A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
উত্তরের বিবরণ
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes

0
Updated: 14 hours ago
In his first appearance Hamlet was wearing-
Created: 2 weeks ago
A
Royal robes
B
The Crown
C
Jester’s Costume
D
Mourning dress
English
Corruption wins not more than honesty-William Shakespeare
English Grammar
English Literature
The upright judge condemns crimes but he does not hate the criminals-William Shakespeare
No subjects available.
Hamlet’s First Appearance and Attire
-
In his first appearance in Hamlet (Act 1, Scene 2), Hamlet is wearing a mourning dress.
-
He is dressed in black clothing, described as an “inky cloak”, which signifies his grief over the recent death of his father, King Hamlet.
-
This choice of attire sets him apart from the rest of the court, emphasizing his mourning and emotional state.

0
Updated: 2 weeks ago
"It is impossible to love and be wise" — Who said it?
Created: 4 weeks ago
A
George Bernard Shaw
B
Jane Austen
C
Charlotte Bronte
D
Francis Bacon
"It is impossible to love and be wise" — উক্তিটি বলেছেন Francis Bacon, তার প্রবন্ধ “Of Love” থেকে নেওয়া।
Francis Bacon
-
পুরো নাম: Francis Bacon, Viscount Saint Alban
-
উপাধি: Sir Francis Bacon
-
পেশা: Essayist, lawyer, statesman, philosopher
-
বিশেষত্ব: English ভাষার একজন দক্ষ লেখক; প্রবন্ধে দার্শনিক ও বাস্তবজ্ঞানসমৃদ্ধ বক্তব্যের জন্য প্রসিদ্ধ
বিখ্যাত উক্তি
-
“Wives are young men’s mistresses; companions for middle age, and old men’s nurses.”
-
“Reading maketh a full man; conference a ready man, and writing an exact man.”
-
“It is impossible to love and to be wise.”
-
“Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.”
-
"Wonder is the seed of knowledge."
-
"A false friend is more dangerous than an open enemy."
-
"Beauty itself is but the sensible image of the Infinite."
-
"Silence is the sleep that nourishes wisdom."
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
-
Advancement of Learning
-
Commentarius Solutus
-
De Sapientia Veterum
-
Instauratio Magna
-
Novum Organum
-
The New Atlantis

0
Updated: 4 weeks ago
Tennyson's ‘In Memoriam' is an elegy on the death of -
Created: 1 month ago
A
John Milton
B
John Keats
C
Arthur Henry Hallam
D
Sydney Smith
"In Memoriam" কবিতাটি লিখেছেন ইংল্যান্ডের বিখ্যাত কবি Alfred Lord Tennyson। এটি একটি Elegy বা শোকগাথা। কবি এই কবিতাটি লিখেছেন তাঁর প্রিয় বন্ধু Arthur Henry Hallam-এর মৃত্যুর পর, যিনি ২২ বছর বয়সে হঠাৎ মারা যান। তাঁর মৃত্যুতে তীব্র শোক পেয়ে কবি দীর্ঘ ১৭ বছর ধরে এই কবিতা লেখেন (১৮৩৩-১৮৫০)। এটি ১৮৫০ সালে নাম প্রকাশ না করে প্রকাশিত হয়।
এই কবিতাটিতে মোট ১৩১টি অংশ, একটি Prologue (ভূমিকা) এবং একটি Epilogue (সমাপ্তি) রয়েছে।
এই কবিতায় Tennyson তাঁর বন্ধুর মৃত্যুর পর শোকের বিভিন্ন ধাপ তুলে ধরেছেন। এটি শুধু ব্যক্তিগত শোক নয়, বরং ভিক্টোরিয়ান যুগের মানুষের ধর্মীয় বিশ্বাস ও আধুনিক বিজ্ঞানের (যেমন: বিবর্তন ও ভূতত্ত্ব) মধ্যে দ্বন্দ্ব বোঝাতেও সাহায্য করে।
কবিতার একটি বিখ্যাত লাইন হলো:
"Tis better to have loved and lost
Than never to have loved at all."
(ভালোবেসে হারানো ভালো, না ভালোবাসার চেয়ে।)
Alfred Lord Tennyson (১৮০৯–১৮৯২)
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, যাঁকে এই যুগের অন্যতম মুখ হিসেবে ধরা হয়।
-
তাঁর কবিতাগুলো সুরেলা ও আবেগপূর্ণ ভাষায় লেখা, এজন্য তাঁকে এক Lyric Poet হিসেবে প্রশংসা করা হয়।
-
১৮৫০ সালে তিনি Poet Laureate (রাষ্ট্রীয় কবি) হিসেবে নিযুক্ত হন।
Alfred Tennyson-এর কিছু বিখ্যাত কবিতা
-
The Charge of the Light Brigade
-
The Lady of Shalott
-
Crossing the Bar
-
In Memoriam A.H.H.
-
The Lotos-Eaters
-
Tithonus
-
Ulysses
-
Break, Break, Break
-
Mariana
-
The Kraken
-
Tears, Idle Tears
-
The Eagle
-
Oenone
-
Locksley Hall
-
Idylls of the King
-
Enoch Arden
-
The Two Voices
-
Godiva
-
The Princess
-
Lady Clara Vere de Vere, ইত্যাদি।
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 1 month ago