"Oliver Twist" is the title character of a novel, created by-
A
G. B. Shaw
B
D. H. Lawrence
C
Oscar Wilde
D
Charles Dickens
উত্তরের বিবরণ
Oliver Twist হলো Charles Dickens-এর লেখা উপন্যাসের প্রধান চরিত্র, যা একটি অনাথ শিশুর জীবনের সংগ্রাম ও সমাজের অন্ধকার দিককে তুলে ধরে।
-
Oliver Twist উপন্যাসটি Charles Dickens রচনা করেছেন।
-
এটি ধারাবাহিকভাবে ১৮৩৭ থেকে ১৮৩৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি অনাথ শিশু Oliver Twist-এর জীবনের কাহিনি অনুসরণ করে।
-
Dickens তৎকালীন লন্ডন শহরের দুর্দশা ও সামাজিক অন্যায় ফুটিয়ে তুলেছেন।
-
তিনি দেখিয়েছেন কিভাবে দারিদ্রতা মানুষকে অপরাধের পথে ঠেলে দেয়।
Important Characters
-
Oliver Twist
-
Fagin
-
Bill Sikes
-
Nancy
-
Agnes Fleming
-
Charley Bates
Charles Dickens (1812–1870)
-
একজন বিখ্যাত ইংরেজ উপন্যাসিক, যাকে ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয়।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে রাজা পর্যন্ত সব শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও তাঁর সাহিত্যকৌশল তাঁর খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হয়।
Notable Works
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
0
Updated: 1 month ago
How many chapters are there in Great Expectations?
Created: 1 month ago
A
59
B
60
C
58
D
61
বাংলা ব্যাখ্যা: উপন্যাসে মোট ৫৯টি অধ্যায় আছে। Dickens উপন্যাসটিকে তিনটি "stage" বা ধাপে ভাগ করেছেন, যা পিপের জীবনকে তিন পর্যায়ে দেখায়—(১) শৈশব ও মার্শের জীবন, (২) লন্ডনে ভদ্রলোক হওয়ার সংগ্রাম, এবং (৩) সত্য উন্মোচন ও আত্মশুদ্ধি। অধ্যায়ের সংখ্যা ৫৯ হলেও প্রতিটি অধ্যায়ই কাহিনির প্লটকে এগিয়ে নিয়ে যায় এবং পাঠককে মানসিকভাবে পিপের সঙ্গে সংযুক্ত করে। এ প্রশ্ন ছাত্রদের পরীক্ষায় বিভ্রান্ত করতে পারে, কারণ Dickens-এর অনেক উপন্যাসেই অধ্যায়ের সংখ্যা ভিন্ন হয়।
0
Updated: 1 month ago
'Heard melodies are sweet but those unheard are sweeter' is taken from
Created: 1 day ago
A
Robert frost
B
William Wordsworth
C
John Keats
D
PB Shelley
The line "Heard melodies are sweet but those unheard are sweeter" is taken from John Keats' famous poem "Ode on a Grecian Urn". This quote reflects the theme of the poem, which explores the idea of eternal beauty and the contrast between the real world and the world captured in art. Keats uses the concept of an urn, which is still and silent, to symbolize an idealized form of existence that is free from the ravages of time. The line suggests that things that are imagined or not yet experienced often hold a greater appeal than those that are already tangible or real.
Here’s a breakdown of the options:
-
Robert Frost is known for works such as "The Road Not Taken" and "Mending Wall," but he did not write this line.
-
William Wordsworth is famous for works like "I Wandered Lonely as a Cloud" and "Tintern Abbey," and while his poetry often celebrates nature, he is not the author of this line.
-
John Keats, the correct answer, is a Romantic poet known for his exploration of beauty, art, and transcendence. This particular line is from his poem "Ode on a Grecian Urn," written in 1819. Keats’ work frequently examines the tension between the fleeting nature of life and the permanence of art, with this quote illustrating that concept.
-
PB Shelley is another Romantic poet known for works like "Ozymandias" and "To a Skylark," but he did not write this line.
John Keats' "Ode on a Grecian Urn" continues to resonate with readers for its meditations on immortality, beauty, and the contrast between the static and dynamic elements of life.
0
Updated: 1 day ago
'Mr. Darcy' is a famous character created by-
Created: 1 month ago
A
Charles Dickens
B
Emily Bronte
C
Jane Austen
D
George Orwell
‘Mr. Darcy’ – Jane Austen-এর একটি প্রসিদ্ধ চরিত্র
-
Character:
-
Mr. Fitzwilliam Darcy বা সংক্ষেপে Mr. Darcy হলো Jane Austen-এর বিখ্যাত romantic novel Pride and Prejudice–এর কেন্দ্রীয় চরিত্র।
-
তিনি Elizabeth Bennet-এর প্রেমিক ও গল্পের প্রধান নায়ক।
-
-
Pride and Prejudice:
-
Romantic period-এর একটি classic English novel।
-
কাহিনী শুরু হয় 19শ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
-
Darcy ও Elizabeth একে অপরের প্রেমে পড়েন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে প্রাথমিক বিভ্রান্তি ও সামাজিক পার্থক্যের কারণে বাঁধা আসে।
-
গল্পটি Bennet পরিবারের চারপাশে ঘুরে, যেখানে পরিবারের মা তার পাঁচ কন্যার জন্য সম্ভাব্য বউঝাই ও সঙ্গীর সন্ধান করছেন।
-
-
Main Characters:
-
Mr. Darcy
-
Elizabeth Bennet
-
Jane Bennet
-
Mr. Bennet
-
Mrs. Bennet
-
Charles Bingley
-
Lady Catherine de Bourgh
-
-
Jane Austen (1775–1817):
-
English novelist, Romantic period-এর প্রধান লেখক।
-
তার উপন্যাসগুলো 19শ শতকের ইংরেজ সমাজের বাস্তবচিত্র তুলে ধরে।
-
Ordinary people-এর দৈনন্দিন জীবনের মাধ্যমে উপন্যাসকে আধুনিক চরিত্র দিয়েছেন।
-
-
Notable Works:
-
Sense and Sensibility (1811)
-
Pride and Prejudice (1813)
-
Mansfield Park (1814)
-
Northanger Abbey (posthumous, 1818)
-
Persuasion (posthumous, 1818)
-
Emma (1815)
-
0
Updated: 1 month ago