A metaphor is-
A
A comparison using “like” or “as”
B
A direct comparison without using “like” or “as”
C
Giving human qualities to non-human things
D
An exaggeration for effect
উত্তরের বিবরণ
Metaphor (রূপকালংকার)
-
Definition:
A metaphor is a direct, implicit comparison between two unlike things without using “like” or “as”. It conveys similarity or symbolic meaning between two different objects, ideas, or concepts. -
Explanation:
-
যখন কোনো বাক্যে দুটি ভিন্ন বা বিজাতীয় জিনিসের মাঝে পরোক্ষভাবে বা রূপকার্থে তুলনা করা হয়, তাকে Metaphor বলা হয়।
-
সাধারণত, এই তুলনা এমন দুইটি জিনিসের মধ্যে করা হয় যা একই রকম বা সদৃশ নয়, কিন্তু তাদের মধ্যে কোনো সাধারণ মিল বা ভাব থাকে।
-
-
Examples:
-
“Life is but a walking shadow.”
-
“The world is a stage.”
-
“Revenge is a wild justice.”
-
“He has a heart of stone.”
-
“All the world's a stage, And all the men and women merely players.”
-
-
Other related figures of speech:
-
Simile: A comparison using like or as.
-
Personification: Giving human qualities to non-human things.
-
Hyperbole: A figure of speech that exaggerates for effect.
-
0
Updated: 1 month ago
The Death of a Salesman is written by -
Created: 2 months ago
A
American writer
B
Irish writer
C
British writer
D
French writer
সঠিক উত্তর: ক) Arthur Miller
বিস্তারিত ব্যাখ্যা:
The Death of a Salesman:
-
রচনা করেছেন Arthur Miller।
-
এটি একটি two-act play।
-
মূল চরিত্র: Willy Loman, যিনি একজন ব্যর্থ বাবা ও স্বামী।
-
Willy Loman-এর সন্তানরা—Happy এবং Biff—ও জীবনে সফল নয়।
Arthur Miller:
-
একজন American playwright।
-
সবচেয়ে পরিচিত কাজ: Death of a Salesman।
-
তার নাটকগুলো সাধারণত সাধারণ মানুষের জীবন ও সামাজিক সমস্যার ওপর কেন্দ্রিত।
0
Updated: 2 months ago
Who is the author of the poem Easter, 1916?
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
G.B Shaw
D
William Shakespeare
Easter, 1916 কবিতাটি William Butler Yeats লিখেছেন। এটি ১৯১৬ সালের এপ্রিলে আয়ারল্যান্ডে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। কবিতায় শহীদদের আত্মত্যাগ ও তাঁদের জীবনের পরিবর্তনের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়েছে। কবিতার একটি বিখ্যাত লাইন হলো: "All changed, changed utterly: A terrible beauty is born."
William Butler Yeats (1865–1939)
-
একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়।
-
তাঁর সাহিত্যকর্মগুলোতে আইরিশ ঐতিহ্য ও রাজনীতি এর প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়।
-
নিজের জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ বিভিন্ন কবিতায় প্রতিফলিত হয়।
-
১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
প্রধান কবিতাসমূহ:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
W.B. Yeats রচিত কিছু নাটক:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
উৎস:
0
Updated: 1 month ago
What is the antonym of 'Exculpate'?
Created: 1 month ago
A
Incriminate
B
Abrogate
C
Discharge
D
Vindicate
Exculpate শব্দটির অর্থ ও বিপরীতার্থক বোঝার জন্য নিম্নলিখিত তথ্যগুলো প্রাসঙ্গিক।
-
Exculpate (Verb, transitive)
-
ইংরেজি অর্থ: Show or declare that (someone) is not guilty of wrongdoing
-
বাংলা অর্থ: অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া
-
-
দেওয়া অপশনগুলোর অর্থ:
-
ক) Incriminate - দোষারোপ করা; অভিযুক্ত করা
-
খ) Abrogate - (আনুষ্ঠানিক) ক্ষমতাবলে বাতিল/রদ/স্থগিত করা
-
গ) Discharge - দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া; অপরাধ থেকে খালাস দেওয়া
-
ঘ) Vindicate - (বিবাদ বা আক্রমণের উপজীব্য কোনোকিছুর সত্যতা, ন্যায্যতা, যথার্থতা ইত্যাদি) প্রমাণ বা প্রতিপাদন করা
-
-
অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, Exculpate শব্দের বিপরীতার্থক হলো Incriminate।
0
Updated: 1 month ago