Thomas Gray’s famous elegy is –
A
Lycidas
B
In Memoriam
C
Adonais
D
An Elegy Written in a Country Churchyard
উত্তরের বিবরণ
Thomas Gray ইংরেজি সাহিত্যের একজন প্রসিদ্ধ কবি এবং Graveyard Poet হিসেবে খ্যাত। তাঁর সবচেয়ে পরিচিত রচনা হলো An Elegy Written in a Country Churchyard, যা ১৭৫১ সালে প্রকাশিত হয়। এই কবিতা একটি meditative elegy, iambic pentameter quatrains-এ লেখা, এবং ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ elegy-এর মধ্যে গণ্য। কবিতায় মূলত একজন বর্ণনাকারী কবরস্থানে বসে চারপাশের পরিবেশ ও মানুষের অপ্রয়োগী সম্ভাবনা, গ্রাম্য জীবনের বাস্তবতা এবং মৃত্যুর অনিবার্যতা নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করেন।
- 
An Elegy Written in a Country Churchyard Thomas Gray-এর সবচেয়ে খ্যাতিমান কবিতা। 
- 
কবিতায় কবরস্থানকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি এবং mortality, unused human potential, এবং country life-এর বিষয়গুলি প্রাঞ্জলভাবে উপস্থাপিত হয়েছে। 
- 
Thomas Gray The Age of Sensibility-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। 
- 
তিনি Graveyard Poetry-এর প্রধান প্রতিনিধি। 
উল্লেখযোগ্য কবিতাসমূহ:
- 
An Elegy Written in a Country Churchyard 
- 
Ode on a Distant Prospect of Eton College 
- 
The Bard 
- 
The Progress of Poesy 
অন্য প্রাসঙ্গিক কাজসমূহ:
- 
Lycidas – John Milton-এর pastoral elegy। 
- 
In Memoriam – Alfred, Lord Tennyson-এর দীর্ঘ elegy (1849), বন্ধু Arthur Hallam-এর স্মৃতিতে। 
- 
Adonais – Percy Bysshe Shelley-এর elegy, John Keats-এর মৃত্যুর প্রতি শ্রদ্ধা। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
"The paths of glory lead but to the grave." - Who quoted it?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
John Milton
C
Thomas Gray
D
Sir Philip Sidney
"The paths of glory lead but to the grave" লাইনটি এসেছে Thomas Gray রচিত “Elegy Written in a Country Churchyard” কবিতা থেকে। এই কবিতাটি মানবজীবনের অপ্রয়োগী সম্ভাবনা, গ্রামীণ জীবনের পরিস্থিতি এবং মৃত্যুকে গভীরভাবে চিত্রায়িত করে। কবিতায় কবরস্থানে বসে বর্ণনাকারী তার চারপাশের দৃশ্যগুলো খুব স্পষ্ট ও করুণ ভাষায় তুলে ধরেছেন।
• An Elegy Written in a Country Churchyard:
- 
রচয়িতা: Thomas Gray 
- 
এটি একটি Elegy বা শোকগাঁথা। 
- 
লেখা হয়েছে iambic pentameter quatrains-এ এবং প্রথম প্রকাশিত হয় ১৭৫১ সালে। 
- 
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রত্নভাণ্ডার। 
- 
মূল বিষয়: মানবজীবনের অপ্রয়োগী সম্ভাবনা, গ্রামীণ জীবনের শর্তাবলী এবং মৃত্যুর চরম বাস্তবতা। 
• Thomas Gray:
- 
একজন বিখ্যাত Graveyard Poet। 
- 
তার উল্লেখযোগ্য কবিতা: Elegy Written in a Country Churchyard। 
- 
তিনি Age of Sensibility-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক। 
• Notable Poems:
- 
An Elegy Written in a Country Churchyard 
- 
Ode on a Distant Prospect of Eton College 
- 
The Bard 
- 
The Progress of Poesy 
• Famous Quotations:
- 
"Where ignorance is bliss, it is folly to be wise." 
- 
"Full many a flower is born to blush unseen, And waste its sweetness on the desert air." 
- 
"The paths of glory lead but to the grave." 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Who wrote Elegy Written in a Country Churchyard?
Created: 4 weeks ago
A
Thomas Gray
B
P.B. Shelley
C
Alexander Pope
D
Samuel Butler
Elegy Written in a Country Churchyard হলো Thomas Gray রচিত একটি বিখ্যাত Elegy বা শোকগাঁথা, যা ১৭৫১ সালে প্রকাশিত হয়। এটি একটি iambic pentameter quatrains-এ লেখা ধ্যানমূলক কবিতা এবং ইংরেজি সাহিত্যের অন্যতম প্রশংসিত এলেজি হিসেবে বিবেচিত। কবিতায় সাধারণ মানুষের প্রতি সহানুভূতি, প্রকৃতির সৌন্দর্য এবং মৃত্যুচিন্তা একত্রিত হয়ে মানবিক উচ্চতা অর্জন করেছে। এটি প্রাক-রোমান্টিক যুগের এক অনন্য সৃষ্টি।
- 
লেখক: Thomas Gray 
- 
ধরণ: Elegy, meditative poetry 
- 
প্রকাশকাল: ১৭৫১ 
- 
প্রসঙ্গ: মানুষের জীবন, মৃত্যু, প্রকৃতি এবং ধ্যান 
Thomas Gray সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
- 
তিনি একজন English poet, scholar এবং professor 
- 
পরিচয়: Graveyard Poet 
- 
১৮শ শতকের মধ্যভাগের একজন প্রভাবশালী কবি এবং Romantic movement-এর পূর্বসূরী 
- 
যুগ: The Age of Sensibility 
Thomas Gray-এর উল্লেখযোগ্য কাজসমূহ:
- 
Elegy Written in a Country Churchyard 
- 
Ode on a Distant Prospect of Eton College 
- 
The Bard 
- 
The Progress of Poesy 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
Thomas Gray is widely recognized as a-
Created: 1 month ago
A
Cavalier poet
B
Romantic poet
C
Graveyard poet
D
Metaphysical poet
Thomas Gray ব্যাপকভাবে পরিচিত Graveyard poet হিসেবে। তিনি The Age of Sensibility-এর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক।
Thomas Gray (1716-1771)
- 
ইংরেজ কবি, পণ্ডিত এবং অধ্যাপক, যিনি আবেগময় ও প্রতিফলিত কবিতার জন্য সর্বাধিক পরিচিত। 
- 
তিনি Graveyard poet নামে খ্যাত। 
- 
Graveyard Poetry হলো ১৮শ শতকের ব্রিটিশ কাব্যের একটি ধারা, যা মূলত মৃত্যু ও শোককে কেন্দ্র করে রচিত। 
- 
তাঁর কবিতা “An Elegy Written in a Country Churchyard” এই ধরণের ধ্যানমূলক (meditative) ও দার্শনিক (philosophical) প্রবণতার উৎকৃষ্ট উদাহরণ। 
- 
কবিতায় শোক ও বেদনার অনুভূতি ফুটে উঠেছে এবং মৃত্যুর ভয়ঙ্কর শারীরিক বাস্তবতাকে গভীরভাবে তুলে ধরা হয়েছে। 
- 
An Elegy Written in a Country Churchyard ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ elegy। 
উল্লেখযোগ্য রচনা:
- 
An Elegy Written in a Country Churchyard (poem) 
- 
Ode on a Distant Prospect of Eton College (poem) 
- 
The Bard (poem) 
- 
The Progress of Poesy (poem) 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago