নিম্নের কোন দেশ আরব লিগের সদস্য নয়? [আগস্ট, ২০২৫]
A
সিরিয়া
B
ইরাক
C
ইরান
D
সৌদি আরব
উত্তরের বিবরণ
উত্তর: গ) ইরান।
আরব লিগ
-
পূর্ণ নাম: League of Arab States
-
প্রতিষ্ঠা: ২২ মার্চ ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা বৃদ্ধি, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামরিক সহযোগিতা নিশ্চিত করা
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি
-
বর্তমান সদস্য রাষ্ট্র: ২২টি (আগস্ট ২০২৫)
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
0
Updated: 1 month ago
নিচের কোন দেশটি আরব লীগের সদস্য নয়? [ আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
মরক্কো
B
তুরস্ক
C
কাতার
D
আলজেরিয়া
আরব লীগ (Arab League)
-
প্রকার ও অঞ্চল:
-
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংস্থা
-
লক্ষ্য: রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সদস্য দেশগুলোর সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
স্বাক্ষরিত: ৭ অক্টোবর, ১৯৪৪
-
গঠন: ২২ মার্চ, ১৯৪৫
-
ভিত্তি: আলেকজান্দ্রিয়া প্রটোকল
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া, উত্তর ইয়েমেন
-
-
সদস্যতা ও সদরদপ্তর:
-
বর্তমান সদস্য দেশ: ২২টি রাষ্ট্র [আগস্ট, ২০২৫]
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
উল্লেখ্য: তুরস্ক আরব লীগের সদস্য নয়
-
বর্তমান সদস্য দেশসমূহ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
উৎস: Arab League ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কোন প্রটোকলের মাধ্যমে আরব লীগের গঠনের ভিত্তি তৈরি হয়?
Created: 2 months ago
A
বাগদাদ প্রটোকল
B
জেদ্দা প্রটোকল
C
কায়রো প্রটোকল
D
আলেকজান্দ্রিয়া প্রটোকল
আরব লীগ (Arab League)
-
সংজ্ঞা: মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক ও রাজনৈতিক সংগঠন।
-
উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
-
প্রতিষ্ঠিত: ২২ মার্চ, ১৯৪৫ (কায়রোতে)
-
১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হয়
-
-
প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি — মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান, ইয়েমেন
-
বর্তমান সদস্য দেশ: ২২টি — কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া
-
সদরদপ্তর: কায়রো, মিশর
-
অফিসিয়াল ভাষা: আরবি
-
বর্তমান মহাসচিব: আহমেদ আবুল ঘেইত (মিশর)
-
সাম্প্রতিক সম্মেলন:
-
মে, ২০২৫ — ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত
-
সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি
-
উৎস: Arab League ওয়েবসাইট
0
Updated: 2 months ago
আরব লীগ প্রতিষ্ঠা পায়-
Created: 2 months ago
A
১৯৪৯
B
১৯৫০
C
১৯৪৫
D
১৯৪০
আরব লীগ (Arab League)
-
প্রতিষ্ঠা: আরব লীগ ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।
-
প্রেক্ষাপট: ৭ অক্টোবর ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়ায় স্বাক্ষরিত প্রটোকল (Alexandria Protocol) আরব লীগের ভিত্তি হিসেবে কাজ করেছে।
-
ধরন: এটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
-
উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের সমন্বয় করা এবং দেশগুলোর মধ্যে বন্ধন শক্তিশালী করা।
-
সদর দপ্তর: কায়রো, মিশর।
-
সদস্য সংখ্যা: প্রতিষ্ঠাকালে ৭টি দেশ; বর্তমানে ২২টি দেশ (যেমন: মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লেবানন, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লিবিয়া, বাহরাইন, ওমান, কাতার, ইরাক, তিউনিসিয়া, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
-
ভাষা: অফিসিয়াল ভাষা হলো আরবি।
বিশেষ তথ্য: আরব লীগের মধ্যে ইরান অন্তর্ভুক্ত নয়।
উৎস: আরব লীগ ওয়েবসাইট
0
Updated: 2 months ago