'Mirabell' is the male protagonist of-
A
As You Like It
B
A Pair of Blue Eyes
C
The Way of the World
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
“Mirabell” হলো William Congreve-এর নাটক The Way of the World এর বিখ্যাত পুরুষ প্রধান চরিত্র।
-
The Way of the World:
-
William Congreve রচিত 5 acts বিশিষ্ট একটি নাটক।
-
প্রথম প্রকাশিত 1700 সালে।
-
এটি Comedy of Manners ধারার নাটক, যা তৎকালীন সমাজব্যবস্থা, রীতিনীতি এবং বিশেষ করে প্রেম ও বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে উপহাসের মাধ্যমে উপস্থাপন করে।
-
কাহিনী কেন্দ্র করে Millamant এবং Mirabell-এর প্রচেষ্টা, Millamant-এর aunt-এর অনুমতি নিয়ে তাদের বিবাহ সম্পন্ন করার জন্য।
-
নাটকে বিভিন্ন ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরসের মাধ্যমে গল্প এগিয়ে চলে।
-
-
Main Characters:
-
Mirabell (male protagonist)
-
Millamant (female protagonist)
-
Fainall, Marwood, Lady Wishfort, Mrs. Arabella Fainall, Petulant ইত্যাদি।
-
-
William Congreve (1670–1729):
-
Restoration Period-এর একজন স্বনামধন্য নাট্যকার।
-
বিশেষভাবে পরিচিত Comedy of Manners-এর জন্য।
-
তার নাটকে চমৎকার comic dialogue, লিঙ্গসংক্রান্ত ব্যঙ্গ ও সমাজের ভণ্ডামি ফুটে ওঠে।
-
-
Famous Plays:
-
Love for Love
-
The Way of the World
-
The Double Dealer
-
The Old Bachelor
-
0
Updated: 1 month ago
The correct antonym of “Bombastic” is -
Created: 1 month ago
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary
0
Updated: 1 month ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 1 month ago
A
Amateur
B
Indispensable
C
Dilapidated
D
None
• All the words are correctly spelled.
• Options:
-
ক) Amateur (Noun)
-
English Meaning: A person who is incompetent or inept at a particular activity
-
Bangla Meaning: শৌখিন চিত্র বা সংগীত বা নাট্যশিল্পী; অপেশাদার ক্রীড়াবিদ
-
-
খ) Indispensable (Adjective)
-
English Meaning: Absolutely necessary
-
Bangla Meaning: অপরিহার্য; অপরিহরণীয়
-
-
গ) Dilapidated (Adjective)
-
English Meaning: (of a building or object) in a state of disrepair or ruin as a result of age or neglect
-
Bangla Meaning: (দালানকোঠা, আসবাব ইত্যাদি সম্পর্কিত) ধ্বংসপ্রাপ্ত; মেরামতহীন; ক্ষয়িত; ধ্বংসস্তূপে পরিণত
-
-
ঘ) Secretariat (Noun)
-
English Meaning: a permanent administrative office or department, especially a governmental one
-
Bangla Meaning: কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়
-
Source:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
0
Updated: 1 month ago
'For God's sake hold your tongue and let me love' - This is taken from -
Created: 2 months ago
A
Romeo and Juliet
B
The Canonization
C
To His Coy Mistress
D
The Love Song of J. Alfred Prufrock
The Canonization (কবিতা)
-
লেখক: John Donne
-
লিখিতকাল: ১৫৯০
-
প্রকাশকাল: ১৬৩৩, Songs and Sonnets প্রথম edition-এ
-
বিষয়বস্তু:
-
কবিতার বক্তা তার প্রেমকে একটি পবিত্র সম্পর্ক হিসেবে উপস্থাপন করতে ধর্মীয় শব্দ ব্যবহার করেন।
-
প্রেমকে একটি elevated bond হিসেবে দেখানো হয়েছে, যা প্রায় Saintliness-এর সমতুল্য।
-
বিখ্যাত উক্তি
-
“For God's sake hold your tongue, and let me love”
-
“As well a well-wrought urn becomes The greatest ashes, as half-acre tombs.”
✦ John Donne (১৫৭২–১৬৩১)
-
পরিচয়: Renaissance যুগের কবি
-
বিশেষত্ব: Metaphysical poetry-এর জনক
-
উপাধি: Father of Metaphysical Poetry
-
পরিচিতি: Poet of Love and Religious
-
প্রভাব: রবীন্দ্রনাথ ঠাকুর Donne-এর কবিতায় অত্যন্ত প্রভাবিত ছিলেন।
✦ বিখ্যাত কবিতা
-
The Good Morrow
-
The Canonization
-
The Flea
-
The Sun Rising
-
A Valediction: Forbidding Mourning
✦ অন্যান্য উল্লেখযোগ্য কবিতা (উল্লেখের জন্য)
-
Romeo and Juliet — William Shakespeare
-
To His Coy Mistress — Andrew Marvell
-
The Love Song of J. Alfred Prufrock — T. S. Eliot
0
Updated: 2 months ago