A
Ode to a Nightingale by John Keats
B
Daffodils by William Wordsworth
C
The Solitary Reaper by William Wordsworth
D
To a Skylark by P. B. Shelley
উত্তরের বিবরণ
“I wandered lonely as a cloud” হলো William Wordsworth-এর Daffodils কবিতার উদ্বোধনী লাইন, যা প্রকৃতি এবং ব্যক্তিগত অনুভূতির মিলনের অনন্য প্রতিফলন।
-
I Wandered Lonely as a Cloud (Daffodils) হলো William Wordsworth-এর রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতায় Wordsworth-এর বিচরণ এবং এক লেকের ধারে daffodils-এর বাগান আবিষ্কারের অভিজ্ঞতা বর্ণিত হয়েছে, যার স্মৃতি তাকে একাকী বা বিরক্ত অবস্থায় আনন্দ এবং পরিতৃপ্তি দেয়।
-
প্রথম প্রকাশিত হয় 1807 সালে।
-
এটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক জগতের সাথে সম্পর্কিত মূল ধারণাগুলোকে একত্রিত করে।
-
কবিতায় Wordsworth daffodils-এর সৌন্দর্যকে Milky Way-এর তারাগুলোর সাথে তুলনা করেছেন।
কবিতার কিছু বিখ্যাত লাইন
-
“When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“I wandered lonely as a cloud That floats on high o'er vales and hills, When all at once I saw a crowd, A host, of golden daffodils.”
-
“A host, of golden daffodils; Beside the lake, beneath the trees, Fluttering and dancing in the breeze.”
-
“Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance.”
-
“And then my heart with pleasure fills, And dances with the daffodils.”
William Wordsworth
-
জন্মগ্রহণ করেন 7 April 1770, Cockermouth, Cumberland, England।
-
তিনি Lake Poet নামে পরিচিত, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছিলেন।
Notable Works (Poems)
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
I Wandered Lonely as a Cloud

0
Updated: 14 hours ago
What is The Rape of the Lock about?
Created: 2 weeks ago
A
A political scandal
B
A trivial social incident blown out of proportion
C
A historical battle
D
A love story in the countryside
সঠিক উত্তর: খ) A trivial social incident blown out of proportion ✅
✦ The Rape of the Lock
-
লেখক: Alexander Pope
-
ধরণ: Mock-epic / Mock-heroic poem
-
প্রকাশকাল: ১৭১২ (প্রথম ভার্সন), ১৭১৪ (শেষ ভার্সন)
-
কেন্দ্রীয় চরিত্র: Belinda, Baron, Ariel
-
রূপকথা: ছোটো একটি সামাজিক ঘটনা—Belinda-এর চুলের একটি লক কেটে নেওয়া—কে মহাকাব্যের মতো উপস্থাপন করা হয়েছে।
-
লক্ষণীয় বিষয়: Heroic couplets ব্যবহার, ৫ Canto তে সম্প্রসারিত, হাস্যরসাত্মক ও তুচ্ছ ঘটনার প্রতি ব্যঙ্গাত্মক দৃষ্টি।
Alexander Pope:
-
English author ও Augustan Period-এর কবি
-
পরিচিত: Mock Heroic Poet
-
বিখ্যাত রচনা: An Essay on Criticism, An Essay on Man, The Dunciad, The Rape of the Lock, Eloisa to Abelard
মূল পয়েন্ট: কবিতায় তুচ্ছ ঘটনা (চুল কাটা) মহাকাব্য রূপে উপস্থাপন করে সমাজের উচ্চবিত্ত মানুষের অহংকার ও আচরণের ব্যঙ্গ করা হয়েছে।

0
Updated: 2 weeks ago
The poem 'The Love Song of J. Alfred Prufrock' is written by-
Created: 3 days ago
A
W. B. Yeats
B
T. S. Eliot
C
Walter Scott
D
Robert Browning
The Love Song of J. Alfred Prufrock is written by T.S Eliot.
- আধুনিক যুগের অন্যতম সেরা কবিতা এটি।
- এটা মূলত একটি Dramatic Monologue. এটি প্রথম প্রকাশিত হয়েছিল Poetry ম্যাগাজিনে, ১৯১৫ সালে।
- এখানে দেখায়, J. Alfred Prufrock যে কিনা একজন মধ্যবয়সী মানুষ, তার ফেলে আসা অতীতের স্মরণ করছে। চাপা দীর্ঘশ্বাস ফেলে সে তার ভগ্ন শরীর ও হৃদয়ের অবস্থা পর্যবেক্ষণ করে।
- সে বুঝতে পারে, সে তার যৌবন এবং সুখ দুটোই হারিয়েছে।
• এই কবিতার বিখ্যাত লাইন,
- “I have measured out my life with coffee spoons."
• T.S. Eliot:
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।
• Best works:
• Poems
- The Waste Land (1922),
- Four Quartets,
- The Hollow Men,
- The Love Song of J. Alfred Prufrock,
- Ash Wednesday (Poem).
• His well known plays:
- The Confidential Clerk,
- Murder in the Cathedral,
- The Cocktail Party,
- The Elder Statesman,
- The Trail of a Judge etc.
Source: An ABC of English Literature, Dr M Mofizar Rahman and Britannica.

0
Updated: 3 days ago
Which is the most important part of a letter?
Created: 2 weeks ago
A
The address of the receiver
B
Body of the Letter
C
Heading
D
The signature of the writer
Parts of a Letter
-
Heading (শিরোনাম)
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের অংশে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন)
-
যে ব্যক্তিকে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
অবস্থান: বামদিকে, Heading থেকে নিচে, Capital Letter দিয়ে শুরু, শেষে কমা।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়)
-
সম্ভাষণের নিচে, সাধারণত মার্জিনে সংক্ষেপে মূল বক্তব্য উল্লেখ করতে হয়।
-
-
Body of the Letter (মূল অংশ)
-
চিঠির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
-
বিস্তারিত বক্তব্য থাকে; একটি বা একাধিক Paragraph-এ লেখা হয়।
-
প্রতিটি Paragraph Capital Letter দিয়ে শুরু হয়।
-
সম্ভাষণের নিচে সামান্য ডানদিকে সরিয়ে শুরু করতে হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য)
-
মূল চিঠি শেষ হওয়ার পরে, শেষ লাইনের ঠিক নিচে এবং ডানদিকে লেখকের দস্তখতের উপরে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: Your affectionate son,
-
বন্ধু: Yours sincerely,
-
অপরিচিত: Yours truly, Yours faithfully,
-
শিক্ষক: Your most obedient pupil,
-
-
-
Signature (দস্তখত/স্বাক্ষর)
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখকের স্বাক্ষর করা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা)
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি এবং ঠিকানা লেখা হয়।
-
Source: BBS Program, Bangladesh Open University

0
Updated: 2 weeks ago