A
চীন
B
জাপান
C
ফ্রান্স
D
রাশিয়া
উত্তরের বিবরণ
উত্তর: খ) জাপান – নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (UN Security Council):
-
নিরাপত্তা পরিষদ হলো জাতিসংঘের গুরুত্বপূর্ণ শাখা, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত।
-
সদস্য সংখ্যা: ১৫টি
-
স্থায়ী সদস্য: ৫টি – যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স ও চীন (বৃহৎ পঞ্চশক্তি)।
-
অস্থায়ী সদস্য: ১০টি, যেগুলো প্রতি ২ বছরের জন্য নির্বাচিত হয়।
-
কার্যাবলি:
-
আন্তর্জাতিক বিরোধ সমাধান ও শান্তি প্রতিষ্ঠায় আলাপ-আলোচনা করা।
-
আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ও কূটনৈতিক অবরোধ আরোপ।
-
শান্তি প্রতিষ্ঠা বা যুদ্ধ বন্ধের জন্য জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী মোতায়েন।
-
আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ।

0
Updated: 23 hours ago
২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
Created: 3 days ago
A
মিশর
B
কেনিয়া
C
ব্রাজিল
D
আজারবাইজান
COP (Conference of the Parties)
-
COP হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) অংশীদার দেশগুলোর সম্মেলন।
-
১৯৯২ সালে UNFCCC স্বাক্ষরিত হয়।
-
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ‘জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)’ অনুষ্ঠিত হচ্ছে।
-
কপ-২৯: আজারবাইজানে অনুষ্ঠিত হবে।
-
কপ-৩০: ২০২৫ সালে ব্রাজিলের আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে আয়োজন করবে।
সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট, সময়নিউজ, ব্রাজিল সরকারি ওয়েবসাইট

0
Updated: 3 days ago
The United Nations University কোন শহরে অবস্থিত?
Created: 3 months ago
A
লন্ডন
B
ব্রাসেলস
C
নিউইয়র্ক
D
টোকিও
UNU (United Nations University)
-
পূর্ণরূপ: United Nations University (জাতিসংঘ বিশ্ববিদ্যালয়)
-
প্রতিষ্ঠা: ডিসেম্বর, ১৯৭২
-
শিক্ষা কার্যক্রম শুরু: সেপ্টেম্বর, ১৯৭৫
-
সদর দপ্তর: টোকিও, জাপান
-
প্রধানের পদবি: রেক্টর
-
প্রথম রেক্টর ও প্রথম বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি: ড. জেমস এম. হেস্টার
-
বর্তমান রেক্টর: শিলিদজি মারওয়ালা (৭ম রেক্টর)
প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও উদ্দেশ্য:
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব উ থান্ট, ১৯৬৯ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক প্রতিবেদনের মাধ্যমে। এরপর ১৯৭২ সালের ডিসেম্বর মাসে সাধারণ পরিষদ এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করে।
UNU-এর মূল উদ্দেশ্য হলো বৈশ্বিক গুরুত্বপূর্ণ সমস্যাসমূহের সমাধানে শিক্ষা ও গবেষণার মাধ্যমে সহায়তা প্রদান এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
বিশ্বব্যাপী উপস্থিতি ও কার্যক্রম
বর্তমানে বিশ্বের প্রায় ১২টি দেশে ১৩টি প্রতিষ্ঠান UNU-এর অধীনে কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়টি স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উৎস: জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 3 months ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 2 months ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 2 months ago