“Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by-
A
John Donne
B
John Milton
C
Thomas Gray
D
William Shakespeare
উত্তরের বিবরণ
• “Death is the golden key that opens the place of eternity” is a famous quotation by John Milton.
- উক্তিটি তাঁর বিখ্যাত epic poem 'Paradise lost' হতে উধৃত।
• Paradise Lost (1667):
- John Milton রচিত একটি epic.
- The theme of Paradise Lost is to Justify the ways of God to men.
- তার লেখা Paradise lost কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।
• Important characters:
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.
• John Milton (1608-1674):
- He was born in London, England in 1608.
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- মূলত: কবি হিসেবে প্রসিদ্ধ হলেও মিল্টন কিছু উচ্চমানের রাজনৈতিক প্রবন্ধও লিখেছিলেন।
- তাকে বলা হয় the Epic Poet. এছাড়া great master of Blank Verse ও বলা হয়।
• Other notable quotations of John Milton:
- Better to reign in Hell than serve in Heaven. (Paradise lost)
- Childhood shows the man, as morning shows the days. ( Paradise regained)
- Death is the golden key that opens the place of eternity.( Paradise lost)
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.
• Notable works:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem).
0
Updated: 1 month ago
Who is the author of novel 'David Copperfield'?
Created: 1 month ago
A
W.B Yeats
B
G.B Shaw
C
Charles Dickens
D
Thomas Hardy
David Copperfield
-
এটি Charles Dickens রচিত একটি উপন্যাস।
-
পুরো নাম: The Personal History of David Copperfield।
-
প্রকাশিত হয় ১৮৫০ সালে।
-
Dickens এটিকে তার “favorite child” বা প্রিয় উপন্যাস হিসেবে উল্লেখ করতেন।
-
এটি semi-autobiographical, অর্থাৎ লেখকের নিজের জীবন থেকে অনুপ্রাণিত।
-
কাহিনী রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিককে প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করেছে।
Short Summary:
-
মাঝবয়সী David Copperfield তার অতীত জীবন স্মৃতিচারণ করেন।
-
জন্মের আগে তার বাবা মারা যান। মা Mrs. Clara Copperfield পুনর্বিবাহ করেন।
-
David আট বছর বয়সে Salem House নামের বোর্ডিং স্কুলে ভর্তি হন।
-
তার নিকটতম সাপোর্ট সিস্টেম ছিল Peggotty, গৃহপরিচারিকা।
-
বোর্ডিং স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধু হন Tommy Traddles এবং Steerforth।
-
Peggotty এর বাড়িতে কাটানো সময় তার জীবনের উল্লেখযোগ্য সুখকর সময় হিসেবে চিহ্নিত।
Charles Dickens (1812–1870)
-
একজন ব্রিটিশ ঔপন্যাসিক, যাকে Victorian যুগের সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়।
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Source:
0
Updated: 1 month ago
The poem suggests that as we get older, we become more entangled in...
Created: 3 weeks ago
A
knitting projects
B
worldly and material concerns
C
exciting adventures
D
philosophical debates
কবিতায় জীবনের এক দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যেখানে শৈশবকে দেখা হয়েছে আধ্যাত্মিক নিষ্পাপতা এবং ঈশ্বরীয় সান্নিধ্যের সময় হিসেবে। আত্মা যখন সদ্য ঈশ্বর থেকে এসেছে, তখনও তা “trailing clouds of glory” দ্বারা পরিবেষ্টিত থাকে। এই কারণে শিশুর চোখে প্রকৃতি এক রহস্যময় ও স্বর্গীয় আলোয় ভরা মনে হয়, যেখানে গভীর সৌন্দর্য উপলব্ধি করা যায়। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই আধ্যাত্মিক দৃষ্টি ক্ষীণ হয়ে যায়।
প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের পর মানুষের উপর “custom lie upon thee with a weight”, অর্থাৎ সামাজিক রীতি-নীতি, সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা এবং দৈনন্দিন জীবনের একঘেয়ে রুটিনের চাপ এসে পড়ে। ফলস্বরূপ, শিশুর সেই দিব্য কল্পনাশক্তি ও আধ্যাত্মিক সংযোগ ধীরে ধীরে নিঃশেষিত হয়ে যায় এবং তার জায়গা নেয় প্রাপ্তবয়স্কের অনুকরণ ও পার্থিব চিন্তায় নিমগ্নতা। এভাবেই প্রকৃতির মধ্যে ঈশ্বরীয় উপস্থিতি অনুভব করার ক্ষমতা হারিয়ে যায়, যা কবিতার শুরুতে গভীর শোক ও বিষণ্নতার রূপে প্রতিফলিত হয়েছে।
-
শৈশবকে ঈশ্বরের নিকটতম সময় হিসেবে চিত্রিত করা হয়েছে, যেখানে আত্মা এখনও স্বর্গীয় আলোয় আবৃত।
-
শিশুর দৃষ্টিভঙ্গি প্রকৃতিকে রহস্যময় ও আধ্যাত্মিক আভায় পূর্ণ করে তোলে।
-
বয়স বাড়ার সাথে সাথে পৃথিবীর দায়িত্ব, রীতি-নীতি ও বস্তুগত আকাঙ্ক্ষা সেই দৃষ্টি আচ্ছন্ন করে ফেলে।
-
“Light of common day” প্রাপ্তবয়স্ক জীবনের বাস্তব ও নিস্তেজ অভিজ্ঞতার প্রতীক।
-
শৈশবের কল্পনা ও আধ্যাত্মিক সংযোগের জায়গা নেয় অনুকরণভিত্তিক ভূমিকা ও পার্থিব ব্যস্ততা।
-
এই প্রক্রিয়াই কবির মনে ক্ষতি ও বিষণ্নতার বোধ তৈরি করে, যা কবিতার প্রারম্ভিক অংশে স্পষ্টভাবে প্রকাশিত।
0
Updated: 3 weeks ago
Vanity Fair is a/an -
Created: 1 month ago
A
novel
B
play
C
poem
D
short story
Vanity Fair হলো William Makepeace Thackeray রচিত একটি উপন্যাস, যা Victorian Period-এর সাহিত্যের গুরুত্বপূর্ণ রচনা। এটি ১৮৪৭ থেকে ১৮৪৮ সালের মধ্যে monthly installments আকারে প্রকাশিত হয় এবং পরবর্তীতে ১৮৪৮ সালে বই আকারে প্রকাশিত হয়। Thackeray-এর পূর্বের সমস্ত সাহিত্য কাজ ছদ্মনাম বা unsigned প্রকাশিত হলেও, Vanity Fair তার নিজ নামে প্রকাশিত প্রথম লেখা।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: Becky Sharp, একজন কিশোরী মেয়ে।
William Makepeace Thackeray:
-
একজন Indian-born British novelist এবং Victorian Period-এর উল্লেখযোগ্য ঔপন্যাসিক।
-
তিনি The Cornhill Magazine-এর প্রতিষ্ঠাতা।
উল্লেখযোগ্য সাহিত্যকর্মসমূহ:
-
Vanity Fair
-
Barry Lyndon
-
The Rose and the Ring
-
The Virginians: A Tale of the Last Century
-
Catherine: A Story
-
The Newcomers
-
The Virginians
উৎস:
0
Updated: 1 month ago