“Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by-
A
John Donne
B
John Milton
C
Thomas Gray
D
William Shakespeare
উত্তরের বিবরণ
• “Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by John Milton.
- উক্তিটি তাঁর বিখ্যাত epic poem 'Paradise lost' হতে উধৃত।
• Paradise Lost (1667):
- John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost is to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
• Important characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Other notable quotations of John Milton:
- Better to reign in Hell than serve in Heaven. (Paradise lost)
- Childhood shows the man, as morning shows the days. ( Paradise regained)
- Death is the golden key that opens the place of eternity.( Paradise lost)
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.
• Notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).
0
Updated: 1 month ago
At least one of the players _____ a goal in every match.
Created: 1 month ago
A
are scoring
B
scores
C
have scored
D
score
Complete sentence:
At least one of the players scores a goal in every match.
নিয়ম:
-
One of, Any of, Each of, Either of, Neither of যখন বাক্যের subject হিসেবে ব্যবহৃত হয়, তখন verb singular হয়।
-
কাঠামো: One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular) + …
-
মূলত, One of the দ্বারা অনেকের মধ্যে একজনকে বোঝায়।
বাক্যে প্রয়োগ:
-
উদাহরণ: At least one of the players scores a goal in every match.
-
এখানে one of the পরবর্তী plural noun হলো players, কিন্তু verb singular scores।
অন্য উদাহরণ:
-
At least one of the team members completes the task on time.
-
At least one of the candidates passes the exam with flying colors.
উৎস:
0
Updated: 1 month ago
Who wrote the novella 'Seize the Day'?
Created: 1 month ago
A
John Steinbeck
B
Toni Morrison
C
Chinua Achebe
D
Saul Bellow
Seize the Day
-
লেখক: Saul Bellow
-
ধরন: Novella
-
প্রকাশ: 1956
-
গল্পের সংক্ষিপ্ত বিবরণ:
-
কাহিনী কেন্দ্রিত Tommy Wilhelm-এর জীবনের একদিনের ওপর।
-
Tommy মধ্যম স্তরের চাকরিজীবী থেকে পতিত হয়ে বেকারত্ব, বিবাহবিচ্ছেদ এবং হতাশার মধ্যে পড়ে।
-
গল্পটি মানুষের পার্থিব সাফল্যের প্রতি দ্ব্যর্থক মনোভাব ও নায়কের জীবন সংগ্রামের যাত্রাকে তুলে ধরে।
-
Saul Bellow
-
জাতীয়তা: American
-
পেশা: Novelist
-
পুরস্কার ও সম্মাননা:
-
Nobel Prize (1976)
-
Pulitzer Prize (1976)
-
-
বিখ্যাত রচনাসমূহ:
-
Seize the Day
-
The Adventure of Augie March
-
Herzog
-
Dangling Man
-
Henderson the Rain King
-
The Victim
-
Source: Britannica
0
Updated: 1 month ago
What is The Rape of the Lock about?
Created: 2 months ago
A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।
0
Updated: 2 months ago