'Mirabell' is the male protagonist of-
A
As You Like It
B
A Pair of Blue Eyes
C
The Way of the World
D
Pride and Prejudice
উত্তরের বিবরণ
“Mirabell” হলো William Congreve-এর নাটক The Way of the World এর বিখ্যাত পুরুষ প্রধান চরিত্র।
-
The Way of the World:
-
William Congreve রচিত 5 acts বিশিষ্ট একটি নাটক।
-
প্রথম প্রকাশিত 1700 সালে।
-
এটি Comedy of Manners ধারার নাটক, যা তৎকালীন সমাজব্যবস্থা, রীতিনীতি এবং বিশেষ করে প্রেম ও বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে উপহাসের মাধ্যমে উপস্থাপন করে।
-
কাহিনী কেন্দ্র করে Millamant এবং Mirabell-এর প্রচেষ্টা, Millamant-এর aunt-এর অনুমতি নিয়ে তাদের বিবাহ সম্পন্ন করার জন্য।
-
নাটকে বিভিন্ন ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরসের মাধ্যমে গল্প এগিয়ে চলে।
-
-
Main Characters:
-
Mirabell (male protagonist)
-
Millamant (female protagonist)
-
Fainall, Marwood, Lady Wishfort, Mrs. Arabella Fainall, Petulant ইত্যাদি।
-
-
William Congreve (1670–1729):
-
Restoration Period-এর একজন স্বনামধন্য নাট্যকার।
-
বিশেষভাবে পরিচিত Comedy of Manners-এর জন্য।
-
তার নাটকে চমৎকার comic dialogue, লিঙ্গসংক্রান্ত ব্যঙ্গ ও সমাজের ভণ্ডামি ফুটে ওঠে।
-
-
Famous Plays:
-
Love for Love
-
The Way of the World
-
The Double Dealer
-
The Old Bachelor
-
0
Updated: 1 month ago
Functus officio means -
Created: 1 month ago
A
Acting beyond one’s authority
B
Acting in secret
C
High Official
D
No longer holding official authority
“Functus officio” শব্দগুচ্ছের অর্থ এবং ব্যবহার নিম্নরূপ:
-
English Meaning: no longer holding office or having official authority
-
Bangla Meaning: দায়িত্বে নেই / দায়িত্ব থেকে অব্যাহতি প্রাপ্ত
Example Sentence:
Once a court has passed a valid sentence after a lawful hearing, it is functus officio and cannot reopen the case.
Bangla Meaning: আদালত আইনানুগ শুনানির পর রায় দিয়ে দিলে তার দায়িত্ব এখানেই শেষ এবং এই মামলা আর খুলতে পারবে না।
Source:
0
Updated: 1 month ago
What is the meaning of "at random" in the sentence, "He threw the ball at random"?
Created: 1 month ago
A
With great accuracy
B
With careful planning
C
In a specific direction
D
Without any aim or method
At random একটি idiom যার অর্থ হলো কোনো লক্ষ্য বা পদ্ধতি ছাড়া, এলোমেলোভাবে।
-
ইংরেজি অর্থ: Without any aim, without method or conscious decision.
-
বাংলা অর্থ: বেপরোয়া বা এলোমেলো।
-
অন্যান্য বিকল্প:
-
ক) With great accuracy → বিপরীত অর্থ; লক্ষ্যসাধ্যভাবে।
-
খ) With careful planning → এলোমেলো ভাবের সঙ্গে মিল নেই।
-
ঘ) In a specific direction → "At random" মানে কোনো নির্দিষ্ট দিক নয়।
-
-
উদাহরণ বাক্য: He threw the ball at random.
-
বাংলায়: সে এলোমেলোভাবে বলটি ছুড়ে মারলো।
-
সঠিক অর্থ: Without any aim or method.
0
Updated: 1 month ago
Choose the correct one.
Created: 2 months ago
A
I appreciate your helping me with the project.
B
I appreciate your help me with the project.
C
I appreciate you helping me with the project.
D
I appreciate your to helping me with the project.
Rule:
-
Possessive adjective-এর পরে noun বা gerund বসে।
Examples:
-
Take your time. (noun)
-
My father never approved of her marrying a foreigner. (gerund)
-
Formal English:
-
Verbs যেমন appreciate, enjoy, mind, resent ইত্যাদির পর, যদি pronoun gerund (-ing form)-এর আগে আসে, তাহলে pronoun possessive form-এ থাকবে।
-
উদাহরণ: I appreciate your helping me with the project.
-
এখানে helping হলো gerund, এবং pronoun your ঠিকভাবে possessive case-এ আছে।
-
-
Correct Sentence:
👉 I appreciate your helping me with the project.
Option Analysis:
-
I appreciate your help me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসা উচিত, 'help' নয়।
-
-
I appreciate you helping me with the project.
-
formal English-এ your helping (possessive + gerund) গ্রহণযোগ্য।
-
তাই objective + gerund ভুল ধরা হয়েছে।
-
-
I appreciate your to helping me with the project.
-
ভুল, কারণ possessive adjective 'your'-এর পরে gerund বসে, 'to helping' নয়।
-
0
Updated: 2 months ago