A
John Donne
B
John Milton
C
Thomas Gray
D
William Shakespeare
উত্তরের বিবরণ
• “Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by John Milton.
- উক্তিটি তাঁর বিখ্যাত epic poem 'Paradise lost' হতে উধৃত।
• Paradise Lost (1667):
- John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost is to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
• Important characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Other notable quotations of John Milton:
- Better to reign in Hell than serve in Heaven. (Paradise lost)
- Childhood shows the man, as morning shows the days. ( Paradise regained)
- Death is the golden key that opens the place of eternity.( Paradise lost)
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.
• Notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).

0
Updated: 14 hours ago
Who wrote The Lake Isle of Innisfree?
Created: 4 weeks ago
A
William Butler Yeats
B
Lord Byron
C
Robert Frost
D
T. S. Eliot
ব্যাখ্যা:
The Lake Isle of Innisfree:
-
রচনা করেছেন William Butler Yeats।
-
কবিতার মোট ১২ লাইন।
-
Innisfree হলো আয়ারল্যান্ডের একটি শান্তিপূর্ণ, নৈসর্গিক উপত্যকা।
-
কবি শহরের কোলাহল ও ক্লান্তি থেকে পালিয়ে গ্রামের শান্ত পরিবেশে যাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন।
W. B. Yeats:
-
জন্ম: 1865, মৃত্যু: 1939
-
একজন Irish poet এবং নাট্যকার।
-
১৯২৩ সালে প্রথম আয়ারিশ হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Ireland-এর National Poet হিসেবে খ্যাত।
-
সাহিত্যকর্মে আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতির প্রভাব স্পষ্ট।
-
Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
Major Poems:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1919
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
Major Plays:
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
Source: Britannica

0
Updated: 4 weeks ago
In which poem does the heroine character 'Belinda' appear?
Created: 15 hours ago
A
Queen Mab
B
The Rape of the Lock
C
Volpone
D
The Solitary Reaper
Belinda হলো কবিতা The Rape of the Lock-এর প্রধান নারী চরিত্র। কবিতাটি ছোট সামাজিক দ্বন্দ্বকে কেন্দ্র করে আবর্তিত, যেখানে হাস্যরসের মাধ্যমে অভিজাত সমাজের অতিরিক্ত গৌরব ও আড়ম্বরকে ব্যঙ্গ করা হয়েছে।
-
The Rape of the Lock রচয়িতা Alexander Pope।
-
এর প্রথম সংস্করণ ১৭১২ সালে প্রকাশিত হয়, যা দুটি canto নিয়ে গঠিত।
-
চূড়ান্ত সংস্করণ ১৭১৪ সালে প্রকাশিত হয় এবং এতে পাঁচটি canto অন্তর্ভুক্ত করা হয়।
মূল উপজীব্য
-
কবিতার কাহিনী ঘিরে ছোট সামাজিক দ্বন্দ্ব। Baron নামের এক যুবক Belinda-এর চুলের একটি লক চুরি করেন, যা বড় কেলেঙ্কারি সৃষ্টি করে।
-
ঘটনাটি হাস্যরসপূর্ণভাবে মহাকাব্যিক আকারে উপস্থাপন করা হয়েছে, যেন এটি হোমারের Iliad-এর মতো নায়কীয় যুদ্ধ।
-
শেষ পর্যন্ত চুলটি আকাশে উড়ে যায়, যা কবির ব্যঙ্গাত্মক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।
-
কবি Alexander Pope অভিজাত সমাজের গৌরববোধ, আড়ম্বর এবং ব্যর্থতা সূক্ষ্মভাবে ব্যঙ্গ করেছেন। এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গকাব্য।
Important Characters
-
Baron
-
Belinda
-
Ariel
-
Clarissa
-
Umbriel
Alexander Pope (1688–1744)
-
তিনি The Augustan Age-এর সবচেয়ে বিখ্যাত কবি।
-
এই যুগকে প্রায়ই Age of Pope বলা হয়, কারণ Pope তার সাহিত্যিক দক্ষতার মাধ্যমে এই যুগে প্রভাব বিস্তার করেছিলেন।
-
তিনি একজন Mock Heroic Poet হিসাবেও পরিচিত।
His Notable Poems
-
An Essay on Man
-
The Dunciad
-
An Essay on Criticism
-
The Imitation of Horace
-
Epistle to Dr. Arbuthnot

0
Updated: 15 hours ago
Lord Byron is a -
Created: 4 weeks ago
A
Victorian poet
B
Romantic poet
C
Modern Poet
D
Neoclassical poet
Lord Byron (পূর্ণ নাম: George Gordon Byron) ছিলেন ইংরেজ সাহিত্যের একজন প্রখ্যাত Romantic poet.
• Lord Byron :
- Lord Byron রোমান্টিক যুগের কবি ছিলেন।
- তিনি 'Rebel Poet' নামে পরিচিত।
- তার পুরো নাম George Gordon Byron.
- তার কন্যা Lady Ada Augusta (প্রথম কম্পিউটার প্রোগ্রামার)।
- তার বিখ্যাত epic (মহাকাব্য) হচ্ছে Don Juan.
• His famous works:
- The Vision of Judgment.
- Hours of Idleness (collection of poems).
- Heaven and Earth.
- The Bride of Abydos.
- The Corsair.
- The Prisoner of Chillon.
- The Two Foscar.

0
Updated: 4 weeks ago