সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে কী বলা হয়?
A
বিরোধী বেঞ্চ
B
ট্রেজারি বেঞ্চ
C
ব্যাকবেঞ্চার
D
মেম্বার বেঞ্চ
উত্তরের বিবরণ
সংসদে আসন ব্যবস্থা:
-
ট্রেজারি বেঞ্চ (Treasury Bench / Front Bench):
-
সংসদ-কক্ষের সামনের দিকের আসনগুলোকে ট্রেজারি বেঞ্চ বলা হয়।
-
সরকারি দলের মন্ত্রী ও নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে বসেন।
-
স্পীকারের আসনের ডানদিকে থাকে ট্রেজারি বেঞ্চ।
-
এটি ‘ফ্রন্ট বেঞ্চ’ হিসেবেও পরিচিত।
-
-
বিরোধী দলের সামনের আসন:
-
স্পীকারের আসনের বিপরীত দিকে বিরোধী দলের নেতা, উপনেতা, হুইপ ও অন্যান্য নেতৃবৃন্দ বসেন।
-
-
ব্যাকবেঞ্চার (Backbencher):
-
সরকারি বা বিরোধী দলের সদস্য যারা গুরুত্বপূর্ণ পদে নেই, তারা পেছনের সারিতে বসেন।
-
সরকারি দলের ব্যাকবেঞ্চার মন্ত্রী নয়।
-
বিরোধী দলের ব্যাকবেঞ্চারও নেতৃস্থানীয় নয়।
-
সারসংক্ষেপ:
ট্রেজারি বেঞ্চ হলো সরকারি দলের প্রধান নেতৃত্বের আসন, বিরোধী দলের নেতা সামনের সারির বিপরীত পাশে বসেন, আর গুরুত্বপূর্ণ পদে না থাকা সদস্যরা পেছনের সারিতে (ব্যাকবেঞ্চে) অবস্থান করেন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের মন্ত্রিসভার কমপক্ষে কত শতাংশ সদস্য সংসদ সদস্য হতে হবে?
Created: 2 months ago
A
১০%
B
৫০%
C
৯০%
D
৭৫%
মন্ত্রিসভার সদস্য নিয়োগ
-
মন্ত্রিসভার কমপক্ষে নয়-দশমাংশ সদস্যকে সংসদ সদস্যদের মধ্য থেকে নিয়োগ দিতে হয়।
-
সংবিধানের ৫৬(২) অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রীদের মধ্যে অন্তত ৯০% সংসদ সদস্য হতে হবে। অর্থাৎ, তাঁরা নির্বাচিত জনপ্রতিনিধি হবেন।
-
বাকি সর্বোচ্চ ১০% মন্ত্রী হতে পারেন এমন ব্যক্তি, যারা সরাসরি সংসদ সদস্য না হলেও সংসদে নির্বাচিত হওয়ার যোগ্য।
-
সূত্র: বাংলাদেশের সংবিধান
0
Updated: 2 months ago
বাংলাদেশে জাতীয় সংসদের আসন কয়টি?
Created: 3 days ago
A
৩০০টি
B
৩৩০টি
C
৩৪৫টি
D
৩৫০টি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান হলো জাতীয় সংসদ। এটি এককক্ষ বিশিষ্ট একটি আইনসভা, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি ও সংরক্ষিত নারী সদস্যরা একত্রে দেশের আইন প্রণয়ন কার্য সম্পাদন করেন।
-
জাতীয় সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা।
-
এটি এককক্ষ বিশিষ্ট (unicameral) অর্থাৎ এর একটি মাত্র কক্ষ রয়েছে।
-
সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ জন।
-
এর মধ্যে ৩০০ জন সদস্য সরাসরি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন।
-
অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত, যা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে বণ্টন করা হয়।
-
জাতীয় সংসদ দেশের আইন প্রণয়ন, বাজেট অনুমোদন ও সরকারের কার্যক্রম তদারকি করে।
-
এটি বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি হিসেবে কাজ করে।
0
Updated: 3 days ago
বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয় -
Created: 1 month ago
A
৭ ফেব্রুয়ারি, ১৯৭৩
B
৭ জানুয়ারি, ১৯৭৩
C
৭ মার্চ, ১৯৭৩
D
৭ এপ্রিল , ১৯৭৩
প্রথম জাতীয় সংসদ নির্বাচন (১৯৭৩)
-
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ছিল ৭ মার্চ ১৯৭৩।
-
নির্বাচনে মোট ৩০০টি আসন ছিল, যার মধ্যে ১৫টি আসন সংরক্ষিত ছিল মহিলাদের জন্য।
-
নির্বাচনের ফলাফলে আওয়ামী লীগ ২৯৩টি আসনে জয়লাভ করে।
-
সংসদের স্পিকার ছিলেন মাহমুদউল্লাহ।
-
দেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম. ইদ্রিস।
উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago