কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
A
কার্তিক - ফাল্গুন
B
চৈত্র - বৈশাখ
C
ভাদ্র - অগ্রহায়ণ
D
শ্রাবণ - আশ্বিন
উত্তরের বিবরণ
বাংলাদেশে কৃষিক্ষেত্রে শস্য উৎপাদনের সময়কে সাধারণভাবে দুইটি মৌসুমে ভাগ করা হয়। প্রতিটি মৌসুমের জন্য আলাদা সময়ে ভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়।
-
রবি মৌসুম
-
শীতকালীন শস্যকে রবি শস্য বলা হয়।
-
কার্তিক থেকে ফাল্গুন মাস পর্যন্ত এই মৌসুম চলে।
-
-
খরিপ মৌসুম
-
গ্রীষ্মকালীন শস্যকে খরিপ শস্য বলা হয়।
-
চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত এই মৌসুমের সময়কাল।
-
0
Updated: 1 month ago
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত?
Created: 2 months ago
A
১১.২ কি.মি
B
১২.২ কি.মি
C
১১.৮ কি.মি
D
১২.৮ কি.মি
মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার
-
দৈর্ঘ্য: ১১.৮ কিলোমিটার (র্যাম্পসহ)
-
অবস্থান: ঢাকার কেন্দ্রীয় এলাকায়, যা শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ।
-
উদ্বোধন: ২০১৩ সালের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
নামকরণ: ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ-এর নামে।
-
গুরুত্ব: ফ্লাইওভারটি ব্যবহার করে যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, মতিঝিলসহ ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দ্রুত যাতায়াত করা যায়।
ঢাকায় আরও কিছু গুরুত্বপূর্ণ ফ্লাইওভার:
-
মিরপুর-বিমানবন্দর ফ্লাইওভার
-
মগবাজার-মৌচাক ফ্লাইওভার
-
কুড়িল ফ্লাইওভার
-
মহাখালী ফ্লাইওভার
-
বনানী ফ্লাইওভার
-
তেজগাঁও লিংক ফ্লাইওভার
-
খিলগাঁও ফ্লাইওভার
উৎস: বাংলাপিডিয়া, দৈনিক ইনকিলাব
0
Updated: 2 months ago
স্টিভ চেন ও চাড হারলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশী ইউটিউব (YouTube) প্রতিষ্ঠা করেন?
Created: 1 month ago
A
জাবেদ করিম
B
ফজলুল করিম
C
জাওয়াদুল করিম
D
মঞ্জুরুল করিম
ইউটিউব (YouTube)
-
ইউটিউব হল একটি জনপ্রিয় ওয়েবসাইট যা ভিডিও আপলোড, শেয়ার এবং দেখা সম্ভব করে।
-
এটি ১৪ ফেব্রুয়ারি, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়।
-
ইউটিউবের সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান ব্রুনোতে অবস্থিত।
-
এটি গুগলের মালিকানাধীন প্রতিষ্ঠান।
-
বর্তমান CEO: Neal Mohan।
প্রতিষ্ঠাতা:
ইউটিউবের প্রতিষ্ঠাতা হলেন তিনজন প্রাক্তন পেপাল কর্মী: স্টিভ চেন, চ্যাড হারলি এবং জাবেদ করিম। জাবেদ করিম বাংলাদেশী বংশোদ্ভূত।
উৎস: Encyclopaedia Britannica
0
Updated: 1 month ago
আলুর একটি জাত-
Created: 2 months ago
A
ডায়মন্ড
B
রূপালী
C
ড্রামহেড
D
ব্রিশাইল
উচ্চ ফলনশীল ফসল ও তাদের জাত
কৃষি খাতে বিভিন্ন ফসলের উন্নত জাত নির্বাচনের মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করা যায়। নিচে কয়েকটি প্রধান ফসল ও তাদের উচ্চ ফলনশীল জাতের তালিকা দেওয়া হলো:
১. আলু:
উচ্চ ফলনশীল আলুর জাতের মধ্যে উল্লেখযোগ্য:
-
হীরা
-
আইলসা
-
ডায়মন্ড
-
কার্ডিনাল
-
চমক
-
সুন্দরী
-
কুফরী
২. তুলা:
উন্নত জাতের তুলা শস্যের একটি জনপ্রিয় জাত হলো:
-
রূপালী
৩. বাঁধাকপি:
উচ্চ ফলনশীল জাতের মধ্যে:
-
গ্রীন এক্সপ্রেস
-
ড্রামহেড
-
গোল্ডেন ক্রস
-
প্রভাতী
-
অগ্রদূত
৪. ধান:
উচ্চ ফলনশীল ধানের জাতের মধ্যে রয়েছে:
-
বিপ্লব
-
ইরাটম
-
ব্রিশাইল
-
ময়না
-
চান্দিনা
-
হরিধান
-
নারিফা
-
প্রগতি
৫. অন্যান্য:
-
সরিষা: সফল
-
ভুট্টা: উত্তরণ
-
বেগুন: শুকতারা
সূত্র: কৃষি তথ্য সার্ভিস (Agricultural Information Service) ও কৃষি শিক্ষা বোর্ডবই।
0
Updated: 2 months ago