A part of a longer story or a larger sequence is called-
A
Canto
B
Couplet
C
Epitaph
D
Episode
উত্তরের বিবরণ
Episode হলো একটি দীর্ঘ গল্প বা নাটকের অংশ, যা নিজেই সম্পূর্ণ হলেও পরবর্তী অংশের জন্য কিছু সূত্র রেখে যায় এবং গল্পের মোট কাঠামোতে অবদান রাখে।
-
Episode (উপাখ্যান)
-
একটি দীর্ঘ গল্প, নাটক বা সাহিত্যকর্মকে ছোট ছোট পর্বে বিভক্ত করে ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়।
-
প্রতিটি episode নিজেই পূর্ণ হলেও পরবর্তী episode-এর জন্য কিছু ইঙ্গিত রেখে যায়।
-
গল্পের সামগ্রিক নকশায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
উদাহরণ: Jane Austen-এর Pride and Prejudice-এ Lydia-এর elopement এবং তার প্রভাবের বর্ণনা একটি episode।
-
অন্যান্য সম্পর্কিত সাহিত্যিক পদসমূহ
-
Canto
-
দীর্ঘ কবিতা বা মহাকাব্যের প্রধান ভাগ।
-
Italian শব্দ, Latin থেকে উদ্ভূত, যার অর্থ “song” বা “singing”।
-
ইংরেজিতে এটি কবিতার একটি বিভাগ বোঝাতে ব্যবহৃত হয়।
-
-
Epitaph (সমাধিলিপি)
-
মৃত ব্যক্তির সম্পর্কে সংক্ষিপ্ত বাণী, প্রায়শই তার সমাধিতে খোদাই করা থাকে।
-
Epitaph কবিতার আকারেও হতে পারে এবং কখনো কখনো কবি বা লেখক জীবদ্দশায় এটি লিখেছেন।
-
Greek শব্দ epitaphios থেকে উদ্ভূত, যার অর্থ “funeral oration”।
-
-
Couplet (দ্বিপদী)
-
সমান মাপের এবং অন্ত্যমিলযুক্ত দুটি লাইন বা চরণ।
-
কবিতায় একত্রে রাইম করা দুটি লাইনকে couplet বলা হয়।
-
0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "euphemism"?
Created: 1 month ago
A
Directness
B
Veracity
C
Politeness
D
Straightforwardness
Euphemism এমন একটি বিশেষ্য, যা ব্যবহার করা হয় কোনো অপ্রিয় বা আক্রমণাত্মক শব্দ এড়িয়ে ভদ্র, শিষ্ট বা পরিশীলিত শব্দ দিয়ে প্রকাশ করার জন্য। দৈনন্দিন ভাষায় এটি সৌজন্য রক্ষার্থে বা পরোক্ষভাবে বক্তব্য প্রকাশে ব্যবহৃত হয়।
-
Euphemism (noun)
English Meaning: A word or phrase used to avoid saying an unpleasant or offensive word
Bangla Meaning: সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে ভদ্র বা পরোক্ষ শব্দের ব্যবহার; যেমন—‘মৃত্যু’ এর বদলে ‘পরলোকগমন’ বলা -
Correct Answer: গ) Politeness
-
Synonyms: Softening (নরম করা), Politeness (শিষ্টতা), Genteelism (ভদ্র/পরিশীলিত শব্দ ব্যবহার), Delicacy (মাধুর্যময় কথা), Circumlocution (আড়ম্বরপূর্ণ বাকচাতুর্য)
-
Antonyms: Dysphemism (অপমানজনক/অপ্রীতিকর শব্দ ব্যবহার), Calling a spade a spade (যা আছে তাই সরাসরি বলা), Straightforwardness (সোজাসাপ্টা কথা), Directness (সরাসরি বলা)
-
Other Forms:
-
Euphemistic (adjective): সুভাষিত
-
-
Other Options:
-
Veracity (noun): সত্য; সত্যপরায়ণতা; সত্যসন্ধতা; সত্যনিষ্ঠা
-
-
Example Sentences:
-
She wants to reclaim the word old and rejects euphemisms like elderly and seniors.
-
The story is patient, which some may find a euphemism for slow.
-
-
Source:
0
Updated: 1 month ago
"There's a divinity that shapes our ends"
This quotation is taken from-
Created: 2 months ago
A
As You Like It
B
Macbeth
C
Hamlet
D
Othello
Famous Quotations from Hamlet
-
“To be or not to be, that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in’t.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There’s a divinity that shapes our ends, rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy.”
William Shakespeare (1564–1616)
-
William Shakespeare ছিলেন একাধারে English poet, dramatist এবং actor।
-
তাঁকে বলা হয় English National Poet।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণ করার কারণে তাঁকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
তাঁকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare বিশ্বসাহিত্যে এক অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন।
-
তিনি মূলত তাঁর drama ও sonnet-এর জন্য বিখ্যাত।
-
তাঁর রচনায় রয়েছে: ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play।
-
এছাড়াও তিনি long narrative poems লিখেছেন।
Notable Plays by Shakespeare
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
Source: Britannica
0
Updated: 2 months ago
Pun is -
Created: 1 month ago
A
A long descriptive passage
B
A type of metaphor
C
A narrative technique
D
A play on words that have similar sounds but different meanings
Pun (Paronomasia) হলো শব্দের চতুর ও মজার ব্যবহার, যেখানে একই শব্দ বা মিলধ্বনিসম্পন্ন শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। সাহিত্যে এটি প্রায়শই শব্দখেলা বা রস সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহৃত হয়।
-
সংক্ষেপে বলা যায়: A pun is a play upon words which are similar in sound but different in meaning.
-
এর মাধ্যমে একই শব্দে একাধিক অর্থ প্রকাশ করা হয়, যা কখনও রসাত্মক, কখনও ব্যঙ্গাত্মক প্রভাব সৃষ্টি করে।
-
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিক তাদের রচনা এমনকি রচনার শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণ: Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস A Farewell to Arms–এ Arms শব্দটি দ্ব্যর্থক অর্থে ব্যবহার হয়েছে—
-
একদিকে যুদ্ধ/অস্ত্র বোঝাচ্ছে,
-
অন্যদিকে প্রেমিকার হাত বোঝাচ্ছে।
-
অতএব, Pun হলো সাহিত্যিক অলংকারের একটি বিশেষ রূপ, যা পাঠকের মনে ভাষার সৌন্দর্য ও কৌতুকের ভিন্ন মাত্রা যোগ করে।
Source:
0
Updated: 1 month ago