A
Irony
B
Hyperbole
C
Understatement
D
Pun
উত্তরের বিবরণ
"I have told you a million times to clean your room!" হলো Hyperbole এর একটি উদাহরণ।
-
Hyperbole
-
এটি একটি অতিরঞ্জিত বা অত্যুক্তি।
-
বাংলা অর্থ: অতিশয়োক্তি, অত্যুক্তি, অতিরঞ্জন।
-
কমেডিতে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত ভাব প্রকাশ করতে ব্যবহৃত হয়।
-
প্রেমের কবিতায় প্রিয়জনের প্রশংসা বা আবেগ উজাড় করতে ব্যবহৃত হয়।
-
Hyperbole হাস্যরস উদ্রেক বা তীব্র সমালোচনাও করতে পারে।
-
উদাহরণ: "Ten thousand saw I at a glance," (Wordsworth: Daffodils).
-
-
Irony
-
একটি বক্তব্য, পরিস্থিতি বা ক্রিয়াকে বলা হয় যা প্রকৃত অর্থের বিপরীত বোঝায়।
-
মূলত বক্তব্য জোরালো করতে বিপরীত অর্থ ব্যবহার করা হয়।
-
প্রশংসার আদলে নিন্দা বা নিন্দার আদলে প্রশংসা করা যায়।
-
উদাহরণ: "Water, water everywhere, nor any a drop to drink."
-
-
Understatement
-
এটি তখন হয় যখন লেখক কোনো পরিস্থিতি বা বিষয়কে তার প্রকৃত গুরুত্বের চেয়ে কম গুরুত্ব সহকারে উপস্থাপন করে।
-
Hyperbole-এর বিপরীত।
-
উদাহরণ: "There’s some water in the Atlantic Ocean."
-
-
Pun বা Paronomasia
-
শব্দের খেলা, যেখানে ধ্বনিগত মিল থাকলেও ভিন্ন অর্থ বোঝায়।
-
উদাহরণ: "The tallest building in town is the library — it has thousands of stories!"
-
এখানে ‘stories’ শব্দটি বইয়ের গল্প এবং ভবনের তলা দুই অর্থেই ব্যবহৃত হয়েছে।
-

0
Updated: 14 hours ago
What was the main purpose of Sidney's An Apology for Poetry?
Created: 3 months ago
A
To teach how to write poetry
B
To explain Aristotle’s philosophy
C
To defend poetry against its critics
D
To praise modern drama
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।

0
Updated: 3 months ago
What does Ulysses mean by “gray spirit”?
Created: 1 week ago
A
His soul in old age
B
A dead soul
C
His kingdom
D
His son’s nature
“Gray spirit” বলতে ইউলিসিস তাঁর নিজের বৃদ্ধ আত্মাকে বোঝাচ্ছেন। বয়স বাড়লেও তাঁর মন এখনো জ্ঞান ও অভিযানের জন্য তৃষ্ণার্ত। তিনি বলেন তাঁর ধূসর আত্মা এখনো নতুন কিছু জানতে আকুল। এই অভিব্যক্তি তাঁর অদম্য মনোবল ও বার্ধক্যেও সক্রিয় থাকার ইচ্ছা প্রকাশ করে।

1
Updated: 1 week ago
"She almost missed the train." - Identify the Adverb.
Created: 6 days ago
A
Adverb of time
B
Adverb of Degree
C
Adverb of manner
D
Adverb of frequency
The correct answer is খ) Adverb of Degree
Explanation:
-
Adverb of Degree tells us how much or to what extent something happens.
-
It modifies verbs, adjectives, or other adverbs to indicate intensity.
Examples of Adverbs of Degree:
-
almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather.
Example Sentence:
-
She almost missed the train.
Other Adverb Types for Comparison:
-
Adverb of Time: Tells when something happens.
-
Examples: now, then, before, since, ago, already, once, twice, yesterday, today, tomorrow, daily, early, formerly, frequently.
-
Sentence: I have already finished my homework.
-
-
Adverb of Manner: Tells how something happens.
-
Examples: slowly, carefully, quickly, sadly, softly, steadily, suddenly.
-
Sentence: She walked slowly because she was tired.
-
-
Adverb of Frequency: Tells how often something happens.
-
Examples: always, usually, often, sometimes, rarely, never.
-
Sentence: He usually goes to school by bus.
-
Source: Applied English Grammar and Composition by P. C. DAS

0
Updated: 6 days ago