Kicking the bucket is a humorous _____ for dying.
A
addendum
B
aphorism
C
euphemism
D
Denotation
উত্তরের বিবরণ
Kicking the bucket হলো একটি হাস্যরসাত্মক euphemism, যা মৃত্যুকে সংক্ষেপে এবং কোমলভাবে বোঝায়।
-
Kick the bucket
-
English অর্থ: to die
-
Bangla অর্থ: মারা যাওয়া (হাস্যরস বা কোমলভাবে ব্যবহার করা হয়)
-
-
Euphemism হলো ভাষার একটি রূপ, যা অপ্রিয় বা কঠোর বিষয়কে সৌম্য ও প্রীতিকরভাবে প্রকাশ করে।
-
ইংরেজি সাহিত্যে euphemism-এর অর্থ: সুভাষণ বা কোমল প্রকাশ (inoffensive expression)।
-
অস্বাভাবিক, কঠোর বা কর্কশ শব্দের পরিবর্তে মৃদু, শ্রুতিমধুর বা সৌম্য শব্দ ব্যবহার করা হয়।
-
এটি প্রায়শই দৈনন্দিন কথোপকথনে ব্যবহার হয় যাতে কঠিন বা দু:খজনক পরিস্থিতি সহজ ও শালীনভাবে উপস্থাপন করা যায়।
-
-
Examples of Euphemism
-
“Kick the bucket” → মানুষের মৃত্যু বোঝায়।
-
“She’s a curvy woman” → প্রায়শই “overweight” বোঝানোর জন্য ব্যবহৃত কোমল শব্দ।
-
0
Updated: 1 month ago
Leo Tolstoy is a/an -
Created: 1 month ago
A
American author
B
Russian author
C
French author
D
Colombian author
Leo Tolstoy ছিলেন একজন রুশ লেখক, যাকে a master of realistic fiction বলা হয়। তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবে স্বীকৃত। তাঁর সবচেয়ে বিখ্যাত রচনার মধ্যে রয়েছে দুটি দীর্ঘ উপন্যাস— War and Peace এবং Anna Karenina।
লিও টলস্টয়ের উল্লেখযোগ্য রচনা
-
An Examination of Dogmatic Theology
-
Anna Karenina
-
Boyhood
-
Childhood
-
Father Sergius
-
My Confession
-
Resurrection
-
Sevastopol in August
0
Updated: 1 month ago
Bertrand Russell won the Nobel Prize in Literature in which year?
Created: 1 month ago
A
1950
B
1955
C
1960
D
1965
Bertrand Russell, সম্পূর্ণ নাম Bertrand Arthur William Russell, একজন ব্রিটিশ philosopher, logician, এবং social reformer, যিনি Analytic movement-এর প্রতিষ্ঠাতা হিসেবে খ্যাত।
-
Russell-এর অবদান Logic, Epistemology, এবং Philosophy of Mathematics-এ তাকে ২০শ শতকের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
-
শিক্ষাজীবন: Cambridge University, Trinity College, যেখানে দর্শন এবং গণিত অধ্যয়ন করেন।
-
তিনি একজন বিশ শতকের বিখ্যাত দার্শনিক, শ্রেষ্ঠ যুক্তিবিদ্যাবিদ এবং সমাজ সংস্কারক।
-
সমাজ, রাজনীতি ও দর্শনসহ নানা বিষয়ে তার পাণ্ডিত্যপূর্ণ রচনা বিশ্বকে চিন্তার খোরাক যুগিয়েছে বহু বছর ধরে।
-
১৯৫০ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
Russell-এর কিছু উল্লেখযোগ্য রচনা:
-
Mysticism and Logic
-
History of Modern Philosophy
-
The Analysis of Mind
-
Authority and the Individual
-
The Future of Mankind
Source:
0
Updated: 1 month ago
Who wrote Lady Chatterley's Lover?
Created: 1 month ago
A
E.M. Forster
B
Henry Miller
C
Virginia Woolf
D
D. H Lawrence
Lady Chatterley's Lover
-
লেখক: D. H. Lawrence
-
প্রকাশ: 1932 (England), পূর্ণ প্রকাশ: 1959 (New York), 1960 (London)
-
মূল ভাবনা: পুরুষ ও মহিলারা শিল্পোন্নত সমাজের সীমাবদ্ধতা অতিক্রম করে স্বাভাবিক প্রবৃত্তি অনুসরণ করবে এবং আবেগপ্রবণ প্রেমে যুক্ত হবে
Summary:
-
Sir Clifford Chatterley: সম্পদশালী জমিদার, কোমরের নিচের অংশ অবশ, সারাদিন বিছানায় থাকেন
-
Constance (Lady Chatterley): স্বামীর অক্ষমতার কারণে মানসিক ও শারীরিক অশান্তিতে ভুগে
-
প্রেমের এক অসফল চেষ্টা শেষে তিনি Oliver Mellors-এর প্রতি আকৃষ্ট হন
-
Oliver Mellors: নিম্নবিত্ত শ্রেণীর, কিন্তু শক্তিশালী চরিত্র, অবৈধ প্রণয়ে মত্ত হয়
D. H. Lawrence
-
English author, novelist, poet, playwright, essayist, critic
-
গুরুত্বপূর্ণ novels: Sons and Lovers, The Rainbow, Women in Love
His Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover
0
Updated: 1 month ago