"The world will be saved by failure."
This is an example of-
A
Antithesis
B
Simile
C
Paradox
D
Hyperbole
উত্তরের বিবরণ
Paradox এবং উদাহরণ
-
Famous Line:
“The world will be saved by failure.”-
এটি একটি Paradox বা কূটাভাস।
-
অর্থ: লাইনটির surface meaning বা আপাত দৃষ্টিতে বক্তব্য স্ববিরোধী মনে হলেও গভীর অর্থ বহন করে।
-
Deep meaning: ব্যর্থতার মধ্য দিয়ে আমরা শিখি, উন্নতি করি এবং মানবজীবন ও সমাজকে বাঁচাই।
-
-
Paradox (কূটাভাস; পরস্পরবিরোধী সত্য):
-
একটি উক্তি বা পরিস্থিতি যা একই সময়ে সত্য এবং অসত্য বলে মনে হয়।
-
ব্যাখ্যা: যা প্রথমে অসম্ভব বা বিপরীত মনে হয়, তার ভিতরে গভীর সত্য থাকে।
-
উদাহরণ:
-
Less is more.
-
I must be cruel only to be kind.
-
Cowards die many times before their deaths.
-
-
-
অন্যান্য সম্পর্কিত অলংকার:
১. Antithesis (পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ):-
দুটি বিপরীত ভাব একসাথে ব্যবহার করা।
-
উদাহরণ: “To err is human, to forgive divine.”
২. Simile (উপমা):
-
দুই ভিন্ন জিনিসের সরাসরি তুলনা, সাধারণত as বা like দিয়ে।
-
উদাহরণ: “She is as innocent as a lamb.”
৩. Hyperbole (অতিশয়োক্তি):
-
অতিরঞ্জিত বা অত্যুক্তি পূর্ণ উক্তি।
-
উদাহরণ: “Ten thousand saw I at a glance.” (Wordsworth: Daffodils)
-
-
Key Insight:
Paradox আমাদের চিন্তাকে চ্যালেঞ্জ করে এবং আপাতদৃষ্টিতে অসম্ভবকে বোধগম্য করে তোলে।
0
Updated: 1 month ago
"A man of letters" refers to:
Created: 2 months ago
A
A postman
B
A secret agent
C
A scholar or writer
D
A person who loves alphabets
Idiom: A man of letters
-
English Meaning: A male scholar or author; a man, usually a writer, who knows a lot about literature.
-
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক
Other Options:
-
ক) A postman – চিঠি বিতরণকারী, সাহিত্য বা শিক্ষার সঙ্গে সম্পর্ক নেই
-
খ) A secret agent – কোনো সম্পর্ক নেই
-
ঘ) A person who loves alphabets – বিভ্রান্তিকর, আসল অর্থ নয়
Example Sentence:
-
Dr. Shahidullah was a man of letters.
-
ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।
-
Correct Answer: A scholar or writer
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
The line "Life is but a walking shadow" is taken from which play by Shakespeare?
Created: 1 month ago
A
King Lear
B
Romeo and Juliet
C
The Merchant of Venice
D
Macbeth
“Life is but a walking shadow” লাইনটি নেওয়া হয়েছে William Shakespeare-এর বিখ্যাত ট্র্যাজেডি Macbeth থেকে। এটি Shakespeare-এর অন্যতম ছোট ট্র্যাজেডি, যেখানে ক্ষমতার লোভ, নৈতিক বিচ্যুতি এবং এর ফলাফলের ভয়ঙ্কর পরিণতি ফুটে ওঠে।
-
Macbeth হলো Shakespeare-এর লেখা একটি ছোট ট্র্যাজেডি, যার কেন্দ্রীয় চরিত্র Macbeth, স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকের মূল বিষয়: King Duncan-এর হত্যা এবং এর ফলে ঘটে যাওয়া ঘটনা।
-
লেখা হয়েছে ১৬০৭ সালের দিকে, প্রথম প্রকাশিত ১৬২৩ সালে।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সারসংক্ষেপ:
-
স্কটল্যান্ডের সেনানায়ক Macbeth তিন ডাইনের থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক খুন চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth এবং Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে; Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের ময়দানে মারা যায়।
-
নাটকটি দেখায়, কীভাবে ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“Life is but a walking shadow.”
William Shakespeare (April 26, 1564 – April 23, 1616)
-
Stratford-upon-Avon, England-এ জন্মগ্রহণ।
-
Byname: Bard of Avon বা Swan of Avon
-
একজন ইংরেজি poet, dramatist, এবং actor।
-
প্রায়শই ইংরেজির জাতীয় কবি বলা হয় এবং সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে গণ্য।
-
মোট ৩৭টি নাটক রচনা করেছেন।
উল্লেখযোগ্য কাজ:
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical Plays: Julius Caesar, Henry IV Part I & II, Henry V, Henry VI Part I-III, Henry VIII, King John, Richard II, Richard III
0
Updated: 1 month ago
Who is not a Victorian poet?
Created: 1 month ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica
0
Updated: 1 month ago