বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয়-
A
সিলেটের মালনীছড়ায়
B
সিলেটের তামাবিলে
C
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে
D
সিলেটের জাফলং-এ
উত্তরের বিবরণ
১৮০০ শতকের প্রথম দিকে ভারতবর্ষের আসাম এবং তৎসংলগ্ন অঞ্চলে চা চাষের সূচনা হয়। বাংলাদেশের সিলেটের মালনীছড়ায় বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৭ সালে। স্বাধীনতার আগে বাংলাদেশে চা আবাদ প্রধানত দুটি এলাকায় সীমাবদ্ধ ছিল — সিলেটের সুরমা ভ্যালি এবং চট্টগ্রামের হালদা ভ্যালি।
১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ টি রিসার্চ স্টেশনকে উন্নীত করে পূর্ণাঙ্গ চা গবেষণা ইনস্টিটিউটে রূপান্তরিত করেন, যা বর্তমানে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (BTRI) নামে পরিচিত।
১৯৭০ সালে দেশের চা বাগানের সংখ্যা ছিল মাত্র ১৫০টি। বর্তমানে বাংলাদেশে তিনটি চা নিলাম কেন্দ্র কার্যক্রম চালায় — চট্টগ্রাম, শ্রীমঙ্গল এবং পঞ্চগড়। দেশের মধ্যে সর্বাধিক চা বাগান অবস্থান করছে মৌলভীবাজার জেলায়, যা দেশের চা শিল্পের প্রধান কেন্দ্রস্থল হিসেবে পরিচিত।
সূত্র: বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।

0
Updated: 2 months ago