"Oliver Twist" is the title character of a novel, created by-
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
উত্তরের বিবরণ
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
0
Updated: 1 month ago
What lesson does Charlotte Lucas’s marriage give?
Created: 1 month ago
A
Love is everything
B
Marriage is only social duty
C
Security is more important than love
D
Romance always wins
Charlotte Lucas Darcy বা Bingley-এর মতো প্রেমময় পুরুষকে পায় না। বয়স বেশি হয়ে যাওয়ায় ও পরিবার দরিদ্র হওয়ায় সে Collins-এর প্রস্তাব গ্রহণ করে। এতে Austen দেখান সমাজে অনেক নারী অর্থনৈতিক নিরাপত্তার জন্য বিয়ে করতে বাধ্য হতো।
Elizabeth-এর মতো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া সবার পক্ষে সম্ভব ছিল না। তাই Charlotte বাস্তববাদী এবং তার বিয়ে এক ধরনের সামাজিক ট্র্যাজেডি।
1
Updated: 1 month ago
Kicking the bucket is a humorous _____ for dying.
Created: 1 month ago
A
addendum
B
aphorism
C
euphemism
D
Denotation
Kicking the bucket হলো একটি হাস্যরসাত্মক euphemism, যা মৃত্যুকে সংক্ষেপে এবং কোমলভাবে বোঝায়।
-
Kick the bucket
-
English অর্থ: to die
-
Bangla অর্থ: মারা যাওয়া (হাস্যরস বা কোমলভাবে ব্যবহার করা হয়)
-
-
Euphemism হলো ভাষার একটি রূপ, যা অপ্রিয় বা কঠোর বিষয়কে সৌম্য ও প্রীতিকরভাবে প্রকাশ করে।
-
ইংরেজি সাহিত্যে euphemism-এর অর্থ: সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
অস্বাভাবিক, কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে মৃদু, শ্রুতিমধুর বা সৌম্য শব্দ ব্যবহার করা হয়।
-
এটি প্রায়শই দৈনন্দিন কথোপকথনে ব্যবহার হয় যাতে কঠিন বা দু:খজনক পরিস্থিতি সহজ ও শালীনভাবে উপস্থাপন করা যায়।
-
-
Examples of Euphemism
-
“Kick the bucket” → মানুষের মৃত্যু বোঝায়।
-
“She’s a curvy woman” → প্রায়শই “overweight” বোঝানোর জন্য ব্যবহৃত কোমল শব্দ।
-
0
Updated: 1 month ago
The correct antonym of “Bombastic” is -
Created: 1 month ago
A
Curtail
B
Humble
C
Verbose
D
Factious
The correct antonym of “Bombastic” is Humble
Explanation:
-
Bombastic (adjective): Using long, inflated, or pompous words to impress others; আড়ম্বরপূর্ণ।
-
Humble (adjective): Simple, modest, and not boastful; ভদ্র, বিনয়ী।
Synonyms of Bombastic:
-
Blathering (আবোল-তাবোল বলা)
-
Verbose (বাগাড়ম্বরপূর্ণ)
-
Wordy (অনেক শব্দে বা কথায় প্রকাশিত)
-
Turgid (শব্দাড়ম্বরপূর্ণ)
Antonyms of Bombastic:
-
Straightforward (সহজবোধ্য)
-
Square (মার্জিত)
-
Humble (ভদ্র, বিনয়ী)
-
Quiet (নম্ন)
-
Reserved (সংরক্ষিত)
Example Sentences:
-
She gave a bombastic and exaggerated description of her success.
-
All of a sudden, a man stood up and delivered a bombastic talk.
Source: Live MCQ Lecture; Accessible Dictionary
0
Updated: 1 month ago