A
Heaven and Earth
B
Paradise Regained
C
Paradise Lost
D
Utopia
উত্তরের বিবরণ
“Raphael and Michael” হলো John Milton-এর Paradise Lost এর বিখ্যাত চরিত্র।
-
Paradise Lost:
-
এটি Milton-এর মহাকাব্য, প্রথম প্রকাশিত 1667 সালে।
-
লেখা হয়েছে blank verse-এ, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দে।
-
কাব্যটি আদম ও হাওয়ার পাপের কাহিনী বর্ণনা করে, যা মানবজাতির পতনের কারণ হিসেবে দেখা হয়।
-
Milton শয়তানকে জটিল চরিত্র হিসেবে উপস্থাপন করেছেন, যা পরে রোমান্টিক কবিদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
-
কবিতাটি ধর্ম, নৈতিকতা এবং মানবজীবনের বৃহত্তর দার্শনিক বিষয় নিয়ে আলোচনা করে।
-
-
Main Characters:
-
Adam, Eve, Satan, Beelzebub, Raphael, Michael, Mamoon, Belial, Gabriel, ইত্যাদি।
-
-
John Milton (1608–1674):
-
একজন English poet, pamphleteer এবং historian।
-
Shakespeare-এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে গণ্য।
-
প্রধান কাব্য: Paradise Lost, Paradise Regained, Lycidas।
-
অন্যান্য উল্লেখযোগ্য কাজ: On Shakespeare, Of Education, Areopagitica।
-
-
Significance:
-
Paradise Lost আধুনিক ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক।
-
ঈশ্বর, মানবতা এবং পাপের চিত্রায়নে গভীর ভাবনার উদ্রেক করে।
-

0
Updated: 14 hours ago
'All the perfumes of Arabia will not sweeten this little hand' - Who said this?
Created: 6 days ago
A
Macbeth
B
Lady Macbeth
C
Lady Macduff
D
Macduff
‘All the perfumes of Arabia will not sweeten this little hand’ – Macbeth
-
এই উক্তিটি Shakespeare-এর নাটক Macbeth থেকে নেওয়া।
-
Lady Macbeth Act V, Scene 1-এ এই শব্দগুলো বলেন, যখন তিনি অপরাধবোধে ভেঙে পড়েছেন।
Macbeth
Macbeth হল William Shakespeare-এর একটি বিখ্যাত tragedy।
-
নাটকটি মূলত একজন স্কটিশ সাধারণের, Macbeth-এর পতনের কাহিনী বলে।
-
এটি প্রায় 1607 সালে লেখা হয় এবং 1623 সালে প্রকাশিত হয়।
-
Macbeth ছিল স্কটল্যান্ডের রাজা Duncan-এর বিশ্বস্ত general।
-
নাটকে তিনজন ডাইনী তার সাথে দেখা করে এবং বলে যে সে ভবিষ্যতে Scotland-এর রাজা হবে।
-
Lady Macbeth-এর উৎসাহে সে রাজাকে হত্যা করে, নতুন রাজা হয় এবং অতিরিক্ত সন্দেহ ও আতঙ্কের কারণে আরও অনেক হত্যাকাণ্ড ঘটায়।
-
অবশেষে, নাগরিক যুদ্ধের মাধ্যমে তাকে উৎখাত করা হয়।
নাটকের মূল বিষয়বস্তু
-
মূল ঘটনা হলো King Duncan-এর হত্যা এবং তার ফলস্বরূপ ঘটে যাওয়া ঘটনা।
-
এটি Shakespeare-এর সবচেয়ে ছোট tragedy এবং Macbeth হলো প্রধান চরিত্র।
-
তাকে প্রায়ই tragic hero হিসেবে উল্লেখ করা হয়।
Macbeth-এর কিছু প্রসিদ্ধ উক্তি:
-
“Fair is foul, and foul is fair.”
-
“All the perfumes of Arabia will not sweeten this little hand.”
-
“What's done cannot be undone.”
-
“Life is but a walking shadow, a poor player.”
-
“Is this a dagger which I see before me, the handle toward my hand?”
-
“Look like an innocent flower, but be the serpent under it.”
-
“Double, double toil and trouble; Fire burn and caldron bubble.”
William Shakespeare
-
জন্ম: 23 এপ্রিল 1564, Stratford-upon-Avon
-
মৃত্যু: 23 এপ্রিল 1616
-
তিনি ছিলেন English কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
ইংরেজি সাহিত্যে তাকে বলা হয় “English national poet”, “Bard of Avon” বা “Swan of Avon”।
-
তিনি মোট 37টি নাটক এবং 154টি sonnet লিখেছেন।

0
Updated: 6 days ago
'Man and Superman' is written by:
Created: 1 month ago
A
George Bernard Shaw
B
Samuel Beckett
C
Oscar Wilde
D
Bertrand Russell
‘Man and Superman’ নাটকটির লেখক হলেন জর্জ বার্নার্ড শ (George Bernard Shaw)।
সংক্ষিপ্ত বিবরণ:
-
প্রকাশিত: ১৯০৩
-
ধরণ: Philosophical Comedy / Drama
-
বিষয়বস্তু: মানবজীবনের উদ্দেশ্য, বিবর্তন, প্রেম, বিবাহ এবং সামাজিক বাধা; মানুষের উচ্চতর আদর্শ ও নৈতিকতা
-
বিখ্যাত অংশ: Don Juan in Hell — যেখানে Shaw আত্মা, নরক ও সমাজনীতি নিয়ে দার্শনিক ভাবনা তুলে ধরেছেন
George Bernard Shaw (1856–1950):
-
Irish playwright, critic, এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ
-
সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত (১৯২৫)
-
নাটকগুলোতে সামাজিক অবিচার, রাজনীতি ও ধর্মীয় দ্বন্দ্বের সমালোচনা স্পষ্টভাবে লক্ষ্য করা যায়
বিখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Saint Joan
-
Major Barbara
-
Arms and the Man
উত্তর: George Bernard Shaw

0
Updated: 1 month ago
Which kind of literary work is Harold Pinter's "The Birthday Party"?
Created: 6 days ago
A
Novel
B
Play
C
Short story
D
Poem
The Birthday Party
-
Renaissance: Harold Pinter-এর লেখা একটি play।
-
Genre: Comedy of Menace।
-
Significance: এটি Pinter-এর প্রথম full-length play যা তার trademark “comedy of menace” সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
কাহিনী ও প্রধান চরিত্র:
-
Stanley: মূল চরিত্র, একটি সস্তা এবং অপরিচ্ছন্ন পরিবেশে ভাড়া থাকে।
-
Stanley সারাক্ষণ আতঙ্কে ভোগে এবং বিশ্বাস করে যে Goldberg ও McCann নামের দুইজন অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে।
-
বাড়িওয়ালা মহিলা তার জন্মদিনে একটি পার্টি আয়োজন করে।
-
নাটকটি মূলত Stanley-এর মানসিক অবস্থা ও তার আতঙ্কের ওপর ভিত্তি করে এগিয়ে চলে।
Harold Pinter
-
ইংরেজি নাট্যকার, বিশ্বখ্যাত post-World War II dramatist।
-
উল্লেখযোগ্য নাটক:
-
Moonlight
-
The Birthday Party
-
The Caretaker
-
The Dumb Waiter
-
The Homecoming
-
অন্যান্য নাট্যকার ও নাটক (উল্লেখযোগ্য):
-
T.S. Eliot: The Cocktail Party
-
K. Mansfield: The Garden Party
-
Harold Pinter: The Birthday Party
Source: Britannica, Live MCQ Lecture

0
Updated: 6 days ago