A
হিগস ক্ষেত্র মৌলিক কণাগুলোকে ভর প্রদান করে।
B
বোসন কণা সবসময় পাউলির বর্জন নীতি মেনে চলে।
C
হিগস বোসনের স্পিন ঋণাত্মক।
D
উপরের সবগুলো
উত্তরের বিবরণ
বোসন হলো মৌলিক বলবাহী কণা, যা কণার মধ্যে বলের আদান-প্রদানের মাধ্যমে মৌলিক শক্তি সঞ্চার করে। এগুলোর স্পিন পূর্ণসংখ্যা (0, 1, ইত্যাদি) এবং এগুলো পাউলির বর্জন নীতি অনুসরণ করে না, অর্থাৎ একাধিক বোসন একই অবস্থানে থাকতে পারে। স্ট্যান্ডার্ড মডেল অনুসারে বোসন দুটি প্রধান ধরনের: গেজ বোসন (Gauge Boson) এবং হিগস বোসন (Higgs Boson)।
-
বোসনের বৈশিষ্ট্য:
-
মৌলিক বলবাহী কণা।
-
নিজেই নিজের প্রতিকণা।
-
আলাদা প্রতিকণা নেই।
-
স্পিন পূর্ণসংখ্যা, যেমন 0, 1।
-
পাউলির বর্জন নীতি মানে না।
-
-
হিগস বোসন (Higgs Boson):
-
স্পিন 0, তবে ভরযুক্ত।
-
হিগস বোসন বুঝতে হলে হিগস ক্ষেত্রের ধারণা জানতে হবে।
-
হিগস ক্ষেত্র হলো তাত্ত্বিক বলক্ষেত্র, যা সারাবিশ্বে ছড়িয়ে আছে।
-
এর কাজ হলো মৌলিক কণাগুলোকে ভর প্রদান করা।
-
যখন কোনো ভরহীন কণা হিগস ক্ষেত্রে প্রবেশ করে, তখন তা ধীরে ধীরে ভর লাভ করে এবং চলার গতি কমে যায়।
-
হিগস বোসনের মাধ্যমে ভর কণাতে স্থানান্তরিত হয়।
-
হিগস ক্ষেত্র নিজে ভর সৃষ্টি করে না; এটি কেবল ভর স্থানান্তরিত করে।
-
হিগস বোসনকে প্রায়শই “ঈশ্বর কণা (God's Particle)” বলা হয়।
-

0
Updated: 23 hours ago
কোনটি ঈশ্বর কণা নামে পরিচিত?
Created: 2 weeks ago
A
ফোটন কণা
B
হিগস বোসন কণা
C
লেপটন কণা
D
গেজ বোসন কণা
হিগস বোসন (Higgs Boson)
-
ভৌত বৈশিষ্ট্য:
-
স্পিন: 0
-
ভর: আছে
-
-
হিগস ক্ষেত্রের সঙ্গে সম্পর্ক:
-
হিগস ক্ষেত্র একটি তাত্ত্বিক বলক্ষেত্র, যা সর্বত্র ছড়িয়ে আছে।
-
এর কাজ হলো মৌলিক কণাগুলোর ভর প্রদান করা।
-
যখন কোনো ভরহীন কণা হিগস ক্ষেত্রে প্রবেশ করে, তা ধীরে ধীরে ভর লাভ করে, ফলে কণার চলাচলের গতি ধীর হয়ে যায়।
-
-
হিগস বোসনের ভূমিকা:
-
হিগস বোসনের মাধ্যমে মৌলিক কণার ভর নিশ্চিত হয়।
-
এ কণাটিকে প্রায়ই বলা হয় ঈশ্বর কণা (God’s Particle)।
-
উৎস: পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 weeks ago