A
Matthew Arnold
B
Thomas Hardy
C
Henry Fielding
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
**Clym Yeobright** হলো Thomas Hardy-এর উপন্যাস **The Return of the Native**-এর একটি প্রধান চরিত্র।
* **The Return of the Native**
* ইংরেজ লেখক **Thomas Hardy**-এর রচিত এবং প্রকাশিত ১৮৭৮ সালে।
* উপন্যাসের পটভূমি: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক **Egdon Heath**।
* কাহিনীতে Hardy **নিয়তির নির্মমতা** এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন।
* **Summary**
* **Clym Yeobright** প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষে জন্মভূমি **Egdon Heath**-এ ফিরে আসেন।
* তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে ইচ্ছুক।
* তার স্ত্রী **Eustacia Vye** শহুরে জীবনের আকাঙ্ক্ষায় Egdon Heath-এ বসবাস করছেন।
* ইউস্টেসিয়ার **Damon Wildeve**-র সঙ্গে সম্পর্ক পরবর্তীতে জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
* শেষ পর্যন্ত **Eustacia** এবং **Damon** উভয়ই দুঃখজনক পরিণতির মুখোমুখি হন।
* **Main Characters**
* Clym Yeobright
* Eustacia Vye
* Thomasin Yeobright
* Damon Wildeve
* Mrs. Yeobright
* Diggory Venn
* **Thomas Hardy (1840–1928)**
* ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
* ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক।
* বাস্তববাদ (**Realism**) এবং প্রকৃতিবাদ (**Naturalism**) সাহিত্যের অনুসারী।
* উপন্যাসে গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
* নির্দিষ্ট অঞ্চলের প্রেক্ষাপটে কাজ করার কারণে তিনি **regional novelist** এবং কবি হিসেবেও পরিচিত।
* **Famous Novels**
* *Tess of the d'Urbervilles*
* *Far from the Madding Crowd*
* *The Return of the Native*
* *A Pair of Blue Eyes*
* *The Poor Man and the Lady*
* *The Woodlanders*
* *The Mayor of Casterbridge*
* *The Well-Beloved*
* *Jude the Obscure*

0
Updated: 14 hours ago
They suffered much _____ tornado had hit their village.
Created: 6 days ago
A
as if
B
since
C
until
D
let alone
→ [31st BCS Preli]
অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ:
ক) as if: যেন।
খ) since: (সময়) তারপর; তারপর থেকে; ইতিপূর্বে; ইতিমধ্যে; তখন থেকে।
গ) until: পর্যন্ত; যে পর্যন্ত না।
ঘ) let alone: দূরে থাক; চিন্তাই করা যায় না এমন।
অপশনগুলোর অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, শূন্যস্থানে "since" শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete sentence: They suffered much since the tornado had hit their village.
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 6 days ago
A famous character, 'Shylock' appeared in-
Created: 14 hours ago
A
Much Ado About Nothing
B
The Tempest
C
The Jew of Malta
D
The Merchant of Venice
Shylock and The Merchant of Venice
-
Famous Character:
Shylock – a Jewish moneylender, is a central character in William Shakespeare’s play The Merchant of Venice. -
The Merchant of Venice:
-
Genre: Comedy (Tragi-comedy)
-
Written: 1596–1597
-
First Published: 1600 (Quarto edition)
-
Plot: Focuses on the contract between Antonio, a Venetian merchant, and Shylock, the Jewish moneylender, and its consequences. The play explores themes of mercy, justice, revenge, and the complexities of human relationships.
-
-
Important Characters:
-
Antonio (merchant)
-
Shylock (Jewish moneylender)
-
Portia (heroine)
-
Bassanio
-
Jessica (Shylock’s daughter)
-
Gratiano
-
Prince of Morocco
-
Salarino
-
-
Famous Quotations from the Play:
-
“All that glisters is not gold.”
-
“The devil can cite Scripture for his purpose.”
-
“It is a wise father that knows his own child.”
-
“Love is blind, and lovers cannot see the pretty follies that themselves commit.”
-
-
William Shakespeare (1564–1616):
-
Birthplace: Stratford-upon-Avon, England → called Bard of Avon or Swan of Avon.
-
Renowned as English national poet, dramatist, and actor.
-
Wrote 154 sonnets and 37 plays.
-
Co-founded the Globe Theatre in London in 1599.
-
-
Notable Comedies/Tragi-comedies by Shakespeare:
-
All’s Well That Ends Well
-
As You Like It
-
Twelfth Night
-
The Merchant of Venice
-
A Midsummer Night's Dream
-
The Tempest
-
Shylock remains one of Shakespeare’s most complex and debated characters, embodying themes of justice, prejudice, and human vulnerability.

0
Updated: 14 hours ago
Who serves as a comic relief in the novel?
Created: 1 week ago
A
Mr. Collins
B
Mr. Bennet
C
Lydia
D
Caroline Bingley
Mr. Collins তার হাস্যকর বক্তৃতা, আত্মগর্ব ও Lady Catherine-এর তোষামোদের কারণে উপন্যাসের কমিক চরিত্র। তার প্রস্তাব Elizabeth-কে হাস্যকর মনে হয়। তার আচরণ Austen-কে বিদ্রূপ করার সুযোগ দেয়—ধর্মীয় দায়িত্বে থাকা একজন clergyman কেমন করে ভণ্ডামি করে। Collins-এর মাধ্যমে Austen satire তৈরি করেন, যাতে সমাজের বোকামি ও অন্ধভক্তি প্রকাশ পায়। তিনি পুরো উপন্যাসে comic relief হিসেবে কাজ করেন।

1
Updated: 1 week ago