"Tis better to have loved and lost Than never to have loved at all."
This is quoted by-
A
T. S. Eliot
B
Alexander Pope
C
Alfred Tennyson
D
George Eliot
উত্তরের বিবরণ
"'Tis better to have loved and lost Than never to have loved at all" হলো Alfred Tennyson-এর বিখ্যাত উক্তি, যা তার সর্বাধিক পরিচিত elegy In Memoriam-এ উল্লেখ আছে।
-
In Memoriam
-
এটি একটি elegy, লেখা হয় ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে এবং ১৮৫০ সালে অজ্ঞাতনামা প্রকাশিত হয়।
-
কবিতায় ১৩১টি sections, একটি prologue এবং একটি epilogue রয়েছে।
-
Tennyson এটি তার বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর শোকে লিখেছিলেন।
-
কবিতাটি মূলত Tennyson-এর শোককালীন বিভিন্ন পর্যায়কে চিত্রিত করে।
-
এছাড়াও Victorian যুগে ধর্মীয় বিশ্বাস এবং আধুনিক বৈজ্ঞানিক তত্ত্বের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা প্রতিফলিত হয়।
-
অন্য বিখ্যাত লাইন: "If I had a flower for every time I thought of you... I could walk through my garden forever."
-
Lord Alfred Tennyson (1809–1892)
-
Victorian Period-এর অন্যতম প্রধান কবি এবং যুগের chief representative।
-
Melodious language-এর জন্য পরিচিত এবং তাকে Lyric Poet বলা হয়।
-
১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হন।
Famous Poems
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Poems, Chiefly Lyrical
-
Locksley Hall
-
Idylls of the King
-
The Two Voices
-
Enoch Arden
-
Sir Galahad
-
The Higher Pantheism
-
A Dream of Fair Women
-
Mariana in the South
-
St. Simeon Stylites
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere
Famous Comedies
-
Queen Mary
-
The Falcon
0
Updated: 1 month ago
Fill in the blank with the appropriate preposition: ‘Rina does not excel ____________ English.’
Created: 1 month ago
A
in
B
at
C
for
D
of
Excel শব্দটি সাধারণত কোনো বিষয়ে বা দক্ষতায় উৎকৃষ্টতা প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। এর অর্থ হলো অন্যদের চেয়ে ভালো করা বা কোনো ক্ষেত্রে বিশেষভাবে পারদর্শী হওয়া।
-
excel (in/at)
-
English meaning: to be extremely good at something
-
Bangla meaning: (১) অন্যদের চেয়ে ভালো করা, (২) ছাড়িয়ে যাওয়া
-
-
excel in: যখন কোনো subject, field বা area বোঝানো হয়।
-
উদাহরণ: She excels in mathematics. (সে গণিতে বিশেষ পারদর্শী)
-
-
excel at: যখন কোনো particular skill বা action বোঝানো হয়।
-
উদাহরণ: He excels at playing football. (সে ফুটবল খেলার ক্ষেত্রে উৎকৃষ্ট)
-
-
Complete sentence example: Rina does not excel in English. (রিনা ইংরেজিতে বিশেষ পারদর্শী নয়)
0
Updated: 1 month ago
What does Ulysses mean by “mete and dole / Unequal laws unto a savage race”?
Created: 1 month ago
A
He rules fairly over wise men
B
He gives unjust laws to uncivilized people
C
He ignores governance entirely
D
He loves his people deeply
ইউলিসিস অভিযোগ করেন যে তাঁর কাজ শুধু আইন বিতরণ করা। তিনি বলেন, তাঁর প্রজারা হলো এক “savage race” বা অসভ্য জাতি, যারা রাজাকে বোঝে না। তারা কেবল খাওয়া-দাওয়া, ঘুম আর সম্পদ সঞ্চয়ে ব্যস্ত। এর ফলে তাঁর আইনকানুনের মূল্য তাদের কাছে নেই। ইউলিসিসের এই মন্তব্য দেখায় যে রাজ্যপাট তাঁর কাছে অর্থহীন হয়ে উঠেছে।
তিনি মনে করেন, তাঁর অভিজ্ঞতা ও গৌরবের তুলনায় রাজকীয় দায়িত্ব খুব ক্ষুদ্র। তাই তাঁর মনে হয় তিনি যেন অন্যায় আইন বিতরণ করছেন। এটি মূলত রাজ্যজীবনের প্রতি তাঁর অবসাদ ও বিরক্তি প্রকাশ করছে।
1
Updated: 1 month ago
Leviathan, a foundational work in political philosophy, was authored by which thinker?
Created: 2 months ago
A
Thomas Hobbes
B
Niccolo Machiavelli
C
David Hume
D
Immanuel Kant
• লেভিয়াথান (Leviathan) হলো রাজনীতি ও সমাজবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ, যা ইংরেজ দার্শনিক Thomas Hobbes (থমাস হবস) কর্তৃক রচিত। Hobbes ১৬৫১ সালে এই বইটি প্রকাশ করেন, যেখানে তিনি সামাজিক চুক্তি ও শাসকের কর্তৃত্ব নিয়ে আলোচনা করেন। তিনি যুক্তি দেন যে, মানুষের প্রাকৃতিক অবস্থা "সবাই সবার বিরুদ্ধে যুদ্ধ" (war of all against all), যেখানে জীবন হয় "নিরাপত্তাহীন, দুঃখজনক ও সংক্ষিপ্ত"। Hobbes মনে করেন শান্তি বজায় রাখতে মানুষ একসম্মতিতে একটি সর্বশক্তিমান রাষ্ট্র (লেভিয়াথান) গঠন করে। অন্যান্য বিকল্প যেমন Niccolo Machiavelli 'The Prince'–এ শাসকের কূটনীতি ও শক্তি নিয়ে আলোচনা করেন; David Hume যুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে জ্ঞানের ভিত্তি স্থাপন করেন; আর Immanuel Kant নৈতিকতা ও যুক্তির ভিত্তিতে শাসন নিয়ে চিন্তা করেন। কিন্তু ‘Leviathan’ গ্রন্থের লেখক একমাত্র Thomas Hobbes.
0
Updated: 2 months ago