'Adela Quested' is a famous character from-
A
A Passage to India
B
Man and Superman
C
Of Human Bondage
D
A Farewell to Arms
উত্তরের বিবরণ
Adela Quested হলো E.M. Forster-এর লেখা A Passage to India উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
A Passage to India
-
রচিত E.M. Forster দ্বারা এবং প্রকাশিত ১৯২৪ সালে।
-
উপন্যাসটি ব্রিটিশ উপনিবেশিক ভারতে ইংরেজ ও ভারতীয়দের মধ্যে সম্পর্ক এবং সাংস্কৃতিক বিভেদের জটিলতা তুলে ধরে।
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো Adela Quested, একজন ইংরেজ নারী, যিনি একটি ভ্রমণে ভারতের একজন সম্মানিত মানুষ Dr. Aziz-এর বিরুদ্ধে আক্রমণের অভিযোগ তোলেন, যা তোলপাড় সৃষ্টি করে।
-
-
Main Characters
-
Dr. Aziz
-
Mrs. Moore
-
Adela Quested
-
Rony Hislop
-
Cyril Fielding
-
-
E.M. Forster (1879–1970)
-
পুরো নাম Edward Morgan Forster।
-
একজন ব্রিটিশ novelist, essayist এবং social ও literary critic।
-
তাঁর লেখায় প্রাধান্য মানবিক সম্পর্ক, শ্রেণিবিভেদ এবং সাংস্কৃতিক সংঘর্ষের উপরে।
-
-
Notable Works
-
A Room with a View
-
A Passage to India
-
Aspects of the Novel
-
Howards End
-
The Longest Journey
-
Marianne Thornton
-
0
Updated: 1 month ago
What is the correct meaning of the word “sodden”?
Created: 1 month ago
A
Slightly warm
B
Covered in dust
C
Extremely wet and soaked
D
Completely dry and clean
Correct Answer: Extremely wet and soaked
Sodden (adjective, verb)
-
English Meaning: Extremely wet.
-
Bangla Meaning:
-
সিক্ত, ভেজা
-
(রুটি ইত্যাদি) ভালো সেকা না হওয়ার ফলে ভারী ও কাঁচা; চটচটে ভেজা
-
(প্রায়ই) অতিরিক্ত মদ্যপানের ফলে বুদ্ধিভ্রষ্ট বা বিহ্বল
-
Synonyms:
-
Soaked – ভেজা
-
Wet – ভেজা
-
Water-logged – জলাবদ্ধতা
-
Drenched – ভিজে যাওয়া
-
Saturate – সিক্ত করা
Antonyms:
-
Dry – শুকনো
-
Waterless – পানি/জলহীন
-
Droughty – শুকনো
-
Bone dry – হাড়শুষ্ক
-
Parched – শুকনো
Other Forms:
-
Soddenly (adverb)
-
Soddenness (noun)
Incorrect Options:
-
ক) Slightly warm → তাপমাত্রা সম্পর্কিত, ভেজার সাথে সম্পর্ক নেই
-
খ) Covered in dust → শুকনো/ধুলো-বালুর সাথে সম্পর্কিত
-
ঘ) Completely dry and clean → Sodden-এর সরাসরি বিপরীত
Example Sentences:
-
We arrived home completely sodden.
-
His clothes were sodden after standing in the rain for hours.
0
Updated: 1 month ago
"Tis better to have loved and lost Than never to have loved at all."
This is quoted by-
Created: 1 month ago
A
T. S. Eliot
B
Alexander Pope
C
Alfred Tennyson
D
George Eliot
"'Tis better to have loved and lost Than never to have loved at all" হলো Alfred Tennyson-এর বিখ্যাত উক্তি, যা তার সর্বাধিক পরিচিত elegy In Memoriam-এ উল্লেখ আছে।
-
In Memoriam
-
এটি একটি elegy, লেখা হয় ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে এবং ১৮৫০ সালে অজ্ঞাতনামা প্রকাশিত হয়।
-
কবিতায় ১৩১টি sections, একটি prologue এবং একটি epilogue রয়েছে।
-
Tennyson এটি তার বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে লিখেছিলেন।
-
কবিতাটি মূলত Tennyson-এর শোককালীন বিভিন্ন পর্যায়কে চিত্রিত করে।
-
এছাড়াও Victorian যুগে ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা প্রতিফলিত হয়।
-
অন্য বিখ্যাত লাইন: "If I had a flower for every time I thought of you... I could walk through my garden forever."
-
Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি এবং যুগের chief representative।
-
Melodious language-এর জন্য পরিচিত এবং তাকে Lyric Poet বলা হয়।
-
১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হন।
Famous Poems
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Poems, Chiefly Lyrical
-
Locksley Hall
-
Idylls of the King
-
The Two Voices
-
Enoch Arden
-
Sir Galahad
-
The Higher Pantheism
-
A Dream of Fair Women
-
Mariana in the South
-
St. Simeon Stylites
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere
Famous Comedies
-
Queen Mary
-
The Falcon
0
Updated: 1 month ago
Which of the following writers is associated with the Romantic Period?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Samuel Johnson
C
Charles Dickens
D
T. S. Eliot
William Wordsworth ইংরেজি সাহিত্যের Romantic Age-এর অন্যতম শ্রেষ্ঠ কবি এবং তাঁকে প্রায়শই The Father of the Romantic Age বলা হয়। প্রকৃতিপ্রেম, মানবিক আবেগ এবং ফরাসি বিপ্লবের প্রভাব তাঁর কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
সাহিত্য জীবনের শুরুতে তিনি The French Revolution দ্বারা গভীরভাবে অনুপ্রাণিত হন।
-
তাঁর কবিতা London, 1802 এবং নাটক The Borderers-এ ফরাসি বিপ্লবের প্রভাব সুস্পষ্ট।
-
Wordsworth ছিলেন তাঁদের মধ্যে একজন, যিনি বিপ্লবকে উৎসাহের সঙ্গে গ্রহণ করেছিলেন।
-
তাঁকে বলা হয় The Father of the Romantic Age।
সাহিত্যিক অবদান:
-
William Wordsworth এবং Samuel Taylor Coleridge-এর যৌথ প্রকাশনা Lyrical Ballads (প্রথম সংস্করণে থাকা Preface) ইংরেজি সাহিত্যে Romanticism-এর সূচনা ঘটায়।
-
তাঁকে Lake Poet নামেও অভিহিত করা হয়, কারণ তাঁর শৈশব কেটেছে ইংল্যান্ডের Lake District এলাকায়।
-
১৮৪৩ সালে তিনি Poet Laureate পদে অধিষ্ঠিত হন।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
Rainbow (Poem)
-
Lucy Poems
তাঁর উপাধি:
-
Poet of Nature
-
Poet of Childhood
-
Lake Poet
অন্য বিকল্পগুলো:
-
Samuel Johnson – Neoclassical Period
-
Charles Dickens – Victorian Period
-
T. S. Eliot – Modern Period
0
Updated: 1 month ago