A
SCA
B
AIS
C
BRRI
D
BADC
উত্তরের বিবরণ
বীজ প্রত্যয়ন এজেন্সি (Seed Certification Agency, SCA) হলো বাংলাদেশে বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়নকারী কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি সংস্থা। এটি নিয়ন্ত্রিত ফসলের বীজ পরীক্ষা ও প্রত্যয়ন করে।
-
পূর্ণরূপ: Seed Certification Agency (বীজ প্রত্যয়ন এজেন্সী)
-
প্রতিষ্ঠা: ১৯৭৪
-
উদ্দেশ্য: বীজের মান নিয়ন্ত্রণ ও প্রত্যয়ন
-
মূল কার্যক্রম:
-
সরকার ও বেসরকারি খাতে উৎপাদিত নোটিফাইড ফসলের (যেমন ধান, গম, পাট, আলু) বীজ মাঠ পরিদর্শন, পরীক্ষা ও ট্যাগ ইস্যু মাধ্যমে মান নিশ্চিত করা
-
বেসরকারি প্রতিষ্ঠান ও চাষীদের উৎপাদিত বীজের পরীক্ষা
-
আমদানিকৃত বীজ পরীক্ষা করা
-
ভ্যারাইটি অবমুক্তকরণ ও নিবন্ধন
-
বীজের মান পরীক্ষা এবং ট্যাগ প্রদান
-
-
আইনি ভিত্তি: জাতীয় বীজ নীতি-১৯৯৩, বীজ আইন-২০১৮ এবং বীজ বিধিমালা-২০২০

0
Updated: 23 hours ago
২০২৪-২০২৫ অর্থ বছরের জুলাই-জুন সময়ে বাংলাদেশের পণ্য খাতের অর্জিত রপ্তানি আয় কত মিলিয়ন মার্কিন ডলার?
Created: 6 days ago
A
৪৫,০০০.৫০ মিলিয়ন মার্কিন ডলার
B
৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
C
৫০,৫০০.৭৫ মিলিয়ন মার্কিন ডলার
D
৪৬,৭৫০.৮০ মিলিয়ন মার্কিন ডলার
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের রপ্তানি কার্যক্রম
-
বিগত ২০২৪-২০২৫ অর্থবছরের রপ্তানি আয়: ৪৪,৪৬৯.৭৪ মিলিয়ন মার্কিন ডলার
-
চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রা: ৫০,০০০.০০ মিলিয়ন মার্কিন ডলার
-
২০২৪-২০২৫ অর্থবছরের জুলাই-জুন সময়ের অর্জিত রপ্তানি আয়: ৪৮,২৮৩.৯৩ মিলিয়ন মার্কিন ডলার
-
বিগত অর্থবছরের একই সময়ে রপ্তানি আয়ের তুলনায় ৮.৫৮% বৃদ্ধি
-
নির্ধারিত রপ্তানি লক্ষ্যমাত্রার ৯৬.৫৭% অর্জিত
-
উৎস: রপ্তানি উন্নয়ন ব্যুরো

0
Updated: 6 days ago
নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকান্ড নয়?
Created: 1 month ago
A
মাছ চাষ
B
বস্ত্র
C
পাট
D
সিমেন্ট
শিল্প ও বাংলাদেশের অর্থনীতি
মাছ চাষ শিল্প নয়, এটি কৃষিভিত্তিক কাজ।
বাংলাদেশের অর্থনীতিতে শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। যদিও বাংলাদেশ কৃষিনির্ভর দেশ, তারপরও দেশের অর্থনৈতিক উন্নয়নে শিল্পের ভূমিকা অনেক বেশি।
বাংলাদেশে যেসব বড় বড় শিল্প আছে, সেগুলো হলো:
-
পাট শিল্প
-
বস্ত্র বা কাপড় বয়ন শিল্প
-
তৈরি পোশাক শিল্প
-
সার শিল্প
-
সিমেন্ট শিল্প
-
কাগজ শিল্প
-
চিনি শিল্প
-
চা শিল্প
পাট শিল্প
পাট শিল্প বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প। এই শিল্প বিদেশে পণ্য রপ্তানির মাধ্যমে অনেক বৈদেশিক মুদ্রা আয় করে। এছাড়া চাকরির সুযোগ তৈরি করে, জাতীয় আয় বাড়ায় এবং মানুষের জীবনমান উন্নত করে।
বর্তমানে দেশের পাটকলগুলো থেকে যেসব পণ্য তৈরি হয়:
-
চট
-
বস্তা
-
দড়ি
-
থলে
-
ত্রিপল
-
কাপড়
-
তাঁবু
-
ক্যানভাস
এইসব পণ্য বিদেশে যেমন ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, জাপান, মিসর, কানাডা ইত্যাদি দেশে রপ্তানি হয়।
ইপিবি-এর তথ্য অনুযায়ী:
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ প্রায় ৮২ কোটি ডলারের পাটজাত পণ্য রপ্তানি করেছে।
বস্ত্র ও তৈরি পোশাক শিল্প
বস্ত্রশিল্প বাংলাদেশের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিল্প। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে বস্ত্র বা কাপড় অন্যতম।
তবে বাংলাদেশ এখনো এই খাতে পুরোপুরি স্বনির্ভর নয়। অনেক তুলা, সুতা ও কাপড় বিদেশ থেকে আমদানি করতে হয় – যেমন জাপান, ভারত, কোরিয়া, পাকিস্তান প্রভৃতি দেশ থেকে।
বাংলাদেশের বস্ত্রকল ও পোশাক কারখানা যেসব জেলায় বেশি:
-
ঢাকা
-
চট্টগ্রাম
-
কুমিল্লা
-
নোয়াখালী
-
রাজশাহী
-
খুলনা
ইপিবি-এর তথ্য অনুযায়ী:
২০২৪-২৫ অর্থবছরে তৈরি পোশাক খাতে ৮.৮৪% প্রবৃদ্ধি হয়েছে এবং রপ্তানি আয় হয়েছে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
সিমেন্ট শিল্প
বাংলাদেশে সিমেন্ট শিল্পে তেমন উন্নতি হয়নি। কারণ, এই শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল যেমন চুনাপাথর, কাদামাটি, জিপসাম – এগুলো দেশে খুব কম পাওয়া যায়।
১৯৪৭ সালে দেশভাগের সময় বাংলাদেশে মাত্র একটি সিমেন্ট কারখানা ছিল। স্বাধীনতার পর সরকার এ শিল্প উন্নয়নের জন্য উদ্যোগ নেয়। কিন্তু কাঁচামালের ঘাটতির কারণে এই খাতে তেমন অগ্রগতি হয়নি।
তথ্যসূত্র: বাণিজ্যিক ভূগোল (এইচএসসি), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 month ago
দেশে এক ফসলি জমির পরিমাণ কত? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪)
Created: 6 days ago
A
৫০ লক্ষ ৪৯ হাজার একর
B
৪৫ লক্ষ ৯৩ হাজার একর
C
৪৭ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২-২০২৩ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)

0
Updated: 6 days ago