A
১৩৯
B
১৩৭
C
১৩৮
D
১৪০
উত্তরের বিবরণ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক সংস্থা, যার মূল উদ্দেশ্য হলো সরকারি চাকরিতে সুষ্ঠু নিয়োগ নিশ্চিত করা। শুধু নিয়োগ নয়, কমিশন সরকারি কর্মচারীদের পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাংলাদেশের সংবিধানে এর গঠন, দায়িত্ব ও কার্যাবলি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে এবং রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করে থাকেন। বর্তমানে মো. সোহরাব হোসাইন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান ভূমিকা হলো সরকারি চাকরি ও বিভিন্ন পদে নিয়োগ প্রদান।
-
এটি পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সম্পৃক্ত।
-
সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ কমিশনের গঠন ও কার্যাবলি নির্ধারণ করে।
-
রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রদান করেন।
সংবিধান অনুযায়ী প্রাসঙ্গিক অনুচ্ছেদসমূহ হলো:
-
অনুচ্ছেদ ১৩৭: সরকারি কর্ম কমিশনের প্রতিষ্ঠা
-
অনুচ্ছেদ ১৩৮: সরকারি কর্ম কমিশনের সদস্য নিয়োগ
-
অনুচ্ছেদ ১৩৯: সদস্যপদের মেয়াদ
-
অনুচ্ছেদ ১৪০: সরকারি কর্ম কমিশনের দায়িত্ব

0
Updated: 23 hours ago
অষ্টম সংশোধনীতে সংবিধানের ৩০নং অনুচ্ছেদে কী ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়?
Created: 3 weeks ago
A
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা
B
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া রাজনৈতিক সংগঠন গঠনে নিষেধাজ্ঞা
C
রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া বিদেশি খেতাব গ্রহণে নিষেধাজ্ঞা
D
৩০ নং অনুচ্ছেদে রাষ্ট্রপতির অনুমতি ছাড়া বিদেশি রাষ্ট্রের খেতাব, পুরস্কার, অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
অষ্টম সংশোধনী:
-
অষ্টম সংশোধনী আইন ১৯৮৮ সালের ৭ জুন পাস হয়।
-
এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়।
এই সংশোধনী আইনবলে:
-
ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়।
-
ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মাধ্যমে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়।
-
সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়।
উল্লেখযোগ্য তথ্য:
-
পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।
সূত্র: বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে সুপ্রীম কোর্টকে "কোর্ট অব রেকর্ড" বলা হয়েছে?
Created: 22 hours ago
A
অনুচ্ছেদ - ১০৯
B
অনুচ্ছেদ - ১১২
C
অনুচ্ছেদ - ১০৮
D
অনুচ্ছেদ - ১১০
বাংলাদেশের সংবিধান ও সুপ্রীম কোর্ট:
-
অনুচ্ছেদ ১০৮: সুপ্রীম কোর্টকে “কোর্ট অব রেকর্ড” হিসেবে স্বীকৃতি দেয়।
-
অর্থাৎ, সুপ্রীম কোর্টের সকল আদেশ ও রায় আইন অনুযায়ী চূড়ান্ত ও বাধ্যতামূলক।
-
আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত এবং দণ্ডাদেশ প্রদানের ক্ষমতাও সুপ্রীম কোর্টের রয়েছে।
-
সংবিধান সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
বাংলাদেশের সংবিধান হলো দেশের মৌলিক ও সর্বোচ্চ আইন।
-
সংবিধান কার্যকরভাবে ব্যাখ্যা ও রক্ষা করার দায়িত্বে সুপ্রীম কোর্ট থাকেন।
-
সংবিধান প্রণয়নের জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়েছিল।
অন্যান্য সংশ্লিষ্ট অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ১০৯: আদালতসমূহের উপর তত্ত্বাবধায়ন ও নিয়ন্ত্রণ।
-
অনুচ্ছেদ ১১০: অধস্তন আদালত থেকে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর।
-
অনুচ্ছেদ ১১২: সুপ্রীম কোর্টের সহায়তা।
সারসংক্ষেপ:
সুপ্রীম কোর্ট সংবিধানের মূল রক্ষক ও ব্যাখ্যাকারী। অনুচ্ছেদ ১০৮ অনুযায়ী এটি “কোর্ট অব রেকর্ড” এবং আদালত অবমাননার ক্ষেত্রে তদন্ত ও দণ্ডাদেশ প্রদানের ক্ষমতা রাখে।

0
Updated: 22 hours ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ - ৩৭
B
অনুচ্ছেদ - ৩৯
C
অনুচ্ছেদ - ৩৬
D
অনুচ্ছেদ - ৪১
অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে:
-
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে।
-
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রয়েছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হলে তাঁকে:
-
কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ করতে হবে না,
-
কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করতে হবে না।
-
জরুরি অবস্থার সময়ও এই বিধান রহিত করা যায় না।
অন্যান্য সম্পর্কিত অনুচ্ছেদ:
-
অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা।
-
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা।
সূত্র: বাংলাদেশের সংবিধান

0
Updated: 3 weeks ago