A
A Passage to India
B
Man and Superman
C
Of Human Bondage
D
A Farewell to Arms
উত্তরের বিবরণ
Adela Quested হলো E.M. Forster-এর লেখা A Passage to India উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
A Passage to India
-
রচিত E.M. Forster দ্বারা এবং প্রকাশিত ১৯২৪ সালে।
-
উপন্যাসটি ব্রিটিশ উপনিবেশিক ভারতে ইংরেজ ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক এবং সাংস্কৃতিক বিভেদের জটিলতা তুলে ধরে।
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো Adela Quested, একজন ইংরেজ নারী, যিনি একটি ভ্রমণে ভারতের একজন সম্মানিত মানুষ Dr. Aziz-এর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলেন, যা তোলপাড় সৃষ্টি করে।
-
-
Main Characters
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding
-
-
E.M. Forster (1879–1970)
-
পুরো নাম Edward Morgan Forster।
-
একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic।
-
তাঁর লেখায় প্রাধান্য মানবিক সম্পর্ক, শ্রেণিবিভেদ এবং সাংস্কৃতিক সংঘর্ষের উপরে।
-
-
Notable Works
-
A Room with a View
-
A Passage to India
-
Aspects of the Novel
-
Howards End
-
The Longest Journey
-
Marianne Thornton
-

0
Updated: 14 hours ago
"To be or not to be, that is the question."
This is taken from Shakespeare's play-
Created: 14 hours ago
A
Hamlet
B
Othello
C
Macbeth
D
Julius Caesar
• "To be or not to be, that is the question."
- This is taken from Shakespeare's play Hamlet.
• Hamlet:
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় 1603 সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet ছিলেন 'prince of Denmark' যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy -এর কাহিনী সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet -এর মৃত্যুর মধ্যে দিয়ে এই tragedy -র সমাপ্তি ঘটে।
• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience doth make cowards of us all.
- There is divinity that shapes our end.
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable works:
Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.
Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.
Famous poem:
- Shall I Compare Thee to a Summer Day/Sonnet 18,
- The Rape of Lucrece,
- Venus and Adonis.

0
Updated: 14 hours ago
Catastrophe is most closely associated with:
Created: 15 hours ago
A
Comedy
B
Romance
C
Tragedy
D
Satire
Catastrophe হলো সাহিত্যে বিশেষত tragedy-এর একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা গল্প বা নাটকের চূড়ান্ত পরিণতি নির্দেশ করে। এটি সাধারণত প্রধান চরিত্রের মৃত্যু বা গুরুতর বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত।
-
Catastrophe (আকস্মিক দূর্যোগ বা মহা দুর্ঘটনা) হলো ট্র্যাজেডির শেষ দৃশ্য, যেখানে নাটকের কার্যক্রম প্রধান চরিত্রের মৃত্যুর মাধ্যমে শেষ হয়।
-
অন্যভাবে বলা যায়, এটি হলো tragedy-এর ভয়ঙ্কর ফলাফল।
-
সাধারণত tragedy-তে ঘটে এবং denouement বা চূড়ান্ত সমাধানের সমার্থক শব্দ।
-
প্রধান চরিত্রের ত্রুটি বা ভুলের কারণে নাটকের শেষে তাকে মহাদুর্যোগে পতিত হতে হয়।
-
উদাহরণ: Doctor Faustus-এর শেষ দৃশ্যে Faustus ঈশ্বরের ক্ষমা প্রার্থনা করেন, কিন্তু Lucifer তাকে নরকে নিয়ে যায়।
-
সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে, catastrophe হলো কাহিনির চূড়ান্ত সমাধান, যেখানে সমস্ত দ্বন্দ্বের নিষ্পত্তি ঘটে।
-
ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে, এটি সাধারণত নায়কের tragic flaw বা চরিত্রগত ত্রুটি-র কারণে সংঘটিত হয়।

0
Updated: 15 hours ago
Choose the correct literary time frame of the Victorian period.
Created: 4 weeks ago
A
1742-1901
B
1832-1901
C
1862-1901
D
1842-1905
Victorian Period (1832–1901)
সঠিক উত্তর: খ) 1832-1901
সংক্ষিপ্ত বিবরণ:
-
নামকরণ: Queen Victoria (শাসনকাল শুরু 1837) এর নামে
-
শুরুর বছর: 1832 (সাহিত্যিক বৈশিষ্ট্যে বড় পরিবর্তনের কারণে)
-
মূল বৈশিষ্ট্য: শিল্প, সমাজ ও নৈতিকতার পরিবর্তন; সামাজিক সমস্যা ও বাস্তবধর্মী সাহিত্য
-
Fabian Society (1883) প্রতিষ্ঠিত হয় শ্রেণি-সংঘর্ষে সহিংসতা এড়ানোর জন্য; সদস্যদের একজন ছিলেন G.B. Shaw
দুইটি সময়কাল:
-
The Pre-Raphaelites (1848–1860)
-
Aestheticism & Decadence (1880–1901)
প্রধান লেখকরা:
-
Charles Dickens
-
Thomas Hardy
-
Matthew Arnold
-
Lord Alfred Tennyson
-
Robert Browning
-
George Eliot
-
Samuel Butler

0
Updated: 4 weeks ago