A
২৫ জন
B
৩০ জন
C
৩৪ জন
D
৩৬ জন
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া:
-
১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধানের খসড়া প্রণয়নের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
-
কমিটির সভাপতি ছিলেন ড. কামাল হোসেন।
-
প্রথম অধিবেশন: খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল ১৯৭২।
-
উত্থাপন: ১২ অক্টোবর ১৯৭২-এ খসড়া সংবিধান গণপরিষদে উত্থাপিত হয়।
-
গৃহীত হয়: ৪ নভেম্বর ১৯৭২-এ গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
-
স্বাক্ষর: ১৫ ডিসেম্বর ১৯৭২-এ গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন।
-
কার্যকর: সর্বশেষ, ১৬ ডিসেম্বর ১৯৭২-এ সংবিধান কার্যকর হয়।

0
Updated: 23 hours ago
লুসাইদের শস্য কাটার উৎসব কোনটি?
Created: 2 weeks ago
A
শর্মাকূত
B
পলকূত
C
মীমতূত
D
চাপচারকৃত
বাংলাদেশ বিষয়াবলি
উৎসব
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
জনশুমারি ও গৃহ গণনা
ভাষা আন্দোলন
মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
সেক্টর ও সেক্টর কমান্ডারগণ
No subjects available.
লুসাই নৃগোষ্ঠী
-
উত্পত্তি: লুসাই নৃগোষ্ঠীর মূল উৎস বার্মা বলে ধারণা করা হয়। তারা নিজেদের মঙ্গোলীয় বংশের উত্তরসূরি হিসেবে পরিচয় দেয়।
-
আবাসস্থল: বাংলাদেশে রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়, ভারতের মিজোরাম রাজ্যে।
-
ধর্ম: শতভাগ খ্রিস্টান ধর্মাবলম্বী।
-
উৎসব: ধর্মীয় উৎসবের পাশাপাশি প্রধান তিনটি উৎসব পালন করে—
-
চাপচারকূত – বসন্ত উৎসব
-
মীমতূত – মৃত আত্মাদের স্মরণে
-
পলকূত – শস্য কাটার উৎসব
-
তথ্যসূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 2 weeks ago
সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য কী?
Created: 3 weeks ago
A
পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠা
B
রাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
C
সাম্রাজ্যবাদী সমাজ প্রতিষ্ঠা
D
শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনা
-
বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের চারটি মূল আদর্শ—জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা—ঘোষণা করা হয়েছে।
-
প্রস্তাবনায় স্পষ্টভাবে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা।
-
এই সমাজে প্রতিটি নাগরিকের মৌলিক মানবাধিকার, আইনের শাসন এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করা হবে।
-
এর মাধ্যমে একটি সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক এবং মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার প্রকাশ পায়।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 weeks ago
ঊনসত্তরের গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে?
Created: 2 weeks ago
A
টিক্কা খান
B
আইয়ুব খান
C
ইয়াহিয়া খান
D
জুলফিকার আলি ভুট্টো
বাংলাদেশ বিষয়াবলি
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
জনশুমারি ও গৃহ গণনা
বাংলা উপন্যাস
বাংলাদেশ জাতীয় আর্কাইভ
বাংলাদেশের জনসংখ্যা ও উপজাতি
No subjects available.
ঊনসত্তরের গণঅভ্যুত্থান (১৯৬৯)
-
শহীদ সংখ্যা:
-
প্রায় ১০০ জন পূর্বপাকিস্তানী নিহত হয়েছিলেন।
-
-
প্রধান শহীদদের মধ্যে উল্লেখযোগ্য:
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামসুজ্জোহা
-
-
ফলাফল ও গুরুত্ব:
-
এই আন্দোলনের মাধ্যমে আইয়ুব খানের পতন ঘটে।
-
আগরতলা মামলা বাতিল হয়।
-
তথ্যসূত্র:
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 weeks ago