The statement “Brutus is an honourable man” in Shakespeare’s Julius Caesar is an example of:
A
Simile
B
Hyperbole
C
Literal statement
D
Irony
উত্তরের বিবরণ
“Brutus is an honourable man” (Shakespeare’s Julius Caesar) হলো Irony এর একটি উদাহরণ।
-
Irony (বিদ্রূপ):
-
এটি ঘটে যখন একই পরিস্থিতি, ঘটনা, বাক্য বা উক্তির মধ্যে দুইটি বিপরীত অর্থ প্রকাশ পায়।
-
অনেক ক্ষেত্রে এটি প্রত্যাশা এবং বাস্তবতার পার্থক্য নির্দেশ করে।
-
বক্তৃতা জোরালো করার জন্য বা বিদ্রূপ প্রকাশ করতে বলা হয় এমন কিছু যা প্রকৃতপক্ষে বিপরীত অর্থ বহন করে।
-
উদাহরণ: Brutus প্রকৃতপক্ষে হত্যা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, তাই “honourable” বলা হলো বিদ্রূপ।
-
-
Other Figures of Speech for Comparison:
-
Simile (উপমা):
-
দুটি ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা, সাধারণত as বা like ব্যবহার করে।
-
উদাহরণ: She is as innocent as a lamb.
-
-
Hyperbole (অতিশয়োক্তি):
-
কোনো কিছুকে অত্যধিক বা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা।
-
উদাহরণ: "Ten thousand saw I at a glance" (Wordsworth: Daffodils).
-
-
Literal Statement (আক্ষরিক বক্তব্য):
-
বাক্য যা ঠিক যেমন লেখা হয়েছে, তা অর্থ প্রকাশ করে, কোনো অঙ্গীকার বা গোপন অর্থ নেই।
-
উদাহরণ: “The sky is blue.”
-
-
0
Updated: 1 month ago
The play 'The Alchemist' was written by-
Created: 1 month ago
A
Ben Jonson
B
Jeremy Taylor
C
George Herbert
D
Sir John Suckling
The Alchemist – Play by Ben Jonson
১. About the Play
-
Title: The Alchemist
-
Author: Ben Jonson
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date of Publication: 1612
-
Plot Overview:
-
নাটকটি revolves around Lovewit, যিনি তার লন্ডনের বাড়ির দায়িত্ব দেয় তার চতুর চাকর Face-এর হাতে।
-
নাটকটি হাস্যরসাত্মক উপায়ে লোভ, প্রতারণা ও মানুষের দুর্বলতা তুলে ধরে।
-
২. About Ben Jonson
-
English writer, Stuart dramatist, lyric poet, এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
-
Jonson-এর নাটকগুলোতে চরিত্রগুলোর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য (humours) বিশেষভাবে ফুটে ওঠে।
৩. Notable Plays by Ben Jonson
-
Every Man in His Humour (1598)
-
Volpone (1605)
-
Epicoene; or, The Silent Woman (1609)
-
The Alchemist (1610)
-
Bartholomew Fair (1614)
৪. Important Note
-
এটি Ben Jonson-এর নাটক, পৌলো কোয়েলোর 1988 সালের উপন্যাস "The Alchemist" এর সঙ্গে সংযোগ নেই।
0
Updated: 1 month ago
Who is the author of novel 'David Copperfield'?
Created: 1 month ago
A
W.B Yeats
B
G.B Shaw
C
Charles Dickens
D
Thomas Hardy
David Copperfield
-
এটি Charles Dickens রচিত একটি উপন্যাস।
-
পুরো নাম: The Personal History of David Copperfield।
-
প্রকাশিত হয় ১৮৫০ সালে।
-
Dickens এটিকে তার “favorite child” বা প্রিয় উপন্যাস হিসেবে উল্লেখ করতেন।
-
এটি semi-autobiographical, অর্থাৎ লেখকের নিজের জীবন থেকে অনুপ্রাণিত।
-
কাহিনী রাণী ভিক্টোরিয়ার শাসনামলের প্রথম দিককে প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করেছে।
Short Summary:
-
মাঝবয়সী David Copperfield তার অতীত জীবন স্মৃতিচারণ করেন।
-
জন্মের আগে তার বাবা মারা যান। মা Mrs. Clara Copperfield পুনর্বিবাহ করেন।
-
David আট বছর বয়সে Salem House নামের বোর্ডিং স্কুলে ভর্তি হন।
-
তার নিকটতম সাপোর্ট সিস্টেম ছিল Peggotty, গৃহপরিচারিকা।
-
বোর্ডিং স্কুলে তার ঘনিষ্ঠ বন্ধু হন Tommy Traddles এবং Steerforth।
-
Peggotty এর বাড়িতে কাটানো সময় তার জীবনের উল্লেখযোগ্য সুখকর সময় হিসেবে চিহ্নিত।
Charles Dickens (1812–1870)
-
একজন ব্রিটিশ ঔপন্যাসিক, যাকে Victorian যুগের সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়।
Best Works (Novels):
-
A Christmas Carol
-
David Copperfield
-
Bleak House
-
A Tale of Two Cities
-
Great Expectations
-
Our Mutual Friend
-
Hard Times
-
The Pickwick Papers
Source:
0
Updated: 1 month ago
Which period is "William Wordsworth" associated with?
Created: 1 month ago
A
Neoclassical Period
B
Romantic Period
C
Victorian Period
D
Modern Period
সঠিক উত্তর হলো Romantic Period।
-
William Wordsworth
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত, যা তার কবিতায় প্রকাশ পেয়েছে
-
তার কিছু উল্লেখযোগ্য কাজ: London 1802 এবং ট্র্যাজেডি The Borderers, যেখানে French Revolution-এর প্রভাব লক্ষ্য করা যায়
-
তাকে বলা হয় The Father of the Romantic Age
-
A Preface to Lyrical Ballads (Samuel Taylor Coleridge-এর সঙ্গে যৌথ প্রকাশনা) ইংরেজি সাহিত্যে Romantic যুগের সূচনা করে
-
Lake Poet নামে পরিচিত, কারণ তার বাল্যকাল কেটেছে England-এর Lake District এলাকায়
-
১৮৪৩ সালে Poet Laureate হিসেবে সম্মানিত হন
-
-
Notable Works:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow
-
Lucy poems, ইত্যাদি
-
-
উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
-
0
Updated: 1 month ago