A
Simile
B
Hyperbole
C
Literal statement
D
Irony
উত্তরের বিবরণ
“Brutus is an honourable man” (Shakespeare’s Julius Caesar) হলো Irony এর একটি উদাহরণ।
-
Irony (বিদ্রূপ):
-
এটি ঘটে যখন একই পরিস্থিতি, ঘটনা, বাক্য বা উক্তির মধ্যে দুইটি বিপরীত অর্থ প্রকাশ পায়।
-
অনেক ক্ষেত্রে এটি প্রত্যাশা এবং বাস্তবতার পার্থক্য নির্দেশ করে।
-
বক্তৃতা জোরালো করার জন্য বা বিদ্রূপ প্রকাশ করতে বলা হয় এমন কিছু যা প্রকৃতপক্ষে বিপরীত অর্থ বহন করে।
-
উদাহরণ: Brutus প্রকৃতপক্ষে হত্যা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাই “honourable” বলা হলো বিদ্রূপ।
-
-
Other Figures of Speech for Comparison:
-
Simile (উপমা):
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, সাধারণত as বা like ব্যবহার করে।
-
উদাহরণ: She is as innocent as a lamb.
-
-
Hyperbole (অতিশয়োক্তি):
-
কোনো কিছুকে অত্যধিক বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা।
-
উদাহরণ: "Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
-
-
Literal Statement (আক্ষরিক বক্তব্য):
-
বাক্য যা ঠিক যেমন লেখা হয়েছে, তা অর্থ প্রকাশ করে, কোনো অঙ্গীকার বা গোপন অর্থ নেই।
-
উদাহরণ: “The sky is blue.”
-
-

0
Updated: 14 hours ago
The complex form of the sentence:
Because of the rain, we canceled the tour.
Created: 2 weeks ago
A
Although it was raining, we canceled the tour.
B
Since it was raining, we canceled the tour.
C
Since it was raining, we should cancel the tour.
D
As it is raining, we canceled the tour.
Converting Simple Sentence with "Because of" to Complex Sentence
• Example:
-
Simple: Because of the rain, we canceled the tour.
-
Complex: Since it was raining, we canceled the tour.
• Rule / নিয়ম:
-
Since/As দিয়ে শুরু করতে হবে।
-
Subject বসাতে হবে।
-
Verb বসবে tense অনুযায়ী।
-
Adjective/Noun বসাতে হবে (যদি থাকে)।
-
Comma বসাতে হবে।
-
এরপর অপর বাক্যটি বসাতে হবে।
• More Examples:
-
Simple: Because of his hard work, he passed the exam.
-
Complex: Since he worked hard, he passed the exam.

0
Updated: 2 weeks ago
What is Blank verse in literature?
Created: 15 hours ago
A
Unrhymed iambic pentameter verse
B
Verse without any blanks
C
Prose without any poetic elements
D
Verses with double couplet
Blank verse হলো Unrhymed iambic pentameter verse। এটি ইংরেজি সাহিত্যে বহুল ব্যবহৃত এক ধরণের ছন্দ, যেখানে অন্তমিল নেই, তবে নিয়মিত ছন্দবিন্যাস বজায় থাকে।
-
সাহিত্যে Blank Verse হলো এমন এক প্রকার ছন্দ, যেখানে কোনো শব্দের শেষে মিল পাওয়া যায় না, অর্থাৎ এটি unrhymed iambic pentameter।
-
বাংলায় একে অমিত্রাক্ষার ছন্দ বলা হয়।
-
এই ছন্দে কবিতার পঙক্তির শেষে কোনো মিল না থাকলেও তাতে iambic pentameter ব্যবহৃত হয়।
-
একটি iambic pentameter line-এ থাকে পাঁচটি iambic feet। প্রতিটি iamb হলো দুই অক্ষরের একটি ছন্দমাত্রা, যেখানে প্রথমটি অপ্রধান (unstressed) এবং দ্বিতীয়টি প্রধান (stressed)।
-
Blank verse-এর লাইনের শেষ শব্দ কোনো পরবর্তী লাইনের শেষ শব্দের সাথে মিলে যায় না।
-
এই ধরনের ছন্দ অনেক সময় normal speech বা স্বাভাবিক কথোপকথনের মতো শোনায়, তাই নাটক ও দীর্ঘ কবিতায় এটি বহুল ব্যবহৃত হয়েছে।
Example
-
John Milton-এর Paradise Lost একটি বিখ্যাত মহাকাব্য, যা blank verse-এ রচিত।

0
Updated: 15 hours ago
The Pilgrim's Progress is written by -
Created: 6 days ago
A
Samuel Butler
B
William Congreve
C
John Bunyan
D
Alexander Pope
The Pilgrim's Progress
-
রচনা: John Bunyan, 1678
-
ধরন: Religious allegory prose
-
সময়কাল: Neoclassical Period
-
বিষয়: জীবনের ধ্বংস ও নৈতিক যাত্রার প্রতীকী কাহিনি, Puritan religious outlook প্রকাশ
-
জনপ্রিয়তা: বাইবেলের পর জনপ্রিয়তম Christian allegory
John Bunyan
-
জন্ম: 1628
-
Restoration period-এর English minister, preacher, author
Notable Works
-
The Pilgrim’s Progress, Grace Abounding, The Holy War, The Life and Death of Mr. Badman

0
Updated: 6 days ago