'Mr. Darcy' is a famous character created by-
A
Charles Dickens
B
Emily Bronte
C
Jane Austen
D
George Orwell
উত্তরের বিবরণ
‘Mr. Darcy’ – Jane Austen-এর একটি প্রসিদ্ধ চরিত্র
- 
Character: - 
Mr. Fitzwilliam Darcy বা সংক্ষেপে Mr. Darcy হলো Jane Austen-এর বিখ্যাত romantic novel Pride and Prejudice–এর কেন্দ্রীয় চরিত্র। 
- 
তিনি Elizabeth Bennet-এর প্রেমিক ও গল্পের প্রধান নায়ক। 
 
- 
- 
Pride and Prejudice: - 
Romantic period-এর একটি classic English novel। 
- 
কাহিনী শুরু হয় 19শ শতকের গ্রামীণ ইংল্যান্ডে। 
- 
Darcy ও Elizabeth একে অপরের প্রেমে পড়েন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে প্রাথমিক বিভ্রান্তি ও সামাজিক পার্থক্যের কারণে বাঁধা আসে। 
- 
গল্পটি Bennet পরিবারের চারপাশে ঘুরে, যেখানে পরিবারের মা তার পাঁচ কন্যার জন্য সম্ভাব্য বউঝাই ও সঙ্গীর সন্ধান করছেন। 
 
- 
- 
Main Characters: - 
Mr. Darcy 
- 
Elizabeth Bennet 
- 
Jane Bennet 
- 
Mr. Bennet 
- 
Mrs. Bennet 
- 
Charles Bingley 
- 
Lady Catherine de Bourgh 
 
- 
- 
Jane Austen (1775–1817): - 
English novelist, Romantic period-এর প্রধান লেখক। 
- 
তার উপন্যাসগুলো 19শ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে। 
- 
Ordinary people-এর দৈনন্দিন জীবনের মাধ্যমে উপন্যাসকে আধুনিক চরিত্র দিয়েছেন। 
 
- 
- 
Notable Works: - 
Sense and Sensibility (1811) 
- 
Pride and Prejudice (1813) 
- 
Mansfield Park (1814) 
- 
Northanger Abbey (posthumous, 1818) 
- 
Persuasion (posthumous, 1818) 
- 
Emma (1815) 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The literary work 'Kubla Khan' is -
Created: 2 months ago
A
A History by Vincent Smith
B
A verse by Coleridge
C
A drama by Oscar Wilde
D
A poem by Wordsworth
Kubla Khan
- 
রচয়িতা: Samuel Taylor Coleridge 
- 
সম্পূর্ণ নাম: Kubla Khan; or, a Vision in a Dream 
- 
ধরণ: Romantic poem 
- 
বৈশিষ্ট্য: - 
কবির নিজের ভাষ্য অনুযায়ী, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন 
- 
অনেক লাইন স্বপ্নাদিষ্টভাবে এসেছে 
- 
মূল বিষয়বস্তু: Nature of human genius 
 
- 
- 
Kublai Khan: Yuan সম্রাট, ক্ষমতায় ১২৬০–১২৯৪ 
Samuel Taylor Coleridge
- 
ইংরেজি lyrical poet, critic, philosopher 
- 
Lyrical Ballads (with Wordsworth) – English Romantic movement সূচনা 
- 
Biographia Literaria (1817) – Romantic literary criticism-এ গুরুত্বপূর্ণ 
Notable Works:
- 
Biographia Literaria 
- 
Christabel 
- 
Dejection: An Ode 
- 
Frost at Midnight 
- 
Kubla Khan 
- 
Lyrical Ballads 
- 
On the Constitution of the Church and State 
- 
The Rime of the Ancient Mariner 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Rubel called me at the time of playing cricket. (Make it complex)
Created: 2 months ago
A
Rubel called me when I am playing cricket.
B
Rubel called me when I was playing cricket.
C
Rubel called me and I was playing cricket.
D
Rubel called me when I was played cricket.
Rule for converting a simple sentence with “at the time of” into a complex sentence:
- 
Keep the first clause unchanged. 
- 
Replace “at the time of” with “when”. 
- 
Adjust the second clause according to the tense of the first clause. 
Example:
- 
Simple Sentence: Rubel called me at the time of playing cricket. 
- 
Complex Sentence: Rubel called me when I was playing cricket. 
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition, Chowdhury & Hossain
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Which author created the character Lemuel Gulliver in Gulliver’s Travels?
Created: 2 months ago
A
H.G. Wells
B
Jonathan Swift
C
Robert Louis Stevenson
D
Lewis Carroll
সঠিক উত্তর: Jonathan Swift
Lemuel Gulliver চরিত্রটি সৃষ্টি করেন Jonathan Swift, একজন আঠারো শতকের আইরিশ সাহিত্যিক, যিনি ব্যঙ্গধর্মী লেখার জন্য পরিচিত। তাঁর লেখা "Gulliver’s Travels" (১৭২৬) একটি বিখ্যাত রম্য উপন্যাস, যেখানে কাল্পনিক ভ্রমণের মাধ্যমে সমাজ, রাজনীতি ও বিজ্ঞানের ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে।
Gulliver’s Travels সংক্ষেপে:
- 
এটি ৪ খণ্ডের একটি ব্যঙ্গাত্মক উপন্যাস। পুরো নাম: Travels into Several Remote Places in the World। 
- 
Gulliver সমুদ্রে ভ্রমণকালে জাহাজ ভেঙে Lilliput নামক এক দেশে পৌঁছায়, যেখানে মানুষের উচ্চতা ৬ ইঞ্চির নিচে। 
- 
সে তার বিশাল দেহ দিয়ে লিলিপুটদের নানা উপকার করে এবং যুদ্ধ জিতে নেয়। 
- 
একসময় সে রাজাদের রোষানলে পড়ে, চোখ তুলে ফেলার শাস্তি হয়, কিন্তু পালিয়ে বেঁচে ফেরে। 
উপন্যাসের চার খণ্ডের নাম:
- 
A Voyage to Lilliput 
- 
A Voyage to Brobdingnag 
- 
A Voyage to Balnibarbi 
- 
A Voyage to the country of Houyhnhnms 
Jonathan Swift সম্পর্কে:
- 
তিনি ছিলেন একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক। 
- 
ইংরেজি সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যঙ্গরচয়িতা। 
- 
Augustan Age-এর একজন লেখক। 
- 
তাঁর ছদ্মনাম: Isaac Bickerstaff 
তাঁর বিখ্যাত রচনাসমূহ:
- 
Gulliver’s Travels 
- 
A Tale of a Tub 
- 
A Modest Proposal 
- 
The Battle of Books 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago