A
একটি খেলার মাঠ
B
একটি প্লাবন ভূমির নাম
C
বঙ্গোপসাগরের একটি খাদের নাম
D
ঢাকা সেনানিবাসের পোলা গ্রাউন্ডের নাম
উত্তরের বিবরণ
সোয়াচ অব নো গ্রাউন্ড (Swatch of No Ground)
সোয়াচ অব নো গ্রাউন্ড হলো একটি খাদাকৃতি সামুদ্রিক অববাহিকা বা গভীর গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে তির্যকভাবে ছেদ করেছে। এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত এবং গঙ্গা খাদ নামে পরিচিত।
বিশ্বের বিভিন্ন অঞ্চলে এই ধরনের বদ্বীপমুখী খাদের উদাহরণ দেখা যায়, যেমন সিন্ধু নদীর মোহনার কাছে অবস্থিত সিন্ধু খাদ এবং মিসিসিপি বদ্বীপের পাশের মিসিসিপি খাদ।
সোয়াচ অব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে প্রায় ১৪ কিলোমিটার প্রশস্ত একটি গভীর সমুদ্র উপত্যকা। এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৩৫০ মিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। এটি বঙ্গোপসাগরের অন্তর্গত "বেঙ্গল ফ্যান" বা বঙ্গ পাখার অংশ, যা বিশ্বের বৃহত্তম সাবমেরিন পাখার মধ্যে অন্যতম।
এই ‘বেঙ্গল ফ্যান’ ভূমিরূপ সোয়াচ অব নো গ্রাউন্ডের মাধ্যমে স্পষ্টভাবে পর্যবেক্ষণযোগ্য।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

0
Updated: 1 month ago