সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) প্রতিষ্ঠিত হয় কবে?
A
২০০০ সালে
B
২০০১ সালে
C
২০০২ সালে
D
২০০৩ সালে
উত্তরের বিবরণ
সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)
পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation (SCO)
প্রতিষ্ঠা: ১৫ জুন, ২০০১
প্রতিষ্ঠাতা দেশসমূহ: চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান
সদরদপ্তর: বেইজিং, চীন
বর্তমান সদস্য দেশসমূহ (১০টি): চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ
পর্যবেক্ষক দেশ (২টি): আফগানিস্তান, মঙ্গোলিয়া
ডায়লগ পার্টনার (১৪টি): শ্রীলঙ্কা, তুরস্ক, কম্বোডিয়া, আজারবাইজান, নেপাল, আর্মেনিয়া, মিশর, কাতার, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, মিয়ানমার, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত
মূল লক্ষ্যসমূহ:
-
সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব এবং সুপরিচিত প্রতিবেশী সম্পর্ক দৃঢ় করা
-
আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিশ্চিত করা ও বজায় রাখা
0
Updated: 1 month ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
B
১১ আগস্ট- ১৩ সেপ্টেম্বর ২০২৫
C
২৭ আগস্ট- ২৯সেপ্টেম্বর ২০২৫
D
২৩ আগস্ট-২৬ আগস্ট ২০২৫
শাংহাই সহযোগিতা সংস্থা (SCO) ২৫তম শীর্ষ সম্মেলন
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে ২৫তম SCO রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মূল তথ্যসমূহ:
-
সময়কাল: দুই দিনব্যাপী, ৩১ আগস্ট – ১ সেপ্টেম্বর ২০২৫।
-
উদ্বোধন: চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
-
অংশগ্রহণকারী: ২০টির বেশি দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি।
-
উদ্দেশ্য: ‘তিয়ানজিন ঘোষণা’ অনুমোদন এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা গ্রহণ।
0
Updated: 1 month ago
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলন-২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
ভারত
B
রাশিয়া
C
চীন
D
ইরান
CO শীর্ষ সম্মেলন-২০২৫
-
স্থান ও সময়: চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত, ৩১ আগস্ট - ১ সেপ্টেম্বর, ২০২৫।
-
সংখ্যা ও অংশগ্রহণ: বিশ্বের ২০টি দেশের নেতারা সম্মেলনে যোগ দিয়েছেন।
-
প্রধান নেতৃবৃন্দ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
-
সিদ্ধান্ত ও ঘোষণা: সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর নেতারা একটি যৌথ ঘোষণা গ্রহণ করেছেন।
-
ঘোষণার বিষয়সমূহ: সংস্থার উন্নয়ন, সামরিক সহযোগিতা, জাতিসংঘ সংস্কার, মাদকবিরোধী পদক্ষেপ, ক্রীড়া ক্ষেত্রে বৈষম্যহীন অংশগ্রহণ ইত্যাদি।
0
Updated: 1 month ago
কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৪৮, ফ্রান্স
B
১৯৪৯, সুইজারল্যান্ড
C
১৯৬১, রােম
D
১৯৫২, লন্ডন
International Union for Conservation of Nature (IUCN) হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উপর কাজ করে।
-
প্রতিষ্ঠা: ১৯৪৮ সালের ৫ অক্টোবর, ফ্রান্সের ফনটেনব্লু শহরে।
-
সদর দপ্তর: সুইজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে অবস্থিত।
-
সদস্য ও বিশেষজ্ঞ: বর্তমানে প্রায় ১,৪০০ সদস্য এবং প্রায় ১৭,০০০ বিশেষজ্ঞ অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago