A
Universal Nations Development Programme
B
United Nations Development Programme
C
Universal National Development Plan
D
United Nations Development Project
উত্তরের বিবরণ
United Nations Development Programme (UNDP) হলো জাতিসংঘের একটি প্রধান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, যা ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র-এ অবস্থিত এবং বর্তমানে ১৭০ দেশে ও অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। সংস্থার সর্বোচ্চ কর্মকর্তাকে প্রশাসক (Administrator) বলা হয়। UNDP-এর মিশন/স্লোগান হলো: “Empowered lives. Resilient nations.” এছাড়া UNDP Human Development Index (HDI) প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের উন্নয়ন সূচক নির্ধারণ করে।
প্রধান কার্যক্রম:
-
জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার ভূমিকায়, UNDP ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণ ও অসাম্য হ্রাসের লক্ষ্যে কাজ করে।
-
দেশগুলিকে নীতি প্রণয়ন, নেতৃত্ব দক্ষতা, অংশীদারিত্ব এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে সহায়তা প্রদান করে।
-
UNDP-এর সহায়তায় দেশগুলো টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে সক্ষম হয়।

0
Updated: 23 hours ago
মানব উন্নয়ন রিপোর্ট কোন আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করে?
Created: 7 hours ago
A
WHO
B
UNICEF
C
UNESCO
D
UNDP
মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫
-
প্রথম প্রকাশ: ১৯৯০, UNDP কর্তৃক
-
২০২৫ সালের শীর্ষ দেশ: আইসল্যান্ড
-
বাংলাদেশ এর অবস্থান: ১৩০তম
UNDP (United Nations Development Programme)
-
জাতিসংঘের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
-
ECOSOC-এর কর্মসূচি
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
-
প্রধান পদ: প্রশাসক
-
বর্তমান প্রশাসক: অসিম স্টেইনার (সেপ্টেম্বর ২০২৫)
-
কার্যক্রম: বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে

0
Updated: 7 hours ago
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি কি?
Created: 2 weeks ago
A
প্রশাসক
B
মহাপরিচালক
C
মহাসচিব
D
প্রেসিডেন্ট
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (UNDP) ও প্রশাসক
-
পূর্ণরূপ: United Nations Development Programme (জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী)।
-
প্রতিষ্ঠা: ২২ নভেম্বর, ১৯৬৫।
-
সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
উদ্দেশ্য: উন্নয়নশীল দেশগুলিতে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।
-
মূল কাজ: মানব উন্নয়ন সূচক (HDI) রিপোর্ট প্রকাশ, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আর্থিক সহায়তা দেওয়া।
প্রশাসক:
-
UNDP-এর শীর্ষ পদ হলো প্রশাসক।
-
প্রশাসক ৩৬ সদস্যের নির্বাহী বোর্ডের তত্ত্বাবধানে কাজ করেন, যেখানে উন্নয়নশীল ও উন্নত দেশের প্রতিনিধিরা থাকেন।
-
বর্তমান প্রশাসক: আচিম স্টেইনার।
উৎস: UNDP ওয়েবসাইট

0
Updated: 2 weeks ago