A
Laertes
B
Polonius
C
Claudius
D
Horatio
উত্তরের বিবরণ
Polonius হলো Ophelia-এর পিতা, যিনি William Shakespeare-এর Hamlet নাটকে গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Hamlet হলো Shakespeare-এর অন্যতম বিখ্যাত tragedy, যা ইংরেজি সাহিত্যে অত্যন্ত প্রসিদ্ধ।
-
এটি অন্যান্য tragedy-এর মতো ৫ acts বিশিষ্ট।
-
লেখা হয় ১৫৯৯-১৬০১ সালের মধ্যে এবং প্রথম প্রকাশিত হয় 1603 সালে।
-
কেন্দ্রীয় চরিত্র Prince Hamlet, 'prince of Denmark', জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং নিজের পিতাকে হত্যা করেছে।
-
সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা ঘটতে থাকে এবং নাটকটি Hamlet-এর মৃত্যুর মাধ্যমে সমাপ্ত হয়।
Important Characters of Hamlet
-
Ophelia
-
Hamlet
-
Claudius
-
Gertrude
-
Horatio (Hamlet-এর বিশ্বস্ত ও শ্রেষ্ঠ বন্ধু)
-
Polonius (Ophelia-এর পিতা)
-
Laertes (Ophelia-এর ভাই)
William Shakespeare (1564–1616)
-
ইংরেজি কবি, নাট্যকার এবং অভিনেতা।
-
তাকে English National Poet বলা হয়।
-
জন্মস্থান Stratford-upon-Avon, তাই তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
বিশ্ব সাহিত্যে অনন্য অবস্থান অধিকার করে আছেন।
-
প্রধানত Drama এবং Sonnet-এর জন্য পরিচিত।
-
তিনি মোট ৩৭টি play এবং ১৫৪টি sonnet লিখেছেন।
-
এছাড়াও তিনি long narrative poem-ও রচনা করেছেন।

0
Updated: 14 hours ago
Which Old English epic poem tells the story of a heroic warrior battling monsters and dragons?
Created: 1 month ago
A
Beowulf
B
The Odyssey
C
Gilgamesh
D
The Song of Roland
• পুরনো ইংরেজি মহাকাব্য "Beowulf" একটি বীর যোদ্ধার গল্প বলে, যে দানব ও ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে। এই কাব্যে বীর বিওউল্ফ প্রথমে দানব Grendel-কে পরাজিত করে, তারপর Grendel-এর মা-কে হত্যা করে। পরে বৃদ্ধ বয়সে, সে একটি ভয়ঙ্কর ড্রাগনের বিরুদ্ধে লড়াই করে নিজের প্রাণ বিসর্জন দেয়। এটি বীরত্ব, আত্মত্যাগ ও নৈতিকতার প্রতীক। কাব্যটি ইংল্যান্ডের সাহিত্যের প্রাচীনতম নিদর্শনগুলোর একটি এবং অষ্টম থেকে একাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়। তাই প্রশ্নে উল্লেখিত সঠিক উত্তর "ক) Beowulf"।
• বিস্তারিত আলোচনা:
• Beowulf is Old English literature's earliest epic and highest achievement.
- It is the first long poem in English literature
- এটি ৬ শতকের একটি প্রায় ৩ হাজার লাইনের long Heroic poem, যার লেখক এর নাম খুঁজে পাওয়া যায় নি।
- Beowulf কে highest achievement of Old English literature হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।
- এছাড়াও, এটাকে Earliest European vernacular epic ও বলা হয়।
• এই Epic টি দুইটি ভাগে বিভক্ত।
- এই কবিতার প্রধান চরিত্র Beowulf একজন Scandinavian hero.
- Beowulf এর তিনটি দু:সাহসিক অভিযানকে কেন্দ্র করে কাহিনী এগিয়ে চলে।
- ধারনা করা হয় এই Epic এর প্রধান চরিত্র Beowulf এর নাম অনুযায়ী এর নামকরণ করা হয়েছে।
- It opens in Denmark, where King Hrothgar has a splendid mead hall known as Heorot, a place of celebration and much merriment.'
- There is no evidence of a historical Beowulf, but some characters, sites, and events in the poem can be historically verified
- It is also the first monument in English literature.
Source: Live MCQ Lecture and Britannica.com

0
Updated: 1 month ago
Choose the antonym of "Deferential":
Created: 6 days ago
A
Obedient
B
Disrespectful
C
Praise
D
Submissive
• Deferential:
-
English meaning: showing that you respect somebody/something, especially somebody older or more senior than you.
-
Bangla meaning: শ্রদ্ধাবান; শ্রদ্ধাপূর্ণ।
Options:
ক) Obedient: আজ্ঞানুবর্তী; বাধ্য।
খ) Disrespectful: অসম্মানজনক; অশ্রদ্ধাপূর্ণ।
গ) Praise: প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
ঘ) Submissive: বশ্য; বাধ্য; অনুগত; বশবর্তী; আজ্ঞানুবর্তী।
অপশন বিবেচনা করে দেখা যায়, the antonym of "Deferential" হলো Disrespectful।
Source: Accessible Dictionary.

0
Updated: 6 days ago
The feminine gender of 'Colt' is:
Created: 2 weeks ago
A
Goat
B
Calf
C
Filly
D
Bitch
Feminine Gender of ‘Colt’
• Answer:
-
Colt (Masculine gender) → Filly (Feminine gender)
• Colt (Masculine gender)
-
English Meaning: A young male horse; a male foal
-
Bangla Meaning: ঘোড়ার বাচ্চা; অশ্বশাবক; (লাক্ষণিক) প্রায় অনভিজ্ঞ তরুণ
• Filly (Feminine gender)
-
Bangla Meaning: বাচ্চা ঘোটকী
• Other Examples:
-
Goat (Common gender) — ছাগল
-
He-goat / Billy-goat: পাঁঠা; ছাগ
-
She-goat / Nanny-goat: ছাগি
-
-
Calf (Common gender) — বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক
-
Bull calf: ষাঁড় বাছুর
-
Cow calf: গরু/স্ত্রী বাছুর
-
-
Bitch (Feminine gender) — স্ত্রীজাতীয় কুকুর; খেঁকশিয়াল বা নেকড়ে; কুক্কুরী
-
Masculine gender: Dog
-
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago