The central theme of The Pilgrim’s Progress is –
A
Human love and passion
B
Courtly life of England
C
A Christian’s spiritual journey
D
Heroic adventures in war
উত্তরের বিবরণ
John Bunyan-এর The Pilgrim’s Progress (১৬৭৮) একটি অমর ধর্মীয় allegory, যা ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম প্রভাবশালী রচনা হিসেবে বিবেচিত। এই গদ্যকাব্যে খ্রিস্টীয় জীবন ও বিশ্বাসের প্রতীকী যাত্রা উপস্থাপন করা হয়েছে, যেখানে মানুষের আত্মিক মুক্তি এবং স্বর্গলাভের সংগ্রামকে অত্যন্ত প্রাণবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
-
এটি The Neoclassical Period-এর একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম।
-
রচনায় Puritan religious outlook গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
-
এর মূল চরিত্র Christian, একজন যুবক, যে নিজের আত্মার মুক্তি ও চিরস্থায়ী জীবনের জন্য স্বর্গপথে যাত্রা করে। পথে তাকে নানান প্রলোভন, পরীক্ষা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হয়।
-
Christian-এর তীর্থযাত্রা আসলে প্রতিটি বিশ্বাসীর আধ্যাত্মিক যাত্রার প্রতীকী রূপ।
-
জনপ্রিয়তার দিক থেকে গ্রন্থটি সাধারণ পাঠকের কাছে বাইবেলের পরেই দ্বিতীয় স্থানে ছিল।
-
ইতিহাসে এটি সর্বাধিক জনপ্রিয় Christian allegory হিসেবে পরিচিত।
John Bunyan (1628–1688):
-
তিনি ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ ধর্মপ্রচারক ও মন্ত্রী।
-
তাঁর লেখায় Puritan ধর্মীয় বিশ্বাস ও নৈতিক আদর্শ প্রতিফলিত হয়েছে।
-
তাঁর সর্বাধিক খ্যাতি এসেছে The Pilgrim’s Progress (১৬৭৮) রচনার মাধ্যমে, যা শতাব্দীর পর শতাব্দী পাঠককে আধ্যাত্মিক অনুপ্রেরণা যুগিয়েছে।
Notable Works:
-
Grace Abounding (book)
-
The Holy War (novel)
-
The Life and Death of Mr. Badman (book)
-
The Pilgrim’s Progress (novel)
0
Updated: 1 month ago
The Pilgrim's Progress is written by -
Created: 1 month ago
A
Samuel Butler
B
William Congreve
C
John Bunyan
D
Alexander Pope
The Pilgrim's Progress
-
রচনা: John Bunyan, 1678
-
ধরন: Religious allegory prose
-
সময়কাল: Neoclassical Period
-
বিষয়: জীবনের ধ্বংস ও নৈতিক যাত্রার প্রতীকী কাহিনি, Puritan religious outlook প্রকাশ
-
জনপ্রিয়তা: বাইবেলের পর জনপ্রিয়তম Christian allegory
John Bunyan
-
জন্ম: 1628
-
Restoration period-এর English minister, preacher, author
Notable Works
-
The Pilgrim’s Progress, Grace Abounding, The Holy War, The Life and Death of Mr. Badman
0
Updated: 1 month ago
Who is the author of the famous religious allegory "The Pilgrim's Progress"?
Created: 1 month ago
A
Edmund Spenser
B
William Congreve
C
John Dryden
D
John Bunyan
The Pilgrim's Progress
-
এটি John Bunyan রচিত একটি বিখ্যাত religious allegory prose।
-
লেখা হয় ১৬৭৮ সালে।
-
এটি Neoclassical Period এর অন্যতম সাহিত্যকর্ম।
-
প্রবন্ধটি বিশদভাবে Puritan religious outlook প্রকাশ করে।
-
কাজটি good man's pilgrimage through life-এর একটি symbolic vision।
-
জনপ্রিয়তার দিক থেকে The Pilgrim's Progress সাধারণ পাঠকের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় ছিল।
-
মুদ্রিত বই বা কপি সমূহের মধ্যে এটি আজও সবচেয়ে জনপ্রিয় Christian allegory।
John Bunyan
-
জন্ম: 1628
-
তিনি Restoration period এর একজন স্বনামধন্য সাহিত্যিক।
-
ছিলেন English minister, preacher এবং author।
Notable Works
-
The Pilgrim’s Progress
-
Grace Abounding
-
The Holy War
-
The Life and Death of Mr. Badman
Source: Britannica; An ABC of English Literature by Dr M Mofizar Rahman
0
Updated: 1 month ago
The Pilgrim's Progress is a/an -
Created: 4 weeks ago
A
elegy
B
sonnet
C
religious allegory
D
dramatic monologue
The Pilgrim's Progress হলো John Bunyan রচিত একটি প্রসিদ্ধ religious allegory prose, যা ১৬৭৮ সালে লেখা হয়। এটি Neoclassical Period-এর অন্যতম সাহিত্যকর্ম এবং puritan ধর্মীয় দৃষ্টিভঙ্গি বিশদভাবে প্রকাশ করে। কবিতার মতো নয়, এটি একটি প্রতীকী কাহিনী, যা একজন ধার্মিক মানুষের জীবনের যাত্রাপথকে চিত্রিত করে। জনপ্রিয়তার দিক থেকে, The Pilgrim's Progress সাধারণ পাঠকদের মধ্যে বাইবেলের পরে দ্বিতীয় স্থান দখল করেছিল এবং মুদ্রিত কপি সমূহের মধ্যে এখনও এটি সবচেয়ে জনপ্রিয় Christian allegory।
-
লেখক: John Bunyan
-
জন্ম: 1628
-
ধরণ: Religious allegory prose
-
প্রকাশকাল: ১৬৭৮
-
প্রসঙ্গ: ধার্মিক মানুষের জীবনের প্রতীকী যাত্রা
-
উপলব্ধি: Puritan religious outlook
John Bunyan সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English minister, preacher এবং author।
-
Restoration period-এর একজন স্বনামধন্য সাহিত্যিক।
John Bunyan-এর কিছু উল্লেখযোগ্য কাজ:
-
Grace Abounding
-
The Holy War
-
The Life and Death of Mr. Badman
-
The Pilgrim’s Progress
0
Updated: 4 weeks ago