"Heard melodies are sweet, but those unheard are sweeter."
Who wrote this?
A
William Wordsworth
B
P. B. Shelley
C
John Keats
D
T. S. Eliot
উত্তরের বিবরণ
John Keats এবং “Ode on a Grecian Urn”
-
Famous Line:
“Heard melodies are sweet, but those unheard are sweeter.”-
এটি John Keats-এর Ode on a Grecian Urn কবিতা থেকে নেওয়া হয়েছে।
-
অর্থ: যে সঙ্গীত আমরা শুনি তা মধুর, কিন্তু কল্পনায় অনুভূত সঙ্গীত তার চেয়েও বেশি মধুর। এটি কল্পনা এবং সৃজনশীলতার মহত্ত্বকে প্রকাশ করে।
-
-
Ode on a Grecian Urn:
-
Romantic যুগের উল্লেখযোগ্য কবিতা।
-
প্রকাশিত: ১৮২০।
-
গঠন: ৫টি স্তবক (stanza)।
-
বিষয়: Grecian urn-এর উপর অঙ্কিত চিত্রকলা, সৌন্দর্য, সত্য এবং স্থায়িত্ব।
-
Keats-এর মতে, শিল্পকর্ম চিরন্তন, যা মানুষের জীবনের ক্ষণস্থায়ী আনন্দকে অতিক্রম করে।
-
-
John Keats (1795–1821):
-
ইংরেজি Romantic যুগের কবি।
-
সংবেদনশীলতা, সৌন্দর্যবোধ এবং মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য পরিচিত।
-
উপাধি: Poet of Beauty, Poet of Sensuousness।
-
পেশাগত জীবন: Physician, Surgeon।
-
-
Famous Quotes:
-
“Beauty is truth, truth beauty,—that is all / Ye know on earth, and all ye need to know.”
-
“A thing of beauty is a joy forever.”
-
“My heart aches, and a drowsy numbness pains / My sense, as though of hemlock I had drunk.”
-
“Where are the songs of spring? Aye, where are they?”
-
-
Notable Poems:
-
Ode to Psyche, Ode to a Nightingale, Ode on Melancholy, Ode on a Grecian Urn, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, La Belle Dame Sans Merci, ইত্যাদি।
-
-
Key Insight:
Keats-এর Ode on a Grecian Urn মানব জীবনের ক্ষণস্থায়ী আনন্দ ও শিল্পের স্থায়িত্বের মধ্যে একটি সুন্দর তুলনা স্থাপন করে।
0
Updated: 1 month ago
Which poem concludes with the famous line: "Heard melodies are sweet, but those unheard are sweeter"?
Created: 1 month ago
A
Kubla Khan
B
Ode to the West Wind
C
Ode to a Nightingale
D
Ode on a Grecian Urn
Ode on a Grecian Urn ও John Keats
-
Ode on a Grecian Urn হলো John Keats-এর লেখা একটি কবিতা।
-
এটি Romantic Period-এর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে একটি।
-
কবিতাটি 5 স্তরের (stanza) বিশিষ্ট এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের বর্ণনা তুলে ধরা হয়েছে।
-
কবি এর মাধ্যমে শিল্প, সৌন্দর্য ও সত্যের সম্পর্ক অন্বেষণ করেছেন।
কবিতার বিখ্যাত উক্তি:
-
"Beauty is truth, truth beauty,—that is all Ye know on earth, and all ye need to know."
-
"Heard melodies are sweet, but those unheard are sweeter."
John Keats (1795–1821):
-
একজন British Romantic Lyric Poet।
-
তার কবিতায় চিত্রনির্ভর (vivid imagery), সংবেদনশীলতা (sensuous appeal) এবং দার্শনিক ভাব প্রকাশ পেয়েছে।
-
উপাধি ও পেশা: Poet of Beauty, Poet of Sensuousness; পাশাপাশি Physician ও Surgeon ছিলেন।
প্রসিদ্ধ কবিতাসমূহ:
-
Ode to Psyche, Ode on Melancholy, To Autumn, Bright Star, On First Looking into Chapman’s Homer, Lamia, Hyperion, The Eve of St. Agnes, La Belle Dame Sans Merci, Ode to a Nightingale।
অন্যান্য তুলনামূলক তথ্য:
-
Kubla Khan – Samuel Taylor Coleridge
-
Ode to the West Wind – P. B. Shelley
-
Ode to a Nightingale – John Keats
0
Updated: 1 month ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 1 month ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।
0
Updated: 1 month ago
Criminals are of ____ character.
Created: 2 months ago
A
a
B
an
C
the
D
no article
Rule:
-
সমজাতীয় কিছু বোঝাতে যেমন the same, the certain ইত্যাদি, singular common noun-এর আগে a/an বসে।
Examples:
-
Birds of a feather flock together.
-
Criminals are of a (the same) character.
-
There lived a farmer.
Complete Sentence:
👉 Criminals are of a character.
0
Updated: 2 months ago