SDG-এর প্রথম লক্ষ্য কোনটি?
A
ক্ষুধা মুক্তি
B
দারিদ্র্য বিলোপ
C
মানসম্মত শিক্ষা
D
সুস্বাস্থ্য ও কল্যাণ
উত্তরের বিবরণ
Sustainable Development Goals (SDG) হলো জাতিসংঘের একটি আন্তর্জাতিক উদ্যোগ, যা ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে গ্রহণ করা হয়। এই উদ্যোগের মূলনীতি হলো “Leaving no one behind”, অর্থাৎ কেউ পিছিয়ে থাকবে না। SDG-তে ১৭টি লক্ষ্য এবং ১৬৯টি টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর মেয়াদকাল ২০১৬–২০৩০, বাস্তবায়ন শুরু হয় ১ জানুয়ারি, ২০১৬ থেকে এবং শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০৩০।
SDG-এর ১৭টি লক্ষ্য:
১. দারিদ্র্য বিলোপ
২. ক্ষুধা মুক্তি
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. অসমতার হ্রাস
১১. টেকসই নগর ও জনপদ
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু কার্যক্রম
১৪. জলজ জীবন
১৫. স্থলজ জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
0
Updated: 1 month ago
Sustainable Development Goals (SDG) কয়টি?
Created: 1 month ago
A
১৩ টি
B
১৫ টি
C
১৭ টি
D
৩১ টি
হস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো ২০১৫ সালে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে গ্রহণকৃত একটি আন্তর্জাতিক কাঠামো, যা বিশ্বব্যাপী মানুষের জীবনমান উন্নয়ন ও পরিবেশ রক্ষার লক্ষ্য নির্ধারণ করে। এর মূল উদ্দেশ্য হলো কেউ পিছিয়ে না পড়ুক (Leaving no one behind) এবং এটি ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্য নির্ধারিত। এসডিজির আওতায় ১৭টি প্রধান লক্ষ্যমাত্রা এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট নির্ধারণ করা হয়েছে। এর বাস্তবায়ন ১ জানুয়ারি, ২০১৬ সালে শুরু হয়েছে এবং মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর, ২০৩০ সালে।
মূল তথ্যসমূহ:
-
এসডিজি গ্রহণের স্থান ও তারিখ: ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর, নিউইয়র্ক, জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন।
-
মূলনীতি: Leaving no one behind
-
লক্ষ্য: ২০৩০ সালের মধ্যে বাস্তবায়ন
-
মেয়াদকাল: ২০১৬-২০৩০
-
বাস্তবায়ন শুরু: ১ জানুয়ারি, ২০১৬
-
মেয়াদ শেষ: ৩১ ডিসেম্বর, ২০৩০
এসডিজির ১৭টি লক্ষ্যমাত্রা:
১. দারিদ্র্য বিলোপ
২. ক্ষুধা মুক্তি
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. অসমতার হ্রাস
১১. টেকসই নগর ও জনপদ
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু কার্যক্রম
১৪. জলজ জীবন
১৫. স্থলজ জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
0
Updated: 1 month ago
SDG-এর কত নং লক্ষ্যমাত্রা জলবায়ু পরিবর্তন মোকাবিলার সাথে সরাসরি সম্পর্কিত?
Created: 1 month ago
A
SDG 11
B
SDG 12
C
SDG 13
D
SDG 14
SDG (Sustainable Development Goals – টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা)
গৃহীত: ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর, জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন, নিউইয়র্ক
মূলনীতি: Leaving no one behind (কাউকেই পিছনে রাখা হবে না)
মেয়াদকাল: ২০১৬–২০৩০
সংখ্যা: ১৭টি লক্ষ্য, ১৬৯টি নির্দিষ্ট টার্গেট
এসডিজির ১৭টি লক্ষ্য:
১. দারিদ্র্য বিলোপ
২. ক্ষুধা মুক্তি
৩. সুস্বাস্থ্য ও কল্যাণ
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন
৭. সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি
৮. শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. অসমতার হ্রাস
১১. টেকসই নগর ও জনপদ
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু কার্যক্রম (Climate Action)
১৪. জলজ জীবন
১৫. স্থলজ জীবন
১৬. শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
১৭. অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব
SDG 13 – জলবায়ু কার্যক্রম:
-
উদ্দেশ্য: জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণ
-
লক্ষ্য: সহনশীলতা বৃদ্ধি, জাতীয় পরিকল্পনায় অন্তর্ভুক্তকরণ, সচেতনতা বৃদ্ধি, উন্নয়নশীল দেশকে সহায়তা প্রদান
0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোনটি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG)-এর অন্তর্ভুক্ত নয়?
Created: 1 month ago
A
দারিদ্র্য নির্মূল
B
বৈষম্য হ্রাস
C
সামরিক শক্তি বৃদ্ধি
D
ক্ষুধামুক্তি
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) হলো বৈশ্বিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে নির্ধারিত লক্ষ্যসমূহ, যা মানুষের কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করে, কিন্তু এতে সামরিক শক্তি বৃদ্ধি অন্তর্ভুক্ত নয়।
-
পূর্ণরূপ: Sustainable Development Goals (SDG)
-
মেয়াদ: ২০১৬ থেকে ২০৩০
-
সংখ্যা: ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এবং ১৬৯টি নির্দিষ্ট টার্গেট
SDG-এর মূল লক্ষ্যসমূহ:
১. দারিদ্র্য নির্মূল
২. ক্ষুধামুক্তি
৩. সুস্বাস্থ্য
৪. মানসম্মত শিক্ষা
৫. লিঙ্গ সমতা
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
১০. বৈষম্য হ্রাস
১১. টেকসই শহর ও জনগণ
১২. পরিমিত ভোগ ও উৎপাদন
১৩. জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান সংরক্ষণ
১৫. স্থলভাগের জীবন সংরক্ষণ
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান
১৭. অভিষ্ট অর্জনের জন্য অংশীদারিত্ব বৃদ্ধি
0
Updated: 1 month ago