কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
A
কার্তিক - ফাল্গুন
B
চৈত্র - বৈশাখ
C
ভাদ্র - অগ্রহায়ণ
D
শ্রাবণ - আশ্বিন
উত্তরের বিবরণ
বাংলাদেশে কৃষিক্ষেত্রে শস্য উৎপাদনের সময়কে সাধারণভাবে দুইটি মৌসুমে ভাগ করা হয়। প্রতিটি মৌসুমের জন্য আলাদা সময়ে ভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়।
-
রবি মৌসুম
-
শীতকালীন শস্যকে রবি শস্য বলা হয়।
-
কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই মৌসুম চলে।
-
-
খরিপ মৌসুম
-
গ্রীষ্মকালীন শস্যকে খরিপ শস্য বলা হয়।
-
চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই মৌসুমের সময়কাল।
-
0
Updated: 1 month ago
মাত্র ১টি সংসদীয় আসন-
Created: 2 months ago
A
লক্ষ্মীপুর জেলায়
B
মেহেরপুর জেলায়
C
ঝালকাঠী জেলায়
D
রাঙামাটি জেলায়
বাংলাদেশের জাতীয় সংসদের আসন সম্পর্কিত তথ্য:
-
বাংলাদেশের জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
-
এর মধ্যে ৩০০টি আসন সরাসরি জনগণের ভোটের মাধ্যমে নির্বাচন হয়।
-
১ নং আসন: পঞ্চগড়-১
-
৩০০ নং আসন: বান্দরবান
-
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তিনটি জেলা রয়েছে — রাঙ্গামাটি, বান্দরবান, এবং খাগড়াছড়ি — এবং প্রত্যেক জেলার জন্য একটি করে সংসদীয় আসন নির্ধারিত আছে।
উৎস: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
0
Updated: 2 months ago
নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত “সোমপুর বিহার” এর প্রতিষ্ঠাতা কে?
Created: 1 month ago
A
গোপাল
B
ধর্মপাল
C
মহীপাল
D
বিগ্রহপাল
পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলার ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যা প্রাচীনকালে শিক্ষা ও ধর্মচর্চার কেন্দ্র হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল। বর্তমানে এটি ধ্বংসপ্রাপ্ত হলেও এর স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব আজও বিশ্ববাসীর কাছে সমানভাবে আকর্ষণীয়।
-
পাহাড়পুর বৌদ্ধবিহারকে সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার নামেও ডাকা হয়।
-
পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষ ভাগে বা নবম শতকের শুরুতে এ বিহার নির্মাণ শুরু করেছিলেন।
-
১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার কানিংহাম এই বিখ্যাত প্রত্ননিদর্শন আবিষ্কার করেন।
-
১৯৮৫ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে।
-
একে পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় বৌদ্ধবিহার বলা হয়।
-
আয়তনে এর সাথে ভারতের বিখ্যাত নালন্দা মহাবিহারের তুলনা করা হয়।
-
প্রায় ৩০০ বছর ধরে এটি বৌদ্ধদের ধর্মচর্চার কেন্দ্র ছিল।
-
শুধু ভারতীয় উপমহাদেশ থেকেই নয়, বরং চীন, তিব্বত, মায়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ভিক্ষুরা এখানে জ্ঞান ও শিক্ষা অর্জনের জন্য আসতেন।
-
খ্রিষ্টীয় দশম শতকে এই বিহারের আচার্য ছিলেন মহান বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান।
-
এটি প্রাচীনকালের পুন্ড্রবর্ধনের রাজধানী পুন্ড্রনগর (বর্তমান মহাস্থান) এবং কোটিবর্ষ (বর্তমান বানগড়) শহরের মাঝামাঝি স্থানে অবস্থিত ছিল।
-
বর্তমানে এর ধ্বংসাবশেষ বাংলাদেশে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে অবস্থিত।
0
Updated: 1 month ago
(তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে ব্যাখ্যা থেকে বর্তমান তথ্য দেখে নিন) বাংলাদেশের ২০১৮-১৯ অর্থবছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত?
Created: 1 month ago
A
৭.৮০ শতাংশ
B
৮.০০ শতাংশ
C
৭.২৮ শতাংশ ( ভুল উত্তর)
D
৭.৬৫ শতাংশ
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
- ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রা ৬.৭৫%।
জাতীয় বাজেট ২০২৪-২৫:
- বাজেটের ক্রম: ৫৩তম (অন্তবর্তীকালীনসহ ৫৪তম)।
- বাজেট উত্থাপন: ৬ জুন, ২০২৪।
- সংসদে বাজেট পাশ হয় : ৩০ জুন, ২০২৪ ।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২৪।
- জিডিপির আকার: ৫৫ লাখ ৯৭ হাজার ৪১৪ কোটি টাকা।
- জিডিপি প্রবৃদ্ধির হার: ৬.৭৫%।
- বাজেটের আকার: ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
- বাজেট ঘাটতি : ২,৫১,৬০০ কোটি টাকা।
- সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৬৫,০০০ কোটি টাকা (জিডিপির ৪.৭% ও বাজেটের ৩৩.২%)।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৮১,৪৫৩ কোটি টাকা।
তথ্যসূত্র - জাতীয় বাজেট ২০২৩-২৪।
0
Updated: 1 month ago