A
সাঁওতাল
B
মাওরি
C
মুরং
D
গারো
উত্তরের বিবরণ
নিউজিল্যান্ডের পরিচিত মাওরি হলো এক বিশিষ্ট উপজাতি সম্প্রদায়, যা বাংলাদেশের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি রয়েছে, যাদের তালিকা সরকার গেজেট আকারে প্রকাশ করে থাকে।
অন্যদিকে, বাংলাদেশের নিজস্ব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে সাঁওতাল, মুরং ও গারো অন্যতম।
-
সাঁওতাল সম্প্রদায় প্রধানত রাজশাহী, রংপুর, দিনাজপুর, নাটোর, নওগাঁ ও বগুড়া জেলাগুলোতে বসবাস করে।
-
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মুরং উপজাতির বসবাস লক্ষ্য করা যায়।
-
গারো জনগোষ্ঠী ময়মনসিংহ অঞ্চল কেন্দ্রীকৃতভাবে অবস্থান করে।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া, ব্রিটানিকা বিশ্বকোষ, এবং সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।

0
Updated: 1 month ago