"The greater the power, the more dangerous the abuse."
This is phrased by-
A
John Locke
B
William Gladstone
C
Edmund Burke
D
Dr. Samuel Johnson
উত্তরের বিবরণ
“The greater the power, the more dangerous the abuse.” – Edmund Burke-এর একটি বিখ্যাত উক্তি।
-
Meaning / ব্যাখ্যা:
-
এটি একটি maxim / proverb-like statement, যা ক্ষমতার সাথে দায়িত্বের গুরুত্ব এবং ক্ষমতার অপব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে।
-
অর্থাৎ, যতো বেশি ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকে, তার অপব্যবহার ততো বেশি ক্ষতিকর হতে পারে।
-
-
Edmund Burke (1729–1797):
-
Irish-জাতীয় ব্রিটিশ রাজনীতিবিদ, সংসদীয় বক্তা ও রাজনৈতিক চিন্তাবিদ।
-
ফ্রান্সের বিপ্লবের (1790) সময় Jacobinism-এর বিরোধী ছিলেন এবং রক্ষণশীলতার (Conservatism) প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
Political theory ও রাষ্ট্রবিজ্ঞানে তাঁর অবদান অসামান্য।
-
-
আরও কিছু পরিচিত উক্তি:
-
"Custom reconciles us to everything."
-
"Public calamity is a mighty leveller."
-
"Toleration is good for all, or it is good for none."
-
"Good order is the foundation of all good things."
-
-
Major Works:
-
On American Taxation (House of Commons speech)
-
Speech on Conciliation with America
-
Speech on Mr. Fox's East India Bill
-
0
Updated: 1 month ago
The Rime of the Ancient Mariner is written by -
Created: 4 weeks ago
A
William Wordsworth
B
S.T. Coleridge
C
P.B. Shelley
D
John Milton
The Rime of the Ancient Mariner হলো Samuel Taylor Coleridge রচিত একটি বিখ্যাত কবিতা, যা মানুষের অপরাধবোধ, প্রায়শ্চিত্ত এবং আত্ম-উদ্ধারের গল্প বর্ণনা করে। কবিতায় একজন প্রাচীন নাবিক Albatross নামক পাখি হত্যার পাপের কারণে কঠিন ভোগান্তির মধ্য দিয়ে যান এবং শেষ পর্যন্ত প্রায়শ্চিত্ত লাভ করেন। কবিতার কেন্দ্রীয় চরিত্র একটি বিবাহোত্সবে যাওয়া তিন যুবকের মধ্যে একজনকে ধরে রাখে এবং তাকে তার যুবকালীন সমুদ্রযাত্রার অভিজ্ঞতা—Albatross হত্যা, সহকর্মী নাবিকদের মৃত্যু, তার কষ্ট এবং শেষ পর্যন্ত মুক্তি—বর্ণনা করে।
-
লেখক: Samuel Taylor Coleridge
-
প্রকাশকাল: ১৭৯৮, ‘Lyrical Ballads’-এ অন্তর্ভুক্ত
-
ধরণ: লিরিক্যাল কবিতা (৭ পার্টে বিভক্ত)
-
প্রসঙ্গ: অপরাধ, প্রায়শ্চিত্ত ও আত্ম-উদ্ধার
Samuel Taylor Coleridge সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English lyrical poet, critic এবং philosopher
-
পরিচয়: Poet of Supernaturalism
Samuel Taylor Coleridge-এর উল্লেখযোগ্য কাজ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
0
Updated: 4 weeks ago
Questions 36 to 40: Choose the appropriate word to fill in the gap in the following sentences.
Known for his _____ wit, the writer could make even the harshest criticism sound charming.
Created: 1 month ago
A
affable
B
sardonic
C
caustic
D
insular
• Complete sentence:
Known for his sardonic wit, the writer could make even the harshest criticism sound charming.
-
Bangla meaning: তীক্ষ্ণ ও ব্যঙ্গাত্মক রসবোধের জন্য পরিচিত ওই লেখক এমনকি সবচেয়ে কঠোর সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তুলতে পারতেন।
• Given options:
-
ক) affable — শিষ্টাচারী ও বন্ধুভাবাপন্ন; অমায়িক
-
খ) sardonic — বিদ্রূপাত্মক; অবজ্ঞাপূর্ণ; উপহাসপূর্ণ
-
গ) caustic — তীব্র; তিক্ত; বিদ্রূপাত্মক (lacks the implied charm)
-
ঘ) insular — দ্বীপবাসী সম্বন্ধী বা দ্বীপবাসীসদৃশ
-
ঙ) genial — সদয়; সহানুভূতিশীল; মিশুক
• সুতরাং, শূন্যস্থানে সঠিক শব্দ হবে — খ) sardonic
-
কারণ বাক্যটি এমন একজন লেখকের বর্ণনা দেয় যার বুদ্ধি "কঠোরতম সমালোচনাকেও মনোমুগ্ধকর করে তোলে"। এর জন্য এমন একটি শব্দ প্রয়োজন যা তীক্ষ্ণ, বিদ্রূপাত্মক হাস্যরসকে চতুর বা বিদ্রূপাত্মক ধারার সাথে প্রকাশ করে।
-
'Sardonic wit' এমন ধরনের রসবোধ যা হাস্যরসের আড়ালে ব্যঙ্গ বা কটাক্ষ প্রকাশ করে।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
What is the usual syllable count in a line of iambic pentameter?
Created: 2 months ago
A
8 syllables
B
10 syllables
C
12 syllables
D
14 syllables
0
Updated: 2 months ago