"A little learning is a dangerous thing."
Who quoted this?
A
Thomas Gray
B
Francis Bacon
C
John Milton
D
Alexander Pope
উত্তরের বিবরণ
Alexander Pope – “A little learning is a dangerous thing”
-
Quote:
-
“A little learning is a dangerous thing.”
-
উক্তিটি Alexander Pope-এর An Essay on Criticism থেকে নেওয়া।
-
-
An Essay on Criticism:
-
এটি একটি didactic (শিক্ষামূলক) কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতার মূল প্রেরণা এসেছে Horace-এর Ars Poetica থেকে।
-
কবিতার মাধ্যমে Pope সাহিত্যের সমালোচনা এবং শৃঙ্খলাপূর্ণ লেখা নিয়ে শিক্ষামূলক উপদেশ দিয়েছেন।
-
-
Alexander Pope (1688–1744):
-
ইংরেজি Augustan Age-এর সর্বাধিক প্রভাবশালী কবি।
-
Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
-
Pope-এর কবিতা জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার জন্য বিখ্যাত।
-
-
Famous Quotes:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
-
-
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
-
0
Updated: 1 month ago
Who wrote "The Rime of the Ancient Mariner"?
Created: 1 month ago
A
William Blake
B
William Wordsworth
C
Samuel Taylor Coleridge
D
John Keats
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge–এর রচিত একটি বিখ্যাত রহস্যময় কবিতা, যা ইংরেজ Romantic Period–এর অন্যতম গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম। এটি প্রথম প্রকাশিত হয় ১৭৯৮ সালে, Lyrical Ballads–এর অন্তর্ভুক্তির মাধ্যমে, এবং কবিতাটি ৭টি ভাগে রচিত।
Important Characters
-
The Mariner
-
Wedding Guest
-
Albatross
-
The Nightmare
-
Life in Death
সারসংক্ষেপ
-
কবিতার নায়ক, এক প্রাচীন নাবিক, তিনজন তরুণকে তার অভিজ্ঞতা শোনান।
-
সে একটি Albatross পাখি হত্যা করে, যার ফলে জাহাজে অভিশাপ নেমে আসে।
-
জাহাজের অন্যান্য সবাই মারা যায়, এবং একা বেঁচে থাকা নাবিক প্রাকৃতিক শক্তির প্রতি শ্রদ্ধা শেখে এবং নিজের ভুল উপলব্ধি করে।
-
অবশেষে তাকে সারা বিশ্বে ঘুরে এই ভয়াবহ গল্প শোনাতে হয়।
-
কবিতার মূল বিষয় হলো অপরাধ, শাস্তি এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার গুরুত্ব।
Famous Quotations
-
"Alone, alone, all, all alone, Alone on a wide sea."
-
"Water, water everywhere, Not any drop to drink."
-
"He prayeth best, who loveth best All things both great and small."
Samuel Taylor Coleridge
-
তিনি একজন ব্রিটিশ কবি, lyrical poet, সমালোচক এবং দার্শনিক।
-
তিনি William Wordsworth–এর সঙ্গে Lyrical Ballads রচনা করেন, যা ইংরেজ রোমান্টিক আন্দোলনের সূচনা করে।
-
তাঁর গুরুত্বপূর্ণ নিবন্ধ Biographia Literaria (1817) ইংরেজ রোমান্টিক সাহিত্য সমালোচনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কাজ।
Notable Works
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "presumptuous"?
Created: 1 month ago
A
Timid
B
Arrogant
C
Horrendous
D
Probationary
Presumptuous একটি adjective, যা বোঝায় কোনো ব্যক্তি বা তার আচরণ সীমারেখা অমান্য করে, অহংকৃত বা প্রধৃষ্ট স্বভাব প্রকাশ করে। সাধারণত এটি এমন কাউকে বোঝাতে ব্যবহৃত হয় যে নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেয় বা অযাচিত সাহস দেখায়।
-
Presumptuous (adjective)
English Meaning: (Of a person or their behaviour) failing to observe the limits of what is permitted or appropriate
Bangla Meaning: (আনুষ্ঠানিক) অহংকৃত; প্রধৃষ্ট -
Correct Answer: Arrogant
-
Synonyms: Overconfident (অতিরিক্ত আত্মবিশ্বাসী), Arrogant (উদ্ধত), Egotistical (আত্মম্ভরি), Bold (সাহসী), Familiar (পরিচিত)
-
Antonyms: Timid (ভীরু; লাজুক), Unassuming (বিনয়ী; অমায়িক), Modest (ভদ্র), Humble (বিনয়ী), Nervous (বিচলিত)
-
Other Forms:
-
Presumptuously (adverb): সাহংকারে; প্রধৃষ্টভাবে
-
-
Other Options:
-
Horrendous: পৈশাচিক; ভয়াবহ; বীভৎস; ভয়ংকর; নিদারুণ; ভীষণ
-
Probationary: অবেক্ষণবিষয়ক; আবেক্ষিক
-
-
Example Sentences:
-
It would be presumptuous of me to speak for the others.
-
Media coverage appears to be the driving force behind these rather presumptuous views.
-
-
Source:
0
Updated: 1 month ago
Which historical event is depicted in Murder in the Cathedral?
Created: 1 month ago
A
The signing of the Magna Carta
B
The martyrdom of St. Thomas Becket
C
The coronation of Arthur H. Hallam
D
The American Civil War
0
Updated: 1 month ago