A
বিজয় সেন
B
লক্ষ্মণ সেন
C
বল্লাল সেন
D
হেমন্ত সেন
উত্তরের বিবরণ
দানসাগর ও অদ্ভুতসাগর গ্রন্থ দুটি রচনা করেন রাজা বল্লাল সেন, যিনি সেন রাজবংশের একজন গুরুত্বপূর্ণ শাসক ছিলেন।
বল্লাল সেন (Ballal Sen):
-
বিজয় সেনের মৃত্যুর পর আনুমানিক ১১৬০ খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন।
-
রাজ্য জয়ের চেয়ে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন, নতুন প্রথা চালু ও সংস্কারের কাজে অধিক মনোযোগী ছিলেন।
-
তিনি গোবিন্দপালকে পরাজিত করে মগধের পূর্বাঞ্চল অধিকার করেন।
-
কথিত আছে, বল্লাল সেন তাঁর পিতার রাজত্বকালে মিথিলা জয় করেন।
-
বিদ্যানুরাগী ও বিদ্যোৎসাহী রাজা ছিলেন।
-
রচিত গ্রন্থ: ব্রতসাগর, আচারসাগর, প্রতিষ্ঠাসাগর, দানসাগর, অদ্ভুতসাগর।
-
কৌলিন্য প্রথার প্রবর্তক হিসেবে ইতিহাসে পরিচিত।
-
শৈব ধর্মের অনুগামী ছিলেন এবং ধর্ম প্রচারে বিশেষ আগ্রহী ছিলেন।
-
পিতার অন্যান্য উপাধির সঙ্গে ‘অরিরাজ নিঃশঙ্কর’ উপাধিও গ্রহণ করেন।
-
আনুমানিক ১৮ বছর রাজত্বের পর বৃদ্ধ বয়সে পুত্র লক্ষণ সেনকে রাজ্যভার হস্তান্তর করে ত্রিবেণীর কাছে গঙ্গাতীরে বাণপ্রস্থ গ্রহণ করে জীবন শেষ করেন।

0
Updated: 23 hours ago