'Mr. Darcy' is a famous character created by-
A
Charles Dickens
B
Emily Bronte
C
Jane Austen
D
George Orwell
উত্তরের বিবরণ
‘Mr. Darcy’ – Jane Austen-এর একটি প্রসিদ্ধ চরিত্র
-
Character:
-
Mr. Fitzwilliam Darcy বা সংক্ষেপে Mr. Darcy হলো Jane Austen-এর বিখ্যাত romantic novel Pride and Prejudice–এর কেন্দ্রীয় চরিত্র।
-
তিনি Elizabeth Bennet-এর প্রেমিক ও গল্পের প্রধান নায়ক।
-
-
Pride and Prejudice:
-
Romantic period-এর একটি classic English novel।
-
কাহিনী শুরু হয় 19শ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
-
Darcy ও Elizabeth একে অপরের প্রেমে পড়েন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে প্রাথমিক বিভ্রান্তি ও সামাজিক পার্থক্যের কারণে বাঁধা আসে।
-
গল্পটি Bennet পরিবারের চারপাশে ঘুরে, যেখানে পরিবারের মা তার পাঁচ কন্যার জন্য সম্ভাব্য বউঝাই ও সঙ্গীর সন্ধান করছেন।
-
-
Main Characters:
-
Mr. Darcy
-
Elizabeth Bennet
-
Jane Bennet
-
Mr. Bennet
-
Mrs. Bennet
-
Charles Bingley
-
Lady Catherine de Bourgh
-
-
Jane Austen (1775–1817):
-
English novelist, Romantic period-এর প্রধান লেখক।
-
তার উপন্যাসগুলো 19শ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে।
-
Ordinary people-এর দৈনন্দিন জীবনের মাধ্যমে উপন্যাসকে আধুনিক চরিত্র দিয়েছেন।
-
-
Notable Works:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (posthumous, 1818)
-
Persuasion (posthumous, 1818)
-
Emma (1815)
-
0
Updated: 1 month ago
The Shepheardes Calender is a collection of:
Created: 2 months ago
A
Plays
B
Novels
C
Pastoral poems
D
Sonnets
The Shepheardes Calender হল একটি পাস্টোরাল কবিতার (Pastoral poems) সংকলন।
সংক্ষিপ্ত বিবরণ:
-
লেখক: Edmund Spenser
-
প্রকাশিত: ১৫৭৯
-
ধরণ: Pastoral poems (গ্রামীণ জীবন ও প্রকৃতি ভিত্তিক কবিতা)
-
বৈশিষ্ট্য:
-
মোট ১২টি কবিতা, প্রতিটি মাসকে উপস্থাপন করে
-
গ্রামীণ জীবন, মেষপালক, ঋতুর পরিবর্তন ও প্রকৃতির সৌন্দর্য চিত্রায়িত
-
প্রেম, ধর্ম ও নৈতিকতার বিষয়সমূহও ফুটে ওঠে
-
Edmund Spenser (1552–1599):
-
English poet, Renaissance-এর একজন প্রধান কবি
-
Long allegorical poem The Faerie Queene তার প্রধান কৃতিত্ব
-
Sonnets সংগ্রহ: Amoretti
-
তাকে বলা হয় poet of poets
উল্লেখযোগ্য রচনাসমূহ:
-
The Faerie Queene
-
The Shepheardes Calender
-
Amoretti
-
Colin Clouts Come Home Again
-
Complaints
উত্তর: Pastoral poems
2
Updated: 2 months ago
"The greater the power, the more dangerous the abuse."
This is phrased by-
Created: 1 month ago
A
John Locke
B
William Gladstone
C
Edmund Burke
D
Dr. Samuel Johnson
“The greater the power, the more dangerous the abuse.” – Edmund Burke-এর একটি বিখ্যাত উক্তি।
-
Meaning / ব্যাখ্যা:
-
এটি একটি maxim / proverb-like statement, যা ক্ষমতার সাথে দায়িত্বের গুরুত্ব এবং ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে।
-
অর্থাৎ, যতো বেশি ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে, তার অপব্যবহার ততো বেশি ক্ষতিকর হতে পারে।
-
-
Edmund Burke (1729–1797):
-
Irish-জাতীয় ব্রিটিশ রাজনীতিবিদ, সংসদীয় বক্তা ও রাজনৈতিক চিন্তাবিদ।
-
ফ্রান্সের বিপ্লবের (1790) সময় Jacobinism-এর বিরোধী ছিলেন এবং রক্ষণশীলতার (Conservatism) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
Political theory ও রাষ্ট্রবিজ্ঞানে তাঁর অবদান অসামান্য।
-
-
আরও কিছু পরিচিত উক্তি:
-
"Custom reconciles us to everything."
-
"Public calamity is a mighty leveller."
-
"Toleration is good for all, or it is good for none."
-
"Good order is the foundation of all good things."
-
-
Major Works:
-
On American Taxation (House of Commons speech)
-
Speech on Conciliation with America
-
Speech on Mr. Fox's East India Bill
-
0
Updated: 1 month ago
'Macbeth' is a _________ play written by William Shakespeare.
Created: 1 month ago
A
tragedy
B
comedy
C
historical
D
romantic
Macbeth হলো উইলিয়াম শেক্সপিয়রের রচিত একটি ট্র্যাজেডি নাটক, যা পাঁচ অঙ্কে বিভক্ত। এটি ১৬০৬–০৭ সালের মধ্যে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়। শেক্সপিয়রের ট্র্যাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে সংক্ষিপ্ত। নাটকটির মূল বিষয়বস্তু হলো King Duncan-এর হত্যা এবং তার ফলে ঘটে যাওয়া ঘটনাবলি।
প্রধান চরিত্রসমূহ:
-
Macbeth
-
Lady Macbeth
-
King Duncan
-
Banquo
-
Macduff
-
Malcolm
-
The Three Witches
সংক্ষিপ্ত বিষয়বস্তু:
-
স্কটল্যান্ডের বীর সেনানায়ক Macbeth তিন ডাইনীর কাছ থেকে ভবিষ্যদ্বাণী শুনে রাজা হওয়ার লোভে পড়ে।
-
Lady Macbeth-এর প্ররোচনায় সে রাজা King Duncan-কে হত্যা করে সিংহাসনে বসে।
-
একবার ক্ষমতায় ওঠার পর অপরাধ ঢাকতে একের পর এক হত্যাকাণ্ড চালায়।
-
হত্যার ভয়, সন্দেহ ও অপরাধবোধে Macbeth ও Lady Macbeth মানসিকভাবে ভেঙে পড়ে এবং Lady Macbeth পাগল হয়ে আত্মহত্যা করে।
-
শেষ পর্যন্ত Macbeth যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়।
-
নাটকটি দেখায়, ক্ষমতার আকাঙ্ক্ষা এবং নৈতিক বিচ্যুতি মানুষের ধ্বংস ডেকে আনতে পারে।
কিছু প্রসিদ্ধ উক্তি:
-
"Fair is foul, and foul is fair."
-
"All the perfumes of Arabia will not sweeten this little hand."
-
"Life is but a walking shadow."
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
উপনাম: Bard of Avon বা Swan of Avon
-
পেশা: ইংরেজি কবি, নাট্যকার ও অভিনেতা
-
লেখা: মোট ১৫৪টি Sonnet এবং ৩৭টি নাটক, এছাড়া Long narrative poems
-
ইংল্যান্ডের জাতীয় কবি হিসেবে পরিচিত এবং বহুজন তাকে সর্বকালের শ্রেষ্ঠ নাট্যকার মনে করে
বিশিষ্ট রচনা:
Tragedy
-
Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Timon of Athens, Antony and Cleopatra, Coriolanus, Romeo and Juliet
Tragi-comedy
-
The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
Comedy
-
As You Like It, The Tempest, Twelfth Night, Love's Labour's Lost, A Comedy of Errors, The Taming of the Shrew, Much Ado About Nothing, All's Well That Ends Well, A Midsummer Night's Dream, The Merry Wives of Windsor
Historical play
-
Julius Caesar, Henry IV Part I, Henry IV Part II, Henry V, Henry VI Part I–III, Henry VIII, King John, Richard II, Richard III
উৎস:
0
Updated: 1 month ago