A famous character, 'Shylock' appeared in-
A
Much Ado About Nothing
B
The Tempest
C
The Jew of Malta
D
The Merchant of Venice
উত্তরের বিবরণ
Shylock and The Merchant of Venice
-
Famous Character:
Shylock – a Jewish moneylender, is a central character in William Shakespeare’s play The Merchant of Venice. -
The Merchant of Venice:
-
Genre: Comedy (Tragi-comedy)
-
Written: 1596–1597
-
First Published: 1600 (Quarto edition)
-
Plot: Focuses on the contract between Antonio, a Venetian merchant, and Shylock, the Jewish moneylender, and its consequences. The play explores themes of mercy, justice, revenge, and the complexities of human relationships.
-
-
Important Characters:
-
Antonio (merchant)
-
Shylock (Jewish moneylender)
-
Portia (heroine)
-
Bassanio
-
Jessica (Shylock’s daughter)
-
Gratiano
-
Prince of Morocco
-
Salarino
-
-
Famous Quotations from the Play:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
-
-
William Shakespeare (1564–1616):
-
Birthplace: Stratford-upon-Avon, England → called Bard of Avon or Swan of Avon.
-
Renowned as English national poet, dramatist, and actor.
-
Wrote 154 sonnets and 37 plays.
-
Co-founded the Globe Theatre in London in 1599.
-
-
Notable Comedies/Tragi-comedies by Shakespeare:
-
All’s Well That Ends Well
-
As You Like It
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
-
The Tempest
-
Shylock remains one of Shakespeare’s most complex and debated characters, embodying themes of justice, prejudice, and human vulnerability.
0
Updated: 1 month ago
Which historical event is depicted in Murder in the Cathedral?
Created: 1 month ago
A
The signing of the Magna Carta
B
The martyrdom of St. Thomas Becket
C
The coronation of Arthur H. Hallam
D
The American Civil War
0
Updated: 1 month ago
"Barabas" and "Abigail" are characters in which famous play?
Created: 1 month ago
A
The Jew of Malta
B
Doctor Faustus
C
The Duchess of Malfi
D
Volpone
উত্তর হবে The Jew of Malta, যেখানে চরিত্র Barabas এবং Abigail দেখা যায়।
The Jew of Malta
-
এটি ৫ অঙ্কের একটি Tragedy, যা Blank Verse-এ রচিত Revenge Tragedy।
-
প্রথম প্রকাশিত হয় ১৬৩৩ সালে।
-
ধারণা করা হয়, Shakespeare এ নাটকটি পড়ে তাঁর The Merchant of Venice রচনা করেছেন।
সারসংক্ষেপ
-
নাটকটি মূলত ইহুদি ধনাধ্যায়ী Barabas-এর প্রতিশোধের কাহিনি।
-
মাল্টার খ্রিস্টান গভর্নর তুর্কিদের দাবিকৃত শুল্ক আদায়ের জন্য মাল্টার ইহুদি ব্যক্তিদের সম্পত্তির অর্ধেক জব্দ করেন।
-
Barabas প্রতিবাদ করলেও তার সম্পদ পুরোপুরি জব্দ হয়ে যায়।
-
প্রতিশোধ নিতে Barabas শত্রুদের ধ্বংসের পরিকল্পনা করেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই বিশ্বাসঘাতকতার শিকার হন এবং সেই মৃত্যু ভোগ করেন যা তিনি শত্রুদের জন্য পরিকল্পনা করেছিলেন।
প্রধান চরিত্রসমূহ
-
Barabas (প্রধান চরিত্র)
-
Abigail
-
Ithamore
-
Machevill
-
Katherine ইত্যাদি
Christopher Marlowe
-
তিনি Elizabethan Period-এর একজন কবি এবং নাট্যকার।
-
পরিচিতি: “Father of English Tragedy” এবং University Wit।
উল্লেখযোগ্য রচনাসমূহ
-
Doctor Faustus
-
The Jew of Malta
-
Tamburlaine the Great
-
Dido, Queen of Carthage (প্রথম নাটক)
0
Updated: 1 month ago
'If Winter comes, can Spring be far behind?' - Who wrote this?
Created: 1 month ago
A
William Blake
B
S. T. Coleridge
C
Lord Byron
D
P. B. Shelley
"If Winter comes, can Spring be far behind?"—এই বিখ্যাত লাইনটি কবি P. B. Shelley তাঁর প্রসিদ্ধ কবিতা Ode to the West Wind-এ লিখেছিলেন। নিচে কবিতা, কবি ও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।
-
Ode to the West Wind কবিতাটি রচনা করেন P. B. Shelley।
-
এটি প্রথম প্রকাশিত হয় ১৮২০ সালে।
-
কবিতায় তিনি West Wind-কে destroyer and preserver বলে আখ্যায়িত করেছেন।
-
কবিতাটি লেখা হয় ১৮১৯ সালের ২৫ অক্টোবর, ইতালির ফ্লোরেন্স শহরের নিকটবর্তী Cascine Wood-এ, এবং বলা হয় এটি তিনি একটানা একটি বসায় সম্পূর্ণ করেছিলেন।
-
অনেকে মনে করেন, তাঁর পুত্র William-এর মৃত্যুজনিত শোকেই এই কবিতাটি লেখা হয়েছিল।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে যেমন সমাদর করেছেন, তেমনি এ শক্তির মধ্য দিয়েই তিনি বৈপ্লবিক চিন্তাধারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক—এমন আশা ব্যক্ত করেছেন।
-
এই কবিতাটি Shelley-এর আবেগপ্রবণ ভাষা এবং প্রতীকী চিত্রকল্পের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ।
-
কবিতাটি শেষ হয় এই বিখ্যাত প্রশ্নে: "If Winter comes, can Spring be far behind?"
-
উক্তিটি সাহিত্যিক পরিভাষায় Metaphor-এর উদাহরণ হিসেবেও বিবেচিত।
Shelley-এর কিছু বিখ্যাত উক্তি হলো:
-
"Our sweetest songs are those that tell of saddest thought" (Ode To A Skylark)।
-
"The more we study, the more we discover our ignorance" (Queen Mab)।
P. B. Shelley সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি একজন English Romantic poet।
-
তাঁকে ইংরেজি সাহিত্যের অন্যতম Revolutionary poets হিসেবে গণ্য করা হয়।
-
তাঁর ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য আবেগপ্রবণ অনুসন্ধান ধীরে ধীরে কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ রচনার মধ্যে স্থান পেয়েছে।
-
মাত্র ২৯ বছর বয়সে ইংরেজি সাহিত্যের এই উজ্জ্বল নক্ষত্রের মৃত্যু হয়।
তাঁর কিছু উল্লেখযোগ্য রচনা হলো:
-
Adonais
-
Mont Blanc
-
Ode to the West Wind
-
Ozymandias
-
To a Skylark
-
Peter Bell the Third
-
Prometheus Unbound (play)
-
Queen Mab
-
Rosalind and Helen
-
The Cenci (play)
-
The Cloud
-
The Masque of Anarchy
0
Updated: 1 month ago