A
UN
B
IMF
C
WTO
D
World Bank
উত্তরের বিবরণ
Special Drawing Rights (SDR) হলো একটি আন্তর্জাতিক আর্থিক সম্পদ, যা IMF ১৯৬৯ সালে প্রবর্তন করে। এটি কোনো মুদ্রা নয়, বরং IMF সদস্য দেশগুলোর সরকারি রিজার্ভ সম্পদকে সম্পূরক হিসেবে ব্যবহারের জন্য একটি সম্ভাব্য দাবিকে প্রকাশ করে এবং দেশগুলোকে সহজে তরল সম্পদ (Liquidity) প্রাপ্তির সুযোগ দেয়। SDR কে IMF-এর ভার্চুয়াল মুদ্রা বলা হয় এবং এর মান নির্ধারিত হয় IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের মাধ্যমে।
SDR-এর মান নির্ধারণের জন্য ব্যবহৃত মুদ্রা:
-
মার্কিন ডলার (USD)
-
ইউরো (Euro)
-
চীনা ইউয়ান / রেনমিনবি (Yuan / Renminbi)
-
জাপানি ইয়েন (Yen)
-
ব্রিটিশ পাউন্ড (Pound)

0
Updated: 23 hours ago
'স্মাইল ট্রেন' কী নিয়ে কাজ করে?
Created: 1 day ago
A
শিশুশ্রম নিরসন
B
নারী অধিকার
C
শিশু চিকিৎসা
D
মানবাধিকার
স্মাইল ট্রেন হলো একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বিশ্বব্যাপী শিশুদের ঠোট ও তালুকাটা রোগের বিনামূল্যে অস্ত্রোপচার প্রদান করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৯৯ সালে
-
সদর দপ্তর: যুক্তরাষ্ট্র
-
মূল কার্যক্রম: শিশুদের ঠোট ও তালুকাটা সমস্যার চিকিৎসা ও জীবনমান উন্নয়ন
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব 'আয়রন লেডি' নামে পরিচিত ছিলেন?
Created: 2 weeks ago
A
মার্গারেট থ্যাচার
B
বেনজির ভুট্টো
C
রানি দ্বিতীয় এলিজাবেথ
D
ইন্দিরা গান্ধী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
লোহা বা আয়রন (Fe)
No subjects available.
মার্গারেট থ্যাচার (Margaret Thatcher)
-
পদ: ব্রিটেনের প্রধানমন্ত্রী (প্রথম নারী)
-
নির্বাচিত: মে, ১৯৭৯
-
দায়িত্বকাল: ১৯৭৯–১৯৯০
-
উপাধি: ‘আয়রন লেডি’ (Iron Lady)
উল্লেখযোগ্য তথ্য
-
পশ্চিম ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
-
তিনি একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী যিনি ১৯০০-এর দশকে টানা তিনটি নির্বাচনে জয়ী হন।
-
দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর, কনজার্ভেটিভ পার্টির অভ্যন্তরীণ চাপের কারণে পদত্যাগ করেন।
-
অবসর জীবনে থ্যাচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল গণতন্ত্রের প্রচার ও প্রসার।
-
মৃত্যু: ৮ এপ্রিল, ২০১৩, বয়স ৮৭
উৎস: Britannica

0
Updated: 2 weeks ago
Asia-Pacific Economic Cooperation (APEC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 8 hours ago
A
১৯৮৮ সাল
B
১৯৮৯ সাল
C
১৯৮৭ সাল
D
১৯৮৩ সাল
APEC (Asia-Pacific Economic Cooperation)
APEC হলো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত।
মূল তথ্যসমূহ:
-
ধারণার প্রকাশ: ৩১ জানুয়ারি ১৯৮৯, কোরিয়ার সিউলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক।
-
প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর ১৯৮৯।
-
প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ২১টি।
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।

0
Updated: 8 hours ago