বাংলাদেশে উন্নত জাতের তামাকের মধ্যে রয়েছে কোনটি?
A
সুমাত্রা
B
আকবর
C
শতাব্দী
D
দোয়েল
উত্তরের বিবরণ
সুমাত্রা হলো বাংলাদেশে চাষযোগ্য উন্নত জাতের তামাক, যা উচ্চ ফলন এবং গুণগত মানের জন্য পরিচিত। বিভিন্ন ফসলের উন্নত জাতগুলোর মধ্যে উল্লেখযোগ্য:
-
উন্নত জাতের ধান: ইরাটম, ব্রি হাইব্রিড-১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
উন্নত জাতের তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
0
Updated: 1 month ago
কোন রাজবংশের শাসনামলে 'কৈবর্ত বিদ্রোহ' সংঘটিত হয়েছিল?
Created: 1 month ago
A
গুপ্ত রাজবংশ
B
পাল রাজবংশ
C
সেন রাজবংশ
D
কুষাণ রাজবংশ
কৈবর্ত বিদ্রোহ
-
পাল রাজবংশের শাসনামলে সংঘটিত একটি জনবিদ্রোহ।
-
অন্য নাম: বরেন্দ্র বিদ্রোহ
-
সময়কাল: দ্বিতীয় মহীপালের শাসনামল, প্রায় ১০৭৫–১০৮০ খ্রি।
-
নেতৃত্ব: দিব্যক বা দিব্য; সম্ভবত তিনি প্রথমে পালদের একজন রাজকর্মচারী বা সামন্ত ছিলেন।
-
উদ্দেশ্য: কৈবর্তদের একত্রিত করে পাল শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গঠন।
-
প্রত্যক্ষ কারণ: ধর্মীয় কারণে বিদ্রোহের সূচনা।
-
গুরুত্ব: বাংলাদেশ ও ভারতের ইতিহাসে এটি প্রথম সফল জনবিদ্রোহ হিসেবে বিবেচিত।
0
Updated: 1 month ago
সর্বশেষ কৃষি শুমারি কোন সালে অনুষ্ঠিত হয়? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 1 month ago
A
২০১৯ সালে
B
২০১৭ সালে
C
২০২১ সালে
D
২০১৮ সালে
কৃষি শুমারি
-
স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি: ১৯৭৭ সালে
-
স্বাধীনতার পূর্বে (তৎকালীন পূর্ব পাকিস্তান): ১৯৬০ সালে সর্বপ্রথম অনুষ্ঠিত
-
কৃষি শুমারিতে অন্তর্ভুক্ত বিষয়: ৩ টি — শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ
-
মোট কৃষি শুমারি বাংলাদেশে: ৬ টি
-
সর্বশেষ কৃষি শুমারি: ২০১৯ সালে
-
স্লোগান: "কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি"
-
পরিচালনা: পরিসংখ্যান ব্যুরো, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে
উৎস: কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস
0
Updated: 1 month ago
বাংলাদেশে সর্বশেষ কৃষি শুমারি অনুষ্ঠিত হয় কোন সালে? [সেপ্টেম্বর - ২০২৫]
Created: 1 month ago
A
২০০৮ সালে
B
২০১৩ সালে
C
২০১৯ সালে
D
২০২২ সালে
কৃষি শুমারি (বাংলাদেশ)
-
সর্বশেষ শুমারি: ২০১৯ সালে অনুষ্ঠিত।
-
উদ্দেশ্য: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদের তথ্য সংগ্রহ করে নীতিনির্ধারণে সহায়তা করা।
-
শুমারি থেকে প্রাপ্ত তথ্য:
-
কৃষি খানার সংখ্যা ও আকার
-
ভূমির ব্যবহার ও চাষের ধরন
-
শস্যের ধরণ ও চাষ পদ্ধতি
-
গবাদি পশু, হাঁস-মুরগী সংখ্যা
-
মৎস্য উৎপাদন ও চাষাবাদ সংক্রান্ত তথ্য
-
কৃষি ক্ষেত্রে নিয়োজিত জনবল
-
-
ব্যবহার: কৃষি উন্নয়ন কৌশল নির্ধারণ, অগ্রগতি পর্যবেক্ষণ ও বেঞ্চমার্ক তথ্য হিসেবে।
-
আইনি ভিত্তি: পরিসংখ্যান আইন-২০১৩ অনুযায়ী জনশুমারি, অর্থনৈতিক শুমারি ও কৃষি শুমারি পরিচালনা বাধ্যতামূলক।
-
ইতিহাস:
-
১৯৬০: নমুনা আকারে প্রথম কৃষি শুমারি
-
১৯৭৭: স্বাধীনতা পরবর্তী প্রথম কৃষি শুমারি
-
পরবর্তী শুমারি: ১৯৮৩-৮৪, ১৯৯৬, ২০০৮
-
২০১৯: সর্বশেষ শুমারি
-
0
Updated: 1 month ago