লিসবন চুক্তি (Lisbon Treaty)
-
স্বাক্ষর: ১৩ ডিসেম্বর, ২০০৭, লিসবন, পর্তুগাল
-
কার্যকর: ১ ডিসেম্বর, ২০০৯
-
উদ্দেশ্য ও বিষয়বস্তু: ইউরোপীয় ইউনিয়ন (EU) সংস্কার
মূল উদ্দেশ্য:
-
পূর্বের চুক্তিগুলোর জটিলতা কমিয়ে প্রশাসনিক কাঠামোকে সহজ করা।
-
সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া দ্রুততর এবং কার্যকর করা।
-
ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতিকে আরও সুসংহত ও কার্যকর করা।