"A little learning is a dangerous thing."
Who quoted this?
A
Thomas Gray
B
Francis Bacon
C
John Milton
D
Alexander Pope
উত্তরের বিবরণ
Alexander Pope – “A little learning is a dangerous thing”
-
Quote:
-
“A little learning is a dangerous thing.”
-
উক্তিটি Alexander Pope-এর An Essay on Criticism থেকে নেওয়া।
-
-
An Essay on Criticism:
-
এটি একটি didactic (শিক্ষামূলক) কবিতা।
-
লেখা হয়েছে heroic couplets (দ্বিপদী ছন্দে)।
-
কবিতার মূল প্রেরণা এসেছে Horace-এর Ars Poetica থেকে।
-
কবিতার মাধ্যমে Pope সাহিত্যের সমালোচনা এবং শৃঙ্খলাপূর্ণ লেখা নিয়ে শিক্ষামূলক উপদেশ দিয়েছেন।
-
-
Alexander Pope (1688–1744):
-
ইংরেজি Augustan Age-এর সর্বাধিক প্রভাবশালী কবি।
-
Mock Heroic Poet হিসেবেও পরিচিত।
-
Pope-এর কবিতা জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষার জন্য বিখ্যাত।
-
-
Famous Quotes:
-
“A little learning is a dangerous thing.”
-
“To err is human, to forgive, divine.”
-
“Fools rush in where angels fear to tread.”
-
“Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.”
-
“Hope springs eternal in the human breast.”
-
“The proper study of mankind is man.”
-
-
Notable Works:
-
An Essay on Criticism
-
The Rape of the Lock
-
The Dunciad
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Windsor-Forest
-
0
Updated: 1 month ago
Who composed the sonnet sequence titled "Amoretti"?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Edmund Spenser
C
Samuel Taylor Coleridge
D
William Shakespeare
“Amoretti” হলো Edmund Spenser-এর লেখা একটি sonnet sequence, যা প্রকাশিত হয় ১৫৯৫ সালে। এটি ৮৯টি sonnet নিয়ে গঠিত এবং সাধারণত English/Shakespearean sonnet (ABABCDCDEFEFGG) ছন্দ অনুসরণ করে, যেখানে প্রতিটি sonnet-এ ১৪টি লাইন থাকে। কবিতায় Spenser তার দ্বিতীয় স্ত্রী Elizabeth Boyle-এর সঙ্গে প্রেম ও বিবাহের গল্প তুলে ধরেছেন। “Amoretti” শব্দটি ইতালিয়ান ভাষার “little loves” অর্থাৎ ছোট প্রেম থেকে এসেছে।
Edmund Spenser (1552–1599)
-
Elizabethan Period-এর একজন প্রধান সাহিত্যিক।
-
উপাধি: The Poet of Poets, The Child of Renaissance and Reformation
-
বিখ্যাত মহাকাব্য: The Faerie Queene, যা রানী Elizabeth-এর প্রশংসা করে লেখা এবং একটি Allegory হিসেবে পরিচিত।
অন্য উল্লেখযোগ্য কাজ:
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (89 Sonnets)
0
Updated: 1 month ago
Why does Darcy interfere in Jane and Bingley’s relationship at first?
Created: 1 month ago
A
He dislikes Jane personally
B
He doubts Jane’s affection
C
He envies Bingley
D
He wants Jane for himself
Darcy মনে করেছিল Jane আসলে Bingley-কে তেমন ভালোবাসে না। তার শান্ত স্বভাবকে Darcy উদাসীনতা ভেবেছিল। এছাড়া Bennet পরিবারের লজ্জাজনক আচরণ (Mrs. Bennet-এর উচ্ছ্বাস, Lydia ও Kitty-র ফ্লার্ট) তাকে বিরক্ত করেছিল। এজন্য Darcy বন্ধুকে দূরে সরিয়ে নেয়। Austen দেখান—ভুল বিচার সম্পর্ক ভাঙতে পারে। তবে পরে Darcy ভুল বুঝতে পেরে Jane–Bingley-এর মিল ঘটাতে সাহায্য করে।
0
Updated: 1 month ago
The word biophilic means-
Created: 1 month ago
A
relating to biology
B
human tendency to connect with nature
C
study of nature
D
biological
সঠিক উত্তর: খ) human tendency to connect with nature
Biophilic:
-
English meaning: of, relating to, or characterized by biophilia; relating to, showing, or being the human tendency to interact or be closely associated with other forms of life in nature
-
Bangla meaning: মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রবণতা বা অনুরাগ
Example:
-
Humans have a biophilic tendency, which is why gardens and parks make them feel relaxed.
-
Bangla meaning: মানুষের মধ্যে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রবণতা থাকে, এজন্য বাগান ও পার্ক তাদেরকে শান্তি এবং স্বস্তি দেয়।
অন্যান্য বিকল্প:
-
relating to biology: জীববিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত
-
study of nature: প্রকৃতির অধ্যয়ন
-
biological: জীববিজ্ঞানসংক্রান্ত
0
Updated: 1 month ago