যান্য অর্থনৈতিক জোট:
-
EU (European Union): বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট নয়, যদিও এটি গুরুত্বপূর্ণ।
-
বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৫.৬% (প্রায় ৪৪৮ মিলিয়ন)
-
বৈশ্বিক GDP-এর প্রায় ১৪.৭%
-
-
WTO (World Trade Organization): এটি বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থা, অর্থনৈতিক জোট নয়।
-
AU (African Union): আফ্রিকান ইউনিয়ন, রাজনৈতিক-অর্থনৈতিক সংগঠন, কিন্তু অর্থনৈতিক শক্তি তুলনামূলকভাবে দুর্বল।
0
Updated: 1 month ago
ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়?
Created: 3 months ago
A
কোপেনহেগেন
B
লন্ডন
C
রোম
D
ব্রাসেলস
ইউরোপীয় ইউনিয়ন (EU): একটি বৃহৎ অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি
ইউরোপীয় ইউনিয়ন, সংক্ষেপে ইইউ, হচ্ছে ইউরোপ মহাদেশের একাধিক দেশের সমন্বয়ে গঠিত একটি শক্তিশালী অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এটি গঠিত হয় ১৯৯৩ সালের ১ নভেম্বর মাসে, মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে।
সেই সময় থেকেই ইইউ বিশ্ব অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পরবর্তীতে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
ইইউ-এর কেন্দ্রীয় দপ্তর বা সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। প্রাথমিকভাবে ছয়টি দেশ এই জোটে সদস্য হিসেবে যুক্ত হলেও বর্তমানে এই সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ।
বর্তমান ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশগুলো হলো:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।
এই দেশগুলো যৌথভাবে অর্থনীতি, বাণিজ্য, পরিবেশ, মানবাধিকার ও আইনগত বিষয়ে মিলিতভাবে কাজ করে থাকে, যার মাধ্যমে ইউরোপে স্থিতিশীলতা ও উন্নয়নের ধারা বজায় রাখা হয়।
তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে EU ত্যাগ করে কবে?
Created: 1 month ago
A
১ জানুয়ারি, ২০১৯
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ ডিসেম্বর, ২০২০
D
১ জানুয়ারি, ২০২১
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে গঠিত একটি শব্দ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়। ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বা বিপক্ষে ভোট প্রদান করে। ফলস্বরূপ, যুক্তরাজ্য ৩১ জানুয়ারি ২০২০ তারিখে EU ত্যাগ করে।
European Union (EU):
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩ সালের ১ নভেম্বর, ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
একক মুদ্রা: ইউরো
0
Updated: 1 month ago