A
১ জানুয়ারি, ২০১৯
B
৩১ জানুয়ারি, ২০২০
C
১ ডিসেম্বর, ২০২০
D
১ জানুয়ারি, ২০২১
উত্তরের বিবরণ
ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে গঠিত একটি শব্দ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়। ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বা বিপক্ষে ভোট প্রদান করে। ফলস্বরূপ, যুক্তরাজ্য ৩১ জানুয়ারি ২০২০ তারিখে EU ত্যাগ করে।
European Union (EU):
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩ সালের ১ নভেম্বর, ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
সদস্য দেশ: ২৭টি
-
সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া
-
একক মুদ্রা: ইউরো

0
Updated: 1 day ago
The European Free Trade Association (EFTA)-এর বর্তমান সদস্যদেশ কতটি? (সেপ্টেম্বর-২০২৫)
Created: 8 hours ago
A
সাতটি
B
পাঁচটি
C
তিনটি
D
চারটি
The European Free Trade Association (EFTA) প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালের ৪ জানুয়ারী স্টকহোমে একটি কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে। এটির মূল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য প্রচার করা।
মূল তথ্যসমূহ:
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশসমূহ: অস্ট্রিয়া, ডেনমার্ক, নরওয়ে, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য।
-
বর্তমান সদস্য দেশসমূহ (সেপ্টেম্বর ২০২৫):
-
আইসল্যান্ড
-
লিচেনস্টাইন
-
নরওয়ে
-
সুইজারল্যান্ড
-
-
EFTA-এর সদস্য নয়: ইতালি

0
Updated: 8 hours ago
MERCOSUR কোন অঞ্চলের আঞ্চলিক বাণিজ্যিক জোট?
Created: 2 weeks ago
A
উত্তর ইউরোপ
B
দক্ষিণ-পূর্ব এশিয়া
C
দক্ষিণ আমেরিকা
D
পূর্ব ইউরোপ
MERCOSUR (The Southern Common Market / দক্ষিণ আমেরিকা আঞ্চলিক বাণিজ্যিক জোট):-
-
দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।
-
প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১।
-
প্রতিষ্ঠাকালীন চুক্তি: আসুনসিয়ন চুক্তি (Treaty of Asuncion)।
-
চুক্তি স্বাক্ষরের স্থান: আসুনসিয়ন, প্যারাগুয়ে।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে।
-
বর্তমান পূর্ণ সদস্য: ৫টি দেশ – আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং ভেনেজুয়েলা।
-
বর্তমানে ভেনেজুয়েলার সদস্যপদ স্থগিত।
-
-
সদরদপ্তর: মণ্টেভিডিও, উরুগুয়ে।
-
সহযোগী সদস্য: ৭টি দেশ – বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু, সুরিনাম।
🔹 ভেনেজুয়েলার স্থগিত সদস্যপদ:
-
বলিভারিয়ান রিপাবলিক অব ভেনেজুয়েলা উশুয়ায়ার প্রোটোকলের ৫ অনুচ্ছেদের দ্বিতীয় অনুচ্ছেদের বিধান অনুযায়ী MERCOSUR-এর রাষ্ট্রপক্ষ হিসেবে তার অধিকার ও বাধ্যবাধকতা স্থগিত।
🔹 প্রতিষ্ঠার প্রেক্ষাপট:
-
আসুনসিয়ন চুক্তি ১৯৯১ সালের ২৬ মার্চ প্যারাগুয়ের আসুনসিয়নে স্বাক্ষরিত হয় এবং MERCOSUR-এর প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করে।
উৎস: Council on Foreign Relations ওয়েবসাইট।

0
Updated: 2 weeks ago
ইউরোপীয় ইউনিয়নের (EU) প্রথম দেশ হিসেবে কোন দেশ ইসরায়েলের সঙ্গে অস্ত্র–বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করে?
Created: 8 hours ago
A
ইতালি
B
সুইডেন
C
স্লোভেনিয়া
D
ডেনমার্ক
স্লোভেনিয়া ইসরায়েলের সঙ্গে অস্ত্র সম্পর্কিত সকল লেনদেন নিষিদ্ধ করেছে।
মূল তথ্যসমূহ:
-
নিষিদ্ধ কার্যক্রম: অস্ত্র আমদানি, রপ্তানি ও পরিবহন।
-
প্রেক্ষাপট: ইসরায়েলের মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার দুই সপ্তাহ পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
সরকারি তথ্য: স্লোভেনিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসটিএ সরকারি বিবৃতি উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করেছে।
-
বিশেষ তাৎপর্য: গাজায় চলমান যুদ্ধে ইউরোপে প্রথম দেশ হিসেবে স্লোভেনিয়া ইসরায়েলের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল।
-
পূর্ববর্তী পদক্ষেপ: গত বছরের জুনে স্লোভেনিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।

0
Updated: 8 hours ago