শেনজেন চুক্তির প্রথম স্বাক্ষরকারী দেশ কয়টি?
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
উত্তরের বিবরণ
Schengen Agreement (শেনজেন চুক্তি) হলো ইউরোপীয় অঞ্চলে ভিসামুক্ত চলাচলের একটি গুরুত্বপূর্ণ চুক্তি, যা ১৪ জুন ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয়। প্রথম স্বাক্ষরকারী দেশগুলো ছিল বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস। চুক্তির মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ কমিয়ে অবাধ চলাচল নিশ্চিত করা। এর জন্য ভিসা নীতি ও আশ্রয় নীতিমালা সমন্বয় করা হয় এবং তথ্য ভাগাভাগির জন্য Schengen Information System (SIS) চালু করা হয়।
মূল সময়রেখা ও সম্প্রসারণ:
-
চুক্তি কার্যকর হয় ১৯৯৫ সালে, যখন ইতালি, স্পেন, পর্তুগাল ও গ্রিস এতে যুক্ত হয়।
-
পরবর্তীতে যুক্ত হয় অস্ট্রিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেন।
-
১৯৯৯ সালের আমস্টারডাম চুক্তি শেনজেন চুক্তিকে EU আইনের অংশ করে নেয়।
-
আরও দেশ যুক্ত হয়েছে: সুইজারল্যান্ড (২০০৮), লিচেনস্টাইন (২০১১), ক্রোয়েশিয়া (২০২৩)।
-
বর্তমানে শেনজেনভুক্ত দেশ সংখ্যা ২৯টি।
0
Updated: 1 month ago
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
Created: 1 month ago
A
১৯৯৫ সালে ডেনমার্কে
B
১৯৮৪ সালে বেলজিয়ামে
C
১৯৮৫ সালে লুক্সেমবার্গে
D
১৯৯৬ সালে হাঙ্গেরিতে
শেনজেন চুক্তি হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তিটি ১৯৮৫ সালে স্বাক্ষরিত হয় এবং লুক্সেমবার্গের শেনজেন শহরেই স্বাক্ষর করা হয়। ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইউরোপে ভিসামুক্ত যাত্রা শুরু হয়।
-
শেনজেনভুক্ত দেশ সংখ্যা: ২৯টি।
-
ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরে চারটি দেশ—সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড, লিচেনস্টাইন—ও শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
-
সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া, যা ২০২৪ সালের মার্চে কার্যকর হয়েছে।
0
Updated: 1 month ago
শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (আগস্ট, ২০২৫)
Created: 1 month ago
A
২৮টি
B
২৯টি
C
৩০টি
D
৩১টি
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহর
-
কার্যকর হওয়ার তারিখ: ২৬ মার্চ ১৯৯৫, যার মাধ্যমে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়
-
শেনজেন ভুক্ত দেশ সংখ্যা: ২৯টি (আগস্ট, ২০২৫)
-
সর্বশেষ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া, যোগদানের তারিখ: ১ জানুয়ারি ২০২৫
উল্লেখযোগ্য:
-
লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
সর্বশেষ কোন দেশটি শেনজেন অঞ্চলে যোগদান করে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 1 month ago
A
লিচেনস্টাইন
B
আইসল্যান্ড
C
রোমানিয়া
D
সুইজারল্যান্ড
শেনজেন অঞ্চল হলো একটি আন্তর্জাতিক চুক্তির আওতায় গঠিত এলাকা, যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচল নিশ্চিত করে। চুক্তির মাধ্যমে ইউরোপে ভিসামুক্ত যাত্রা সম্ভব হয়েছে।
-
চুক্তি স্বাক্ষরিত: ১৯৮৫
-
স্বাক্ষরের স্থান: শেনজেন, লুক্সেমবার্গ
-
চুক্তি কার্যকর: ২৬ মার্চ, ১৯৯৫
-
শেনজেনভুক্ত দেশ: ২৯টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
সর্বশেষ সম্পূর্ণ যোগদানকারী দেশ: রোমানিয়া ও বুলগেরিয়া (১ জানুয়ারী, ২০২৫)
-
বিশেষ উল্লেখ: লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত না হলেও শেনজেন অঞ্চলে অন্তর্ভুক্ত।
0
Updated: 1 month ago