বাংলাদেশে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? [সেপ্টেম্বর - ২০২৫]
A
২০০৮ সালে
B
২০১৩ সালে
C
২০১৯ সালে
D
২০২২ সালে
উত্তরের বিবরণ
কৃষি শুমারি (বাংলাদেশ)
-
সর্বশেষ শুমারি: ২০১৯ সালে অনুষ্ঠিত।
-
উদ্দেশ্য: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের তথ্য সংগ্রহ করে নীতিনির্ধারণে সহায়তা করা।
-
শুমারি থেকে প্রাপ্ত তথ্য:
-
কৃষি খানার সংখ্যা ও আকার
-
ভূমির ব্যবহার ও চাষের ধরন
-
শস্যের ধরণ ও চাষ পদ্ধতি
-
গবাদি পশু, হাঁস-মুরগী সংখ্যা
-
মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্য
-
কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল
-
-
ব্যবহার: কৃষি উন্নয়ন কৌশল নির্ধারণ, অগ্রগতি পর্যবেক্ষণ ও বেঞ্চমার্ক তথ্য হিসেবে।
-
আইনি ভিত্তি: পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও কৃষি শুমারি পরিচালনা বাধ্যতামূলক।
-
ইতিহাস:
-
১৯৬০: নমুনা আকারে প্রথম কৃষি শুমারি
-
১৯৭৭: স্বাধীনতা পরবর্তী প্রথম কৃষি শুমারি
-
পরবর্তী শুমারি: ১৯৮৩-৮৪, ১৯৯৬, ২০০৮
-
২০১৯: সর্বশেষ শুমারি
-
0
Updated: 1 month ago
চা বোর্ডের তথ্যানুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৮টি
B
১৬৯টি
C
১৭০টি
D
১৭১টি
বাংলাদেশে চা বাগান
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সবচেয়ে বেশি চা বাগান: মৌলভীবাজার জেলা (৯০টি)
-
চা নিলাম কেন্দ্র: ৩টি (চট্টগ্রাম, শ্রীমঙ্গল, পঞ্চগড়)
ঐতিহাসিক প্রেক্ষাপট:
-
১৮০০ শতকের প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ শুরু
-
১৮২৮: চট্টগ্রাম জেলার কর্ণফুলী নদীর তীরে চা আবাদে জমি বরাদ্দ
-
১৮৪০: চট্টগ্রাম শহরে কুন্ডদের বাগান নামে পরিচিত প্রথম চা বাগান প্রতিষ্ঠা
-
১৮৫৪: সিলেটের মালনীছড়ায় প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু
-
স্বাধীনতার পূর্ব পর্যন্ত বাংলাদেশে চা আবাদ হত দুটি জেলায়:
-
সিলেট জেলা – সুরমা ভ্যালি
-
চট্টগ্রাম জেলা – হালদা ভ্যালি
-
0
Updated: 1 month ago
বাংলাদেশের কোন জেলায় চা বাগানের সংখ্যা সবচেয়ে বেশি?
Created: 1 month ago
A
হবিগঞ্জ
B
পঞ্চগড়
C
ঠাকুরগাঁও
D
মৌলভীবাজার
চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগান
-
মোট নিবন্ধিত চা বাগান: ১৭০ টি
-
মৌলভীবাজার: ৯০ টি
-
হবিগঞ্জ: ২৫ টি
-
সিলেট: ১৯ টি
-
চট্টগ্রাম: ২২ টি
-
পঞ্চগড়: ১০ টি
-
রাঙ্গামাটি: ২ টি
-
ঠাকুরগাঁও: ১ টি
-
খাগড়াছড়ি পার্বত্য জেলা: ১ টি
উৎস: বাংলাদেশ চা বোর্ড
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, দেশে আলু উৎপাদনে শীর্ষ বিভাগ-
Created: 1 month ago
A
ঢাকা
B
খুলনা
C
রংপুর
D
রাজশাহী
আলু উৎপাদন (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী)
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ:
-
প্রথম: রংপুর বিভাগ
-
দ্বিতীয়: রাজশাহী বিভাগ
-
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা:
-
প্রথম: রংপুর জেলা
-
দ্বিতীয়: বগুড়া জেলা
-
0
Updated: 1 month ago