"Clym Yeobright" is a renowned character introduced by-
A
Matthew Arnold
B
Thomas Hardy
C
Henry Fielding
D
Ernest Hemingway
উত্তরের বিবরণ
**Clym Yeobright** হলো Thomas Hardy-এর উপন্যাস **The Return of the Native**-এর একটি প্রধান চরিত্র।
* **The Return of the Native**
* ইংরেজ লেখক **Thomas Hardy**-এর রচিত এবং প্রকাশিত ১৮৭৮ সালে।
* উপন্যাসের পটভূমি: ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের Wessex অঞ্চলের কাল্পনিক **Egdon Heath**।
* কাহিনীতে Hardy **নিয়তির নির্মমতা** এবং মানুষের অসহায়ত্বকে ফুটিয়ে তুলেছেন।
* **Summary**
* **Clym Yeobright** প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষে জন্মভূমি **Egdon Heath**-এ ফিরে আসেন।
* তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে ইচ্ছুক।
* তার স্ত্রী **Eustacia Vye** শহুরে জীবনের আকাঙ্ক্ষায় Egdon Heath-এ বসবাস করছেন।
* ইউস্টেসিয়ার **Damon Wildeve**-র সঙ্গে সম্পর্ক পরবর্তীতে জটিল পরিস্থিতি সৃষ্টি করে।
* শেষ পর্যন্ত **Eustacia** এবং **Damon** উভয়ই দুঃখজনক পরিণতির মুখোমুখি হন।
* **Main Characters**
* Clym Yeobright
* Eustacia Vye
* Thomasin Yeobright
* Damon Wildeve
* Mrs. Yeobright
* Diggory Venn
* **Thomas Hardy (1840–1928)**
* ইংরেজ ঔপন্যাসিক ও কবি।
* ভিক্টোরিয়ান যুগের অন্যতম প্রধান লেখক।
* বাস্তববাদ (**Realism**) এবং প্রকৃতিবাদ (**Naturalism**) সাহিত্যের অনুসারী।
* উপন্যাসে গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রামের চিত্র ফুটে উঠেছে।
* নির্দিষ্ট অঞ্চলের প্রেক্ষাপটে কাজ করার কারণে তিনি **regional novelist** এবং কবি হিসেবেও পরিচিত।
* **Famous Novels**
* *Tess of the d'Urbervilles*
* *Far from the Madding Crowd*
* *The Return of the Native*
* *A Pair of Blue Eyes*
* *The Poor Man and the Lady*
* *The Woodlanders*
* *The Mayor of Casterbridge*
* *The Well-Beloved*
* *Jude the Obscure*
0
Updated: 1 month ago
Choose the word from the alternatives, where the prefix or suffix has not been used properly.
Created: 2 months ago
A
unassuming
B
unbelievable
C
unabated
D
uncautious
Correct Prefix Usage
• Answer:
-
ঘ) uncautious → ভুল প্রিফিক্স ব্যবহার হয়েছে
-
সঠিক শব্দ: incautious (prefix "in-")
• Incautious (Adjective)
-
Bangla Meaning: অসাবধান; অসতর্ক
• অন্যান্য উদাহরণ (সঠিক প্রিফিক্স “un-” ব্যবহার করা হয়েছে):
-
unassuming (Adjective): Modest, not arrogant — নিজেকে জাহির করে না এমন; নিরাভিমান; অপ্রগলভ; বিনয়ী; অমায়িক
-
unbelievable (Adjective): Difficult to believe — (১) অবিশ্বাস্য; (২) কথ্য: অত্যন্ত বিস্ময়কর
-
unabated (Adjective): Without weakening — (ঝড় ইত্যাদি) আগের মতোই তীব্র, প্রচণ্ড; অপ্রতিহত
• Note:
-
uncautious-এ “un-” প্রিফিক্সটি ভুলভাবে ব্যবহার হয়েছে; সঠিক রূপ হলো incautious।
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary
0
Updated: 2 months ago
What role does Alec play in Tess’s life?
Created: 1 month ago
A
A faithful husband
B
A spiritual guide
C
A seducer and destroyer
D
A supportive brother
Alec d’Urberville টেসের জীবনের সবচেয়ে অন্ধকার চরিত্র। Trantridge-এ কাজ করার সময় সে টেসকে প্রতারণা করে এবং শারীরিকভাবে শোষণ করে। এর ফলে টেস সমাজে "অশুদ্ধ" হিসেবে চিহ্নিত হয়। পরবর্তীতে টেস যখন Flintcomb-Ash-এ কষ্ট করছে, তখন Alec আবার আসে তার জীবনে।
শুরুতে ধর্মপ্রচারক হলেও দ্রুত সে আবার পুরোনো রূপে ফিরে আসে এবং টেসকে প্রলুব্ধ করে। টেসের পরিবারকে দারিদ্র্য থেকে বাঁচানোর জন্য টেস বাধ্য হয়ে তার কাছে ফিরে যায়। Alec টেসের জীবনে নিয়তির মতো এক দুঃস্বপ্ন। সে টেসের ট্র্যাজেডির প্রধান কারণ, এবং উপন্যাসে পুরুষতান্ত্রিক সমাজের ভণ্ডামি, লালসা এবং নারীর উপর অন্যায়ের প্রতীক।
0
Updated: 1 month ago
What type of clause is this? That he lied shocked everyone.
Created: 1 month ago
A
Adjective Clause
B
Adverb Clause
C
Noun Clause
D
Principal Clause
• Correct Answer: গ) Noun Clause
Analysis of the sentence:
-
Sentence: That he lied shocked everyone.
-
Clause: "That he lied"
-
Reasoning:
-
This clause has its own subject ("he") and verb ("lied"), forming a complete clause.
-
It functions as the subject of the main verb "shocked."
-
Noun clauses can act as subjects, objects, or complements; here, it is the subject.
-
Why not other options:
-
Adjective Clause: No, it does not modify any noun or pronoun.
-
Adverb Clause: No, it does not modify a verb, adjective, or adverb.
-
Principal Clause: No, it is a subordinate clause acting as a noun.
0
Updated: 1 month ago